WBCS 2008 Previous Year Question Paper - Page 08

128. এক জাতীয় বস্তু বা গুণ বিশেষ ধরনের বস্তুর সমগুণ সম্পন্ন হলে তাকে বলে

(A) ধারণা
(B) চিহ্ন
(C) প্রত্যক্ষণ
(D) পরিমাপক

Correct Answer
(C) প্রত্যক্ষণ
129. 2001 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার হল

(A) 39.25%
(B) 75.78%
(C) 65.26%
(D)46.56%

Correct Answer
(B) 75.78%
130. পূর্ব কলকাতার জলাভূমিকে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে,সেখানে

(A) কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছ চাষের জন্য
(B) চামঢ়ার কারখানা সঠিকভাবে অবস্থিত
(C) অব্যবহৃত জলাভূমির প্রাধান্য দেখা যায়
(D) লবণাক্ত পলির সমভূমি দৃশ্যমান

Correct Answer
(C) অব্যবহৃত জলাভূমির প্রাধান্য দেখা যায়
131. আইন্সটাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হল

(A) আলোক-তড়িং ক্রিয়া সংক্রান্ত সমীকরণ
(B) বিশেষ আপেক্ষিকতাবাদ
(C) সাধারণ আপেক্ষিকতাবাদ
(D) ব্রাউনীয় গতির ব্যাখ্যা

Correct Answer
(A) আলোক-তড়িং ক্রিয়া সংক্রান্ত সমীকরণ
132. যে DNA তে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল

(A) ইউরাসিল
(B) অ্যাডিনাইট
(C) থাইমিন
(D) সাইটোসিন

Correct Answer
(A) ইউরাসিল
133. সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরী করে

(A) ম্যালিক অ্যাসিড
(B) ফর্মিক অ্যাসিড
(C) আইসো-সাইট্রিক অ্যাসিড
(D) ফিউমেরিক অ্যাসিড

Correct Answer
(C) আইসো-সাইট্রিক অ্যাসিড
134. 2007 সালে উইম্বলডনে পুরুষদের সিঙ্গলস্‌ খেতাব জিতেছেন

(A) রাফেল নাদাল
(B) রজার ফেডেরার
(C) আরনড ক্লিমেন্ট
(D) মাইকেল লোদরা

Correct Answer
(C) আরনড ক্লিমেন্ট
135. কোন মহিলা ক্রিকেটারের নাম আই.সি.সি.পুরস্কার (২০০৭) অনুষ্ঠানে ‘বর্ষসেরা’ ঘোষনা করা হয় ?

(A) দোলা ব্যানার্জী
(B) হারবিন সারাও
(C) কনেরু হাম্পি
(D)ঝুলন গোস্বামী

Correct Answer
(D)ঝুলন গোস্বামী
136. 2007 সালের জুন মাসে গ্রেট ব্রিটেনের 52 তম প্রধানমন্ত্রী হলেন

(A) টনি ব্লেয়ার
(B) জন রিড
(C) ডেভিড ক্যামেরুন
(D) গর্ডন ব্রাউন

Correct Answer
(B) জন রিড
137. মস্তিষ্কের occipital অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হল

(A) দৃষ্টি
(B) স্বাদ
(C) গতি
(D) স্পর্শ

Correct Answer
(D) স্পর্শ
138. ভ্রান্তবিশ্বাস যা যুক্তি দিয়ে ভাঙা যায় না তাকে বলে

(A) ভ্রান্ত ধারণা
(B) কল্পনা
(C) অমূলক প্রত্যক্ষণ
(D) ভ্রান্ত প্রত্যক্ষণ

Correct Answer
(A) ভ্রান্ত ধারণা
139. ভারতে দারিদ্ররেখার নীচে নিম্নলিখিত শতাংশ জনসংখ্যা বাস করেঃ

(A) 30% এর নীচে
(B) 50% এর ঊর্ধ্বে
(C) 70% এর ঊর্ধ্বে
(D)20% এর নীচে

Correct Answer
(B) 50% এর ঊর্ধ্বে
140. বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ

(A) পূর্ব রাজস্থান
(B) পশ্চিম রাজস্থান
(C) পাঞ্জাব
(D) গুজরাট

Correct Answer
(C) পাঞ্জাব
141. নীচের কোন্‌টি তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ নয় ?

(A) বেতার তরঙ্গ
(B) x-রশ্মি
(C) দৃশ্য আলোক
(D) শব্দ তরঙ্গ

Correct Answer
(C) দৃশ্য আলোক
142. যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হল

(A) সালোক সংশ্লেষ
(B) প্রোটিন সংশ্লেষ
(C) লিপিড সংশ্লেষ
(D) শ্বসন

Correct Answer
(B) প্রোটিন সংশ্লেষ
143. গ্রীনহাউস গ্যাস নীচের কোন্‌ বিকিরণের তাপ শোষণ করে ?

(A) অতিবেগুনী বিকিরণের
(B) ইনফ্রারেড বিকিরণের
(C) সৌর বিকিরণের
(D) (A) এবং (B) উভয়ের

Correct Answer
(C) সৌর বিকিরণের
144. বিশ্বব্যাঙ্কের নতুন প্রধান হলেন

(A) পল ওলফুইটজ
(B) রবার্ট জোয়েলিক
(C) ডমিনিক স্ট্রস-কান
(D) রড্রিগো রাটো

Correct Answer
(A) পল ওলফুইটজ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p8]