WBCS 2008 Previous Year Question Paper - Page 11

179. হিমালয়ের উৎপত্তি হয়

(A) ভারত মহাসাগর থেকে
(B) হারসিনিয়ান জিওসিনক্লাইন থেকে
(C) টেথিস জিওসিনক্লাইন থেকে
(D) উপরের কোন্‌টি থেকেই নয়

Correct Answer
(B) হারসিনিয়ান জিওসিনক্লাইন থেকে
180. লিগনাইট এক ধরনের

(A) লোহা (আকরিক)
(B) তামা
(C) কয়লা
(D) চুনাপাথর

Correct Answer
(A) লোহা (আকরিক)
181. শরীরের মধ্যে যে জৈব-রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে

(A) অ্যানাবোলিজম্‌
(B) ক্যাটাবোলিজম
(C) মেটাবোলিজম্‌
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(D) উপরের কোনোটিই নয়
182. রেট্রোভাইরাসের আর.এন.এ. থেকে ডি.এন.এ. উৎপন্ন

(A) ডি.এন.এ. পলিমারেজ দ্বারা
(B) আর.এন.এ. পলিমারেজ দ্বারা
(C) এণ্ডোনিউক্লিয়েজ দ্বারা
(D) রিভার্স ট্রান্সক্রিপটেজ দ্বারা

Correct Answer
(B) আর.এন.এ. পলিমারেজ দ্বারা
183. মি.দিগ্মবর কামাত কোন্‌ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন ?

(A) মেঘালয়
(B) গোয়া
(C) সিকিম
(D) কেরালা

Correct Answer
(A) মেঘালয়
184. নীচে দেওয়া জুটিগূলির মধ্যে অসঙ্গত জুটি হল

(A) Beck বৌদ্ধিক মনোচিকিৎসা
(B) Adler ব্যক্তি মনোচিকিৎসা
(C) Freud মনঃসমীক্ষণ
(D) Bowlby আচরণবাদী মনোচিকিৎসা

Correct Answer
(D) Bowlby আচরণবাদী মনোচিকিৎসা
185. 2014 ফিফা বিশ্বকাপ কোন্‌ দেশে হবে ?

(A) আর্জেন্টিনা
(B) ব্রাজিল
(C) কানাডা
(D) বেলজিয়াম

Correct Answer
(D) বেলজিয়াম
186. ‘আন্তঃ সামাজিক দূরত্ব’ পরিমাপকের জনক

(A) Likert
(B) La Pierre
(C) Bogardus
(D) Hovland

Correct Answer
(A) Likert
187. একটি শিশু যাকে উচ্চাভিলাস অভিমুখী বলে চিহ্নিত করা হয়েছে, সে এই ধরনের কাজ গ্রহণ করতে স্বীকৃত হবে ?

(A) সহজসাধ্য
(B) গভীরভাবে গঠনমূলক
(C) অতীব কঠিন
(D)সাধারণভাবে কঠিন

Correct Answer
(C) অতীব কঠিন
188. নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্যে দিয়েঃ

(A)বরফের নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে
(B) V-আকৃতির দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে
(C) চ্যুতি দ্বারা সৃষ্ট লম্বাসর উপত্যকার মধ্যে দিয়ে
(D) বদ্বীপ অঞ্চল দিয়ে

Correct Answer
(A)বরফের নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে
189. আরাবল্লী একটি পুরানো

(A) ভঙ্গিল পর্বত
(B) হর্স্ট
(C) আগ্নেয়গিরি
(D) ব্লক পর্বত

Correct Answer
(B) হর্স্ট
190. পশিচমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল

(A) পুরুলিয়া
(B) কুচবিহার
(C) মুর্শিদাবাদ
(D) হুগলি

Correct Answer
(C) মুর্শিদাবাদ
191. লীনাস পাওলিং তাঁর প্রথম নোবেল পুরস্কার পান রসায়নে 1954 সালে এবং দ্বিতীয়টি পান 1962 সালে কোন্‌ বিষয়ে ?

(A) সাহিত্য
(B) মেডিসিন
(C) পদার্থবিদ্যায়
(D) শান্তির জন্য

Correct Answer
(B) মেডিসিন
192. Leishmania donovani-এর অন্তবর্তী পোষাক

(A) বালু মাছি
(B) সেটসি মাছি
(C) ড্রাগন মাছি
(D) অ্যানোফিলিস মশা

Correct Answer
(D) অ্যানোফিলিস মশা
193. কর্নাটকে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী কে ?

(A) আর.অশোক
(B) গোবিন্দ এম কারজল
(C) এইচ.ডি.কুমারস্বামী
(D) বি.এস.ইয়েড্ডিউরাল্লা

Correct Answer
(D) বি.এস.ইয়েড্ডিউরাল্লা
194. WISC-R পরীক্ষাটি হলো

(A) পূর্ণবয়স্ক একক ব্যক্তির জন্য একটি পরীক্ষা
(B) একক শিশুর জন্য পরীক্ষা
(C) একদল শিশুর জন্য একটি দলগত পরীক্ষা
(D) পূর্ণবয়স্কদের জন্য একটি দলগত পরীক্ষা

Correct Answer
(B) একক শিশুর জন্য পরীক্ষা
195. পাকিস্তানে কোন্‌ প্রধান বিচারপতি প্রথমে বরখাস্ত হন ও পরে ফিরে আসেন সুপ্রিম কোর্টের নির্দেশে ?

(A) বিচারপতি জাভেদ ইকবাল
(B) বিচারপতি ইফতিকার মহম্মদ চৌধুরী
(C) বিচারপতি সৈয়দ মহম্মদ শাহ
(D) বিচারপতি খলিল-উর-রহমান রামডে

Correct Answer
(D) বিচারপতি খলিল-উর-রহমান রামডে
196. নিম্নলিখিত রোগগুলি নির্ধারিত হওয়ার পর কোন্‌ রোগী সবচেয়ে স্বেছায় সাইকোথেরাপি চিকিংসা গ্রহণে ব্রতী হবে ?

(A) বিষণ্ণতাগ্রস্ত রোগী
(B) উৎকণ্ঠাগ্রস্ত রোগী
(C) ভীতিগ্রস্ত রোগী
(D) ব্যক্তিত্ব কাঠামোয় দূষগ্রস্ত রোগী

Correct Answer
(C) ভীতিগ্রস্ত রোগী
197. Gardener এর বুধিতত্ত্ব নিম্নলিখিত কোন্‌ ধরনের বুদ্ধিকে গ্রহণ করে না ?

(A) সামাজিক দক্ষতা
(B) ভাষা দক্ষতা
(C) সঙ্গীত দক্ষতা
(D) G-উপাদান

Correct Answer
(B) ভাষা দক্ষতা
198. বাংলার বদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে

(A) জমি উঠছে
(B) ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে
(C) চ্যুতি সৃষ্টি হচ্ছে
(D) জমি বসে যাচ্ছে

Correct Answer
(D) জমি বসে যাচ্ছে
199. ভারতে কার্পাস চাষ সবথেকে ভাল হয়

(A) ল্যাটেরাইট মৃত্তিকায়
(B) পলিমাটিতে
(C) কৃষ্ণ মৃত্তিকায়
(D) তরাই

Correct Answer
(C) কৃষ্ণ মৃত্তিকায়
200. রাউরকেল্লা ও দূর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের

(A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(C) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
(D) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

Correct Answer
(B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p11]