WBCS 2008 Previous Year Question Paper - Page 06

94. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন

(A) রাষ্ট্রপতি স্বয়ং
(B) রাষ্ট্রপতি –প্রধানমন্ত্রীর সুপারিশে
(C) রাষ্ট্রপতি- সুপ্রীম কোর্ট ও হাই কোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করে
(D) রাষ্ট্রপতি-আইন কমিশনের সুপারিশ অনু্যায়ী

Correct Answer
(A) রাষ্ট্রপতি স্বয়ং
95. ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হনঃ

(A) প্রতক্ষভাবে জনগনের দ্বারা
(B) পার্লামেন্টের দুই কক্ষ দ্বারা যৌথভাবে
(C) পার্লামেন্টের উভয় কক্ষের ও রাজ্য আইনসভার উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(D) উপরের কোনোটিই নয়
96. রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিসমূহ

(A) আদালতের বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য
(B) আদালতের বিচারের যোগ্য নয়
(C) কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) আদালতের বিচারের সম্মুখীন হওয়ার যোগ্য
97. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তবনা অনুযায়ী ভারতবর্ষ একটি

(A) সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
(B) সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
(C) সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
(D)যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র

Correct Answer
(A) সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
98. ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারী শাসনব্যবস্থা রূপায়ন করেছেঃ

(A) ফ্রান্স
(B) ব্রিটেন
(C) কানাডা
(D) সুইডেন

Correct Answer
(B) ব্রিটেন
99. ভারতীয় শাসনতন্ত

(A) দুষ্পরিবর্তনীয়
(B) পরিবর্তনীয়
(C) আংশিক দুষ্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয়
(D) চুড়ান্ত দুষ্পরিবর্তনীয়

Correct Answer
(D) চুড়ান্ত দুষ্পরিবর্তনীয়
100. ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকারী হয়ঃ

(A) 9ই ডিসেম্বর,1946
(B) 26শে জানুয়ারী,1949
(C) 26শে জানুয়ারী,1950
(D) 26শে জানুয়ারী,1951

Correct Answer
(C) 26শে জানুয়ারী,1950
101. উষ্ণতা বৃদ্ধি পেলে নীচের কোন্‌টির রোধ হ্রাস পায় ?

(A) তামা
(B) লোহা
(C) সিলিকন
(D) পারদ

Correct Answer
(B) লোহা
102. একজন প্রাপ্তবয়স্কের হ্রৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায়

(A) 150 লিটার
(B) 200 লিটার
(C) 300 লিটার
(D) 340 লিটার

Correct Answer
(A) 150 লিটার
103. ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোন্‌টিতে ?

(A) DNA
(B) RNA
(C) Both RNA ও DNA
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) RNA
104. পেরুর কোন্‌ প্রাক্তন রাষ্ট্রপতিকে ক্ষমতার অপব্যবহারের জন্য জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয় ?

(A) পেড্রো জি.আরবিনা
(B) ভ্লাদিমিরো মন্টেসাইনস
(C) অ্যালবার্টো ফুজিমরি
(D) কে.হ্যারিংটন

Correct Answer
(B) ভ্লাদিমিরো মন্টেসাইনস
105. ‘এ ট্রেন টু পাকিস্তা’ লিখেছেন

(A) খুশবন্ত সিং
(B) শশী থারুর
(C) বিক্রম শেঠ
(D) রুডিয়ার্ড কিপলিং

Correct Answer
(A) খুশবন্ত সিং
106. 2007 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন

(A) রাজেন্দ্র পচৌরি ও আল গোরে
(B) গারহার্ড আরটেল
(C) অ্যালবার্ট ফার্ট এবং পিটার গ্রুইনবার্গ
(D) লিওনিদ হারউইক্স , এরিক মাসকিন ও রজার মায়ারসন

Correct Answer
(A) রাজেন্দ্র পচৌরি ও আল গোরে
107. চলচ্চিত্র উদাহরণ দেয়ঃ

(A) Pi-phenomenon
(B) Antikinetic effect (ছাপ)
(C) Saccadic movement
(D) Purkinjee shift পরিবর্তন

Correct Answer
(D) Purkinjee shift পরিবর্তন
108. বাবা বাচ্চাকে খাওয়ানোর সময় হাসে ও উৎসাহব্যঞ্জক শব্দ উচ্চারণ করে । বাবার এই আবোল-তাবোল শব্দগুলিকে বলা হয়

(A) প্রাথমিক শক্তি যোজনা
(B) দ্বিতীয় স্তরের যোজনা
(C) পুরাতন প্রথার রোপণ
(D) সহাবস্থান ভিত্তিক

Correct Answer
(A) প্রাথমিক শক্তি যোজনা
109. পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়

(A) জলপাইগুড়িতে
(B) বাঁকুড়াতে
(C) দার্জিলিং-এ
(D) উত্তর চব্বিশ-পরগনায়

Correct Answer
(B) বাঁকুড়াতে
110. পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছেঃ

(A) রামসর স্থান
(B) বায়োস্ফিয়ার রিজার্ভ
(C) সংরক্ষিত বনভূমি
(D) জাতীয় পার্ক

Correct Answer
(C) সংরক্ষিত বনভূমি
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p6]