WBCS 2008 Previous Year Question Paper - Page 04

60. শকাব্দের প্রচলন কে করেছিলেন ?

(A) বিম্বিসার
(B) বিন্দুসার
(C) অশোক
(D) কণিস্ক

Correct Answer
(D) কণিস্ক
61. শিল্প লাইসেন্সিং নীতি ( কয়েকটি ব্যতিক্রম ব্যতীত ) নিম্নলিখিত শিল্পনীতিতে বিলোপ করা হয়ঃ

(A) শিল্পনীতি 1970
(B) শিল্পনীতি 1980
(C) শিল্পনীতি 1991
(D) শিল্পনীতি 1995

Correct Answer
(D) শিল্পনীতি 1995
62. ব্যাঙ্ক রেট সেই সুদের হারকে বোঝায়

(A) যে হারে ব্যাঙ্কগুলি আমানতকারীকে টাকা ধার দেয়
(B) যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়
(C) যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি শিল্প ঋণ দান করে এমন প্রতিষ্ঠানদের ধার দেয়
(D) উপরের কোনটিই সঠিক নয়

Correct Answer
(B) যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়
63. অর্থ কমিশন হলঃ

(A) সরকারের বার্ষিক বাজেট তৈরী করার জন্য একটি সংস্থা
(B) পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রয়োজনে আর্থিক সম্পদ সংগ্রহ করার জন্য একটি সংস্থা
(C) কেন্দ্র-রাজ্য আর্থিকসম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি পাঁচ বছর অন্তর নিযুক্ত একটি শাসন তান্ত্রিক সংস্থা
(D) কেন্দ্র-রাজ্য আর্থিক সম্পর্ক প্ররযালোচনা করার জন্য স্থায়ী

Correct Answer
(C) কেন্দ্র-রাজ্য আর্থিকসম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি পাঁচ বছর অন্তর নিযুক্ত একটি শাসন তান্ত্রিক সংস্থা
64. কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থ সহায়তা করেছিলেন?

(A) শিশিরকুমার ঘোষ
(B) হরিশ মুখার্জি
(C) বারীন্দ্র ঘোষ
(D) বিপীনচন্দ্র পাল

Correct Answer
(B) হরিশ মুখার্জি
65. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’-কে লিখেছিলেন?

(A) দ্বিজেন্দ্রলাল রায়
(B) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(C) নবীনচন্দ্র সেন
(D) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

Correct Answer
(D) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
66. ‘আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” -কে বলেছিলেন ?

(A) শ্রীঅরবিন্দ ঘোষ
(B) বালগঙ্গাধর তিলক
(C) অশ্বিনিকুমার দত্ত
(D) স্বামী বিবেকানন্দ

Correct Answer
(D) স্বামী বিবেকানন্দ
67. “ইণ্ডিয়ান এ্যাসোসিয়েশন” কে স্থাপনা করেন ?

(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(B) বিপিনচন্দ্র পাল
(C) বারীন্দ্র ঘোষ
(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Correct Answer
(A) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
68. যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

(A) বারীন্দ্র ঘোষ
(B) বিপিনচন্দ্র পাল
(C) যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
(D) উল্লাসকর দত্ত

Correct Answer
(A) বারীন্দ্র ঘোষ
69. বাংলার ঘরে যত ভাই-বোন এক হউক, হে ভগবান”-কে লিখেছিলেন ?

(A) রজনীকান্ত সেন
(B) মুকুন্দ দাস
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) দ্বিজেন্দ্রলাল রায়

Correct Answer
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
70. ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ?

(A) নবাব সলিমুল্লাহ
(B) সৈয়দ আহমদ খান
(C) আব্দুল গফফর খান
(D) আর.এ.কিদোয়াই

Correct Answer
(A) নবাব সলিমুল্লাহ
71. রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে

(A) কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি
(B) গ্রামীণ ঋণ নীতি
(C) সুদ সংক্রান্ত নীতি
(D) সরকারী আয় ও ব্যায় সংক্রান্ত নীতি

Correct Answer
(D) সরকারী আয় ও ব্যায় সংক্রান্ত নীতি
72. আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে ?

(A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া
(B) স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া
(C) অর্থমন্ত্রক,ভারত সরকার
(D) এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া

Correct Answer
(D) এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া
73. আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ?

(A) রামমোহন রায়
(B) জওহরলাল নেহেরু
(C) মহাত্মাগান্ধী
(D) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

Correct Answer
(A) রামমোহন রায়
74. ‘বন্দে মাতরম্‌’ কে রচনা করেছিলেন ?

(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) রজনীকান্ত সেন

Correct Answer
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
75. ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি ‘সেফ্‌টি ভাল্‌ভ’ হিসেবে দেখতে চেয়েছিলেন ?

(A) এ.ও.হিউম
(B) লর্ড লিটন
(C) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Correct Answer
(A) এ.ও.হিউম
76. ‘জাতীয় মেলা’ কে প্রতিষ্ঠা করেন ?

(A) রাজনারায়ণ বসু
(B) নবগোপাল মিত্র
(C) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(D)অক্ষয় কুমার দত্ত

Correct Answer
(C) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p4]