WBCS 2007 Previous Year Question Paper - Page 09

145. রাসায়নিকভাবে স্পেরোপোলেনিন্‌ একটি

(A) ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কো-পলিমার
(B) কার্বোহাইড্রেট
(C) প্রোটিন
(D) ল্যাকটিক অ্যাসিড

Correct Answer
(A) ক্যারোটিনয়েড এবং ফ্যাটি অ্যাসিডের কো-পলিমার
146. চার্নোকাইট হল

(A) নীলগিরি নাইস
(B) মণিশিলা
(C) ঝাড়খণ্ডে পাওয়া যায়
(D) হিমবাহ

Correct Answer
(A) নীলগিরি নাইস
147. ত্রয়োদশ শতকে কোন্‌ মুসলিম সেনাপতি বাংলা জয় করেন ?

(A) আফজল খান
(B) ইকতিয়ারুদ্দিন বিন বখতিয়ার খিলজি
(C) চেঙ্গিজ খান
(D) তেমুচিন

Correct Answer
(B) ইকতিয়ারুদ্দিন বিন বখতিয়ার খিলজি
148. শীতল আবহাওয়া ঋতুতে -------- র জন্য বৃষ্টিপাত হয়।

(A) কালবৈশাখী
(B) পশ্চিমী ঝঞ্ঝা
(C) হিম তরঙ্গ
(D) আরব সাগরের নিম্নচাপ

Correct Answer
(B) পশ্চিমী ঝঞ্ঝা
149. ভারতীয় পরিকল্পনাকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টির দ্রুততম বৃদ্ধি হয়েছে ?

(A) কৃষিক্ষেত্র
(B) শিল্পক্ষেত্র
(C) সেবাক্ষেত্র
(D) উপরের কোন্‌টিই নয়

Correct Answer
(B) শিল্পক্ষেত্র
150. --------র ইচ্ছা অনু্যায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ নিজ নিজ দপ্তরে বহাল থাকেন।

(A) রাষ্ট্রপতি
(B) প্রধানমন্ত্রী
(C) লোকসভার অধ্যক্ষ
(D) ভারতীয় সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

Correct Answer
(A) রাষ্ট্রপতি
151. ভুবন, তারক এবং রামের থেকে ছোট।জিত তারকের থেকে ছোট কিন্ত রামের থেকে বড়। নীচের বিবৃতিগুলির মধ্যে কোন্‌টি নিশ্চিতভাবে সঠিক ?

(A) ভুবন জিত-এর থেকে বড়
(B) জিত সবার মধ্যে বয়োজ্যেষ্ঠ
(C) রাম কনিষ্ঠতম সদস্যের ঠিক উপরেই
(D) নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না

Correct Answer
(C) রাম কনিষ্ঠতম সদস্যের ঠিক উপরেই
152. কোন্‌ ধাতব তারের মধ্যে দিয়ে কোন্‌ কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে ?

(A) ইলেকট্রন
(B) পজিট্রন
(C) নিউট্রন
(D) ফোটন

Correct Answer
(A) ইলেকট্রন
153. ঝাঁসিরাম পরামর্শদাতা ছিলেন

(A) মায়াবতীর
(B) উমা ভারতীয়
(C) জয়া বচ্চনের
(D) শারদ যাদবের

Correct Answer
(A) মায়াবতীর
154. ভারতে সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল

(A) মহারাষ্ট্র
(B) পাঞ্জাব
(C) গুজরাট
(D) তামিলনাডু

Correct Answer
(A) মহারাষ্ট্র
155. ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

(A) জোড়হাট
(B) ব্যাঙ্গালোর
(C) দেরাদুন
(D) এলাহাবাদ

Correct Answer
(C) দেরাদুন
156. পশ্চিমবঙ্গে ---- জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন।

(A) বাঁকুড়া
(B) উত্তর দিনাজপুর
(C) পুরুলিয়া
(D) মালদা

Correct Answer
(C) পুরুলিয়া
157. A-এর বাবা B-এর শ্বশুরমশায় । B-এর বাবা C-এর শ্বশুরমশায় । যদি A ও B পুরুষ এবং C একজন স্ত্রীলোক হয় তাহলে A ও C এবং B ও C –এর মধ্যে সম্পর্কটা কিরুপ ?

(A) C, A-এর স্ত্রী এবং B –এর বোন
(B) B-এর স্ত্রী C যার ভাই হল A
(C) A ও B ভাই এবং C, B –এর স্ত্রী
(D) উপরের কোন্‌টিই নয়

Correct Answer
(D) উপরের কোন্‌টিই নয়
158. শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিলেন

(A) অর্জুন দেব
(B) গোবিন্দ সিং
(C) হরগোবিন্দ
(D) তেগ বাহাদুর

Correct Answer
(B) গোবিন্দ সিং
159. নিম্নলিখিত সালগুলির মধ্যে কোন্‌ সালে ভারতের খাদ্য নিগম প্রতিষ্ঠিত হয়

(A) 1955
(B) 1960
(C) 1965
(D) 1970

Correct Answer
(C) 1965
160. ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন

(A) এম. এন. রায়
(B) লালা হরদয়াল
(C) রাসবিহারী বসু
(D) সুভাষচন্দ্র বসু

Correct Answer
(C) রাসবিহারী বসু
161. 2005 আই আই এফ এ পুরস্কার শ্রেষ্ঠ ছবি হিসাবে জিতেছে

(A) বীর জারা
(B) যুবা
(C) মার্ডার
(D) হাম্‌ তুম্‌

Correct Answer
(A) বীর জারা
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2007p9]