WBCS 2008 Previous Year Question Paper - Page 10

162. ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা

(A) রেগুলেটরী জিন
(B) অন্‌কোজিন্‌
(C) স্ট্রাকচারাল জিন
(D) জাম্পিং জিন

Correct Answer
(B) অন্‌কোজিন্‌
163. 2007 সালের আই.আই.এফ.এ. পুরস্কার শ্রেষ্ঠ ছবি হিসাবে জিতেছে

(A) পারজানিয়া
(B) ব্ল্যাক
(C) কালপুরুষ
(D) রং দে বাসন্তী

Correct Answer
(C) কালপুরুষ
164. Pakinson’s রোগ নিম্নলিখিত অঙ্গের স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয়ঃ

(A) Cingulate cortex
(B) Substantia nigra
(C) Reticular formation
(D) Cerebral cortex

Correct Answer
(B) Substantia nigra
165. আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি কে ?

(A) প্রিসিলা পেরালেস
(B) পামেলা মেলরয়
(C) অ্যাঞ্জেলা মেরকেল
(D) ক্রিস্টিনা ফার্নাণ্ডেজ দ্য কারস্‌নার

Correct Answer
(C) অ্যাঞ্জেলা মেরকেল
166. যে ধারণাটি দৃঢ়ভাবে জানায় যে প্রতিযোগিতাপূর্ণ আবহাওয়ায় মানুষ একাকিত্বের আবহাওয়ার চেয়ে অধিকতর ফলপ্রসু সেটি হল

(A) সামাজিক সুবিধাসমূহ
(B) সমাজভিত্তিক তুলনা
(C) গোষ্ঠী গতিয়তা
(D) সামাজিক বাস্তব

Correct Answer
(C) গোষ্ঠী গতিয়তা
167. অধিকাংশ মানসিক ব্যাধিগ্রস্ত রোগী হাসপাতালে ভর্তি হয় এই কারণেঃ

(A) উদ্বায়ু
(B) বিষণ্ণতা
(C) হিস্টিরিয়া
(D) স্কিট্‌সোফ্রিনিয়া

Correct Answer
(A) উদ্বায়ু
168. ডিসেম্বর 2004- এর যে সুনামী ভারতের কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছে তার উৎপত্তির কারণ হল

(A) ভারত প্লেট মায়ানমার প্লেটের নীচে ঢুকে যাওয়া
(B) মায়ানমার প্লেট ভারত প্লেটের নীচে ঢুকে যাওয়া
(C) সমুদ্রতল বসে গিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গভীর খাত সৃষ্টি হওয়া
(D) হাওয়াই-এর কাছে মায়ানমার প্লেট প্যাসিফিক প্লেটের নীচে ঢুকে যাওয়া

Correct Answer
(D) হাওয়াই-এর কাছে মায়ানমার প্লেট প্যাসিফিক প্লেটের নীচে ঢুকে যাওয়া
169. অমর্ত্য সেনের মতে ভারতে জন্মহার কমানোর মূল উপায় হল

(A) নারী শিক্ষার উন্নয়ন
(B) মৃত্যুহার কমানো
(C) মাথাপিছু আয় বাড়ানো
(D) উৎপাদনের হার বাড়ানো

Correct Answer
(D) উৎপাদনের হার বাড়ানো
170. নীচের কোন্‌টি নুনমাটিতে অবস্থিত ?

(A) সরকারী খনিজতেল শোধনগার
(B) বেসরকারী কয়লা খনি
(C) বেসরকারী তেল শোধনগার
(D) সরকারী কয়লা খনি

Correct Answer
(A) সরকারী খনিজতেল শোধনগার
171. ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে তৈরী হয়

(A) আর্সেনিক
(B) বিসমাথ
(C) সীসা
(D) টিন

Correct Answer
(C) সীসা
172. দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয়

(A) মৌমাছি দ্বারা
(B) পাখী দ্বারা
(C) প্রজাপতি দ্বারা
(D) বায়ু দ্বারা

Correct Answer
(C) প্রজাপতি দ্বারা
173. একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই বিষয়ে লক্ষ্য নির্ধারণ করে

(A) 11% অর্থনৈতিক বৃদ্ধি
(B) 9% অর্থনৈতিক বৃদ্ধি
(C) 10% অর্থনৈতিক বৃদ্ধি
(D) 8% অর্থনৈতিক বৃদ্ধি

Correct Answer
(A) 11% অর্থনৈতিক বৃদ্ধি
174. আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে মানসিক ক্ষমতাটি সবচেয়ে ক্ষীণ হয়ে আসে সেটি

(A) নবআহৃত তথ্যের পূনপরিবেশন
(B) ক্ষুদ্রাতিক্ষুদ্র তথা মনে রাখা
(C) নবতথ্য শিক্ষণ
(D) নবআহৃত তথ্যের ব্যবহারিক প্রয়োগ

Correct Answer
(A) নবআহৃত তথ্যের পূনপরিবেশন
175. মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের লুইসিয়ানার নব নির্বাচিত রাজ্যপাল কে ?

(A) সুনীল মিত্তাল
(B) ডেভিড নলবাণ্ডিয়ান
(C) ববি জিন্দাল
(D) ডি.গিলপিন ফাউস্ট

Correct Answer
(A) সুনীল মিত্তাল
176. রোগাক্রান্ত হওয়ার পূর্বনির্ধারিত কারণকে এই বলে অভিহিত করা হয়ঃ

(A) জাতি বিভাগাদি সংক্রান্ত বিজ্ঞান
(B) বাস্তুসংস্থান
(C) নিদানতত্ত্ব
(D) পরিবেশগত উপাদানসমূহ

Correct Answer
(A) জাতি বিভাগাদি সংক্রান্ত বিজ্ঞান
177. সামাজিক অবস্থিতির পরিপ্রেক্ষিতে কোন্‌ ব্যক্তির কাছে প্রত্যাশিত ব্যবহারিক ছককে বলা হয়

(A) সামাজিক অবস্থান
(B) ভূমিকা
(C) শ্রেণি
(D) স্বল্প উপাদান

Correct Answer
(A) সামাজিক অবস্থান
178. সুন্দরবনকে ‘World Heritage Site ‘ আখ্যা দেওয়ার কারণ হল

(A) চিংড়ি চাষ
(B) বাঘ
(C) Tidal bores
(D) ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য (Bio-diversity)

Correct Answer
(D) ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য (Bio-diversity)
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p10]