WBCS 2008 Previous Year Question Paper - Page 05

77. অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?

(A) সতীশচন্দ্র বসু
(B) পি.মিত্র
(C) শ্রী অরবিন্দ ঘোষ
(D)ভূপেন্দ্রনাথ দত্ত

Correct Answer
(A) সতীশচন্দ্র বসু
78. উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?

(A) সৈয়দ আহমেদ খান
(B) নবাব সলিমুল্লাহ
(C) বাদশা খান
(D) আবুল কালাম আজাদ

Correct Answer
(A) সৈয়দ আহমেদ খান
79. আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন ?

(A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(C) বিপিনচন্দ্র পাল
(D) চিত্তরঞ্জন দাশ

Correct Answer
(B) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
80. ‘স্বদেশবান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?

(A) অশ্বিনীকুমার দত্ত
(B) পুলিন দাস
(C) সূর্য সেন
(D) বারীন্দ্র ঘোষ

Correct Answer
(A) অশ্বিনীকুমার দত্ত
81. জাতীয় দলরূপে স্বীকৃতি লাভ করার জন্য কোনও দলের

(A) চারটি অথবা চারটির বেশী রাজ্যে বৈধ ভোটের দশ শতাংশ ভোট থাকা চাই
(B) চারটি অথবা চারটির বেশী রাজ্যে বৈধ ভোটের চার শতাংশ ভোট থাকা চাই
(C) যে কোনো দুটি রাজ্যে বৈধ ভোটের পনেরো শতাংশ ভোট থাকা চাই
(D) যে কোনো একটি রাজ্যে বৈধ ভোটের পঁচিশ শতাংশ ভোট থাকা চাই

Correct Answer
(A) চারটি অথবা চারটির বেশী রাজ্যে বৈধ ভোটের দশ শতাংশ ভোট থাকা চাই
82. অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারেঃ

(A) পার্লামেন্টের যে কোনো কক্ষে
(B) কেবলমাত্র লোকসভায়
(C) কেবলমাত্র রাজ্যসভায়
(D) কেবলমাত্র পার্লামেন্টের যৌথসভায়

Correct Answer
(B) কেবলমাত্র লোকসভায়
83. চিরস্থায়ী ব্যবস্থা নিম্নলিখিত ব্যবস্থার বৈশিষ্ট্যঃ

(A) জমিদারী ব্যবস্থা
(B) মহলওয়ারী ব্যবস্থা
(C) রায়তওয়ারী ব্যবস্থা
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) মহলওয়ারী ব্যবস্থা
84. শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে ?

(A) প্রস্তাবনা
(B) রাষ্ট্রের নির্দেশমূলক নীতি
(C) মৌলিক অধিকার
(D) উপরোক্ত কোনটিই নয়

Correct Answer
(D) উপরোক্ত কোনটিই নয়
85. কোন দেশের জাতীয় আয়

(A) সে দেশের সরকারের বার্ষিক রাজস্ব
(B) সে দেশের উৎপাদনের উপাদানের আয় সমষ্টি
(C)সরকারী উদ্যোগের উদ্বৃত্ত আয়
(D) আমদানীর চেয়ে রপ্তানীর উদ্বৃত্ত

Correct Answer
(C)সরকারী উদ্যোগের উদ্বৃত্ত আয়
86. রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বকৃতি দেওয়ার অধিকারী ?

(A) রাষ্ট্রপতি
(B) নির্বাচন কমিশন
(C) পার্লামেন্ট
(D) রাষ্ট্রপতি- নির্বাচন কমিশনের সুপারিশে

Correct Answer
(C) পার্লামেন্ট
87. দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিকল্পনা কৌশল গ্রহণের সঙ্গে কার নাম যুক্ত ?

(A) মহাত্মা গান্ধী
(B) জওহরলাল নেহেরু
(C) প্রশান্ত চন্দ্র মহলানবীশ
(D) বি.আর.শেনয়

Correct Answer
(A) মহাত্মা গান্ধী
88. দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রধানতঃ নিম্নলিখিত ক্ষেত্রে উন্নয়নের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছেঃ

(A) গ্রামীন উন্নয়ন
(B) ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে
(C) বৈদেশিক বাণিজ্য
(D) ভোগ্যপণ্য দ্রব্য উৎপাদন শিল্প

Correct Answer
(D) ভোগ্যপণ্য দ্রব্য উৎপাদন শিল্প
89. নিম্নলিখিত কোন্‌ বাক্যটি ‘ত্রিশঙ্কু পার্লামেন্ট’-এর প্রকৃত সংঙ্গা ?

(A) যে পালামেন্ট কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই
(B) প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তূ পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া হয়নি
(C) পার্লামেন্টের কাজের জন্য প্রয়োজনীয় কোরাম-এর অভাব
(D) অকেজো পার্লামেন্ট

Correct Answer
(A) যে পালামেন্ট কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই
90. নিম্নোক্ত কোন্‌ আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহন করতে পারেন ?

(A) উপরাষ্ট্রপতি
(B) সলিসিটর জেনারেল
(C) অ্যাটর্নী জেনারেল
(D)সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

Correct Answer
(B) সলিসিটর জেনারেল
91. পার্লামেন্টের কোন্‌ কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় ?

(A) লোকসভা
(B) রাজ্যসভা
(C) বিধানসভা
(D) বিধান পরিষদ

Correct Answer
(B) রাজ্যসভা
92. শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে ?

(A) রাষ্ট্রপতি
(B) পার্লামেন্ট
(C) লোকসভা
(D) সুপ্রীম কোর্ট

Correct Answer
(A) রাষ্ট্রপতি
93. শাসনতন্ত্রের কোন্‌ সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?

(A) 56 তম সংশোধনে
(B) 73 তম সংশোধনে
(C) 74 তম সংশোধনে
(D) 76 তম সংশোধনে

Correct Answer
(B) 73 তম সংশোধনে
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p5]