WBCS 2008 Previous Year Question Paper - Page 07

111. পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 kg. হলে পৃথিবীর কেন্দ্রে ওজন হবে

(A) 0 kg.
(B) 5 kg.
(C) 10 kg.
(D) অসীম

Correct Answer
(B) 5 kg.
112. রক্তচাপ মাপার যন্ত্রের নাম

(A) ব্যারোমিটার
(B) স্ফিগমোম্যানোমিটার
(C) টোনোমিটার
(D) উপরের কোনটি নয়

Correct Answer
(B) স্ফিগমোম্যানোমিটার
113. বাস্তুতন্ত্রের শক্তিকে শক্তিপ্রবাহ বলা হয়, কারণ

(A) শক্তি প্রকৃতিতে বিভিন্ন দিকে রূপান্তরিত হয়
(B) শক্তি সকল প্রকার তন্ত্রের কার্যকারিতার মূল
(C) শক্তির একমুখী রূপান্তর
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) শক্তির একমুখী রূপান্তর
114. পাকিস্তানে নতুন সেনাপ্রধান হলেন

(A) জেনারেল আসিফ নওয়াজ জানজুয়া
(B) জেনারেল পারভেজ মুশারফ
(C) জেনারেল জাহাঙ্গীর কারামত
(D) জেনারেল আশফাক পারভেজ কিয়ানি

Correct Answer
(B) জেনারেল পারভেজ মুশারফ
115. ভারতবর্ষের কোন্‌ রাজ্যে গুজ্জর সম্প্রদায় তপশীলী উপজাতির পদমর্যাদার জন্য প্রচণ্ড বিক্ষোভ করে ?

(A) গুজরাট
(B) মহারাষ্ট্র
(C) রাজস্থান
(D) হরিয়ানা

Correct Answer
(C) রাজস্থান
116. আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কোন্‌ খেলোয়াড়কে মাদক কেলেঙ্কারির জন্য অযোগ্য ঘোষনা করে তার জেতা পাঁচটি পদক কেড়ে নেয় ?

(A) মেরিয়ন জোনস
(B) ক্যাটেরিনা থানু
(C) ক্রেগ মাসব্যাক
(D) জিম স্যের

Correct Answer
(C) ক্রেগ মাসব্যাক
117. এখানে কোন্‌ শব্দটি অন্যগুলির সঙ্গে বেমানান ?

(A) প্রগতি
(B) প্রত্যাবর্তন
(C) উদ্‌গতি সাধন
(D) অবদমন

Correct Answer
(D) অবদমন
118. সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে বলা হয়

(A) তীব্র আঘাতপ্রাপ্ত স্মৃতি
(B) স্মৃতিক্ষয়
(C) সম্পূর্ণ চেতনারহিত অবস্থা
(D) আংশিক স্মৃতিক্ষয়

Correct Answer
(C) সম্পূর্ণ চেতনারহিত অবস্থা
119. নিউম্যাটোফোর (Pnenmatophore) হল

(A) সুন্দরবনে নিউমোনিয়া দ্বারা আক্রান্ত রোগী
(B) সুন্দরবনের জলাভূমি
(C) সুন্দরী গাছের ডাল
(D) ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়

Correct Answer
(D) ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়
120. কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা যায়

(A) সমপ্রকৃতি অঞ্চল (homogeneous region)
(B) রীতিসিদ্ধ অঞ্চল (Formal region)
(C) কার্যকরী অঞ্চল (Functional region)
(D) প্রাকৃতিক অঞ্চল

Correct Answer
(B) রীতিসিদ্ধ অঞ্চল (Formal region)
121. একটি 200 V-100 W বাল্‌বের রোধ

(A) 400 Ω
(B) 200 ভোল্ট বিভব পার্থক প্রয়োগ করলে শুধুমাত্র তখনই 400 Ω
(C) 400 Ω যখন বাল্‌বটি জ্বলছে না
(D) 2 Ω

Correct Answer
(C) 400 Ω যখন বাল্‌বটি জ্বলছে না
122. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল

(A) ভিটামিন A
(B) ফোলিক অ্যাসিড
(C) ভিটামিন D
(D) ভিটামিন K

Correct Answer
(D) ভিটামিন K
123. মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবানু

(A) Plasmodium vivax
(B) Plasmodium falciparum
(C) Plasmodium malaric
(D) Plasmodium ovale

Correct Answer
(B) Plasmodium falciparum
124. বিশ্ব এড্‌স দিবস কবে পালিত হয় ?

(A) ডিসেম্বর 4
(B) ডিসেম্বর 10
(C) ডিসেম্বর 14
(D) ডিসেম্বর 1

Correct Answer
(D) ডিসেম্বর 1
125. 2007 সালের ফেব্রুয়ারী মাসে কোন্‌ কোন্‌ রাজ্যে বিধানসভা নির্বাচন হয় ?

(A) পাঞ্জাব ও উত্তরাখণ্ড
(B) উত্তরখণ্ড ও মণিপুর
(C) পাঞ্জাব ও মণিপুর
(D) পাঞ্জাব, উত্তরখণ্ড ও মণিপুর

Correct Answer
(C) পাঞ্জাব ও মণিপুর
126. নভেম্বর, 2006-এ ভারতে যে চীনা রাষ্ট্রপতি সফরে আসেন, তাঁর নাম

(A) জিয়াং জামিন
(B) হু জিনটাও
(C) বো জিলাই
(D) হু চ্যাং

Correct Answer
(B) হু জিনটাও
127. যে কারখানায় শ্রমিকদের বেতন পদ্ধতি আংশিক শ্রমদানের ভিত্তিতে রচিত,সেখানে পুনর্নিয়োগ ভিত্তিকে বলা হয়

(A) Fixed ratio
(B) Fixed interval
(C) Variable interval
(D) Variable ratio

Correct Answer
(C) Variable interval
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p7]