WBCS 2008 Previous Year Question Paper - Page 09

145. এন. এস. জি. কিসের সঙ্গে সম্পর্কিত ?

(A) জোট নিরপেক্ষ গোষ্ঠী
(B) পারমাণবিক যোগান গোষ্ঠী
(C) পারমাণবিক রাষ্ট্রগোষ্ঠী
(D) অ-পারমাণবিক রাষ্ট্রগোষ্ঠী

Correct Answer
(B) পারমাণবিক যোগান গোষ্ঠী
146. বিশ্বে সর্বশেষ্ঠ জীবিত ব্যবস্থাপন চিন্তাশীল হলেন (থিনকার্স 50-এর বার্ষিক সমীক্ষায়)

(A) বিল গেট্‌স
(B) জিম কলিন্‌স
(C) সি.কে.প্রহ্লাদ
(D) টম পিটারর্স

Correct Answer
(B) জিম কলিন্‌স
147. বিভিন্ন বয়সে শিশুর ক্রমবিকাশ বিজ্ঞানসম্মতভাবে দেখতে গেলে সবচেয়ে যথাযথ বিচার পদ্ধতি হল

(A) অনুদৈর্ঘ পদ্ধতি
(B) সহগতিপূর্ণ পদ্ধতি
(C) প্রকৃতিগত পদ্ধতি
(D) বয়সভিত্তিক দলগত বিকাশমাপক পদ্ধতি

Correct Answer
(B) সহগতিপূর্ণ পদ্ধতি
148. চিন্তার প্রথম স্তর হল

(A) উদ্দেশ্য
(B) স্ব-বিরোধ
(C) তাড়না
(D) উদ্বেগ

Correct Answer
(A) উদ্দেশ্য
149. ভারত-বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হল নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্যঃ

(A) মাইথন ড্যাম
(B) ফরাক্কা ব্যারেজ
(C) দুর্গাপুর ব্যারেজ
(D) ব্রম্ভপুত্র নদী

Correct Answer
(B) ফরাক্কা ব্যারেজ
150. সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিতঃ

(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) ওড়িষ্যা
(D) অন্ধ্রপ্রদেশ

Correct Answer
(C) ওড়িষ্যা
151. একটি নলের দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হল।আবদ্ধ বাতাসের চাপ

(A) খুব কম
(B) বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য কম
(C) বায়ুমণ্ডলের চাপের সমান
(D) নলের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল

Correct Answer
(C) বায়ুমণ্ডলের চাপের সমান
152. নীচের কোন্‌টি একটি পতঙ্গভোজী গাছ ?

(A) গুলঞ্চ
(B) নয়নতারা
(C) বাসক
(D) কলসপত্রী

Correct Answer
(D) কলসপত্রী
153. ভারতবর্ষের নতুন উপরাষ্ট্রপতি হলেন

(A) বি.এস.শেখাওয়াত
(B) নাজমা হেপতুল্লা
(C) হামিদ আনসারি
(D) রাশিদ মাসুদ

Correct Answer
(A) বি.এস.শেখাওয়াত
154. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টি উত্তেজনাবর্ধক নয় ?

(A) Caffine
(B) Barbiturates
(C) Cocaine
(D) Amphetamines

Correct Answer
(B) Barbiturates
155. জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন

(A) সিনজো আবে
(B) ইয়াসুও ফুকুদা
(C) তারো আসো
(D) হু জিনটাও

Correct Answer
(C) তারো আসো
156. আলোকরশ্মির প্রাথমিক রঙগুলি

(A) লাল,সবুজ,নীল,হলুদ
(B) লাল,নীল,সবুজ
(C) হলুদ,নীল,লাল,ছাই রং
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) লাল,নীল,সবুজ
157. প্রচলিত প্রথা অনুসারে চাকরি নিয়োগের পরীক্ষাগুলিতে থাকা উচিত উচ্চমানের

(A) ভবিষ্যতবাদী যাথার্থ্য
(B) আপেক্ষিক যাথার্থ্য
(C) বিষয়গত যাথার্থ্য
(D) উপাদান ভিত্তিক যাথার্থ্য

Correct Answer
(C) বিষয়গত যাথার্থ্য
158. মানব উন্নয়ন সূচকের (Human Development Index) তালিকায় ভারতের স্থান নিম্নোক্ত স্তরেঃ

(A) উচ্চ
(B) মধ্যম
(C) নিম্ন
(D) সনিম্ন

Correct Answer
(A) উচ্চ
159. ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার

(A) বৃদ্ধি পাচ্ছে
(B) এক থাকছে
(C) কমছে
(D) শূন্য

Correct Answer
(C) কমছে
160. শালগাছ হল একটি

(A) পর্ণমোচী গাছ (deciduous)
(B) চিরসবুজ গাছ(Evergreen)
(C) জেরোফাইট (Xerophyte)
(D) কনিফেরাস(coniferous)

Correct Answer
(D) কনিফেরাস(coniferous)
161. মোটর গাড়ির ভিউ-ফাইণ্ডারটি হল একটি

(A) সমতল দর্পণ
(B) অবতল দর্পণ
(C) উত্তল দর্পণ
(D) উত্তল লেন্স

Correct Answer
(D) উত্তল লেন্স
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p9]