WBCS 2008 Previous Year Question Paper - Page 03

43. ‘ব্রতচারী’ আন্দোলন কে গড়ে তুলেছিলেন ?

(A) গুরুসদয় দত্ত
(B) বালগঙ্গাধর তিলক
(C) দয়ানন্দ সরস্বতী
(D) স্বামী বিবেকানন্দ

Correct Answer
(A) গুরুসদয় দত্ত
44. ‘সীমান্ত গান্ধী’ কাকে বলা হয় ?

(A) আবুল কালাম আজাদ
(B) আবদুল গফ্‌ফর খান
(C) মহম্মদ আলি জিন্না
(D) মহম্মদ ইকবাল

Correct Answer
(B) আবদুল গফ্‌ফর খান
45. আজাদ হিন্দ ফৌজের দ্বায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন ?

(A) রাসবিহারী বোস
(B) মোহন সিং
(C) হরদয়াল
(D) মহেন্দ্র প্রতাপ

Correct Answer
(A) রাসবিহারী বোস
46. যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌ-বাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম ছিল

(A) বিক্রান্ত
(B) তলোয়ার
(C) আই. এন. এস. মাইশোর
(D) আই এন এস বিজয়

Correct Answer
(B) তলোয়ার
47. ভারতের জাতীয় কংগ্রেসের কোন্‌ আধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ প্রস্তাবটি গৃহীত হয়েছিল ?

(A) আমেদাবাদ
(B) হরিপুরা
(C) লাহোর
(D) লক্ষ্ণৌ

Correct Answer
(C) লাহোর
48. শূলপাণি কোন্‌ যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ?

(A) কুষাণ যুগ
(B) গুপ্ত যুগ
(C) পাল যুগ
(D) সেন যুগ

Correct Answer
(D) সেন যুগ
49. নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজ-উদ্‌-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না ?

(A) মানিকচাঁদ
(B) উমিচাঁদ
(C) মোহনলাল
(D) ক্লাইভ

Correct Answer
(C) মোহনলাল
50. ভারতে সিভিল সার্ভিস-এর প্রবর্তন করেছিলেন কে ?

(A) ওয়ারেন হেস্টিংস
(B) কর্ণওয়ালিস
(C) ডালহৌসি
(D) রিপন

Correct Answer
(B) কর্ণওয়ালিস
51. দিল্লীর কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংহের সঙ্গী কে ছিলেন ?

(A) চন্দ্রশেখর আজাদ
(B) বাঘাযতীন
(C) বটুকেশ্বর দত্ত
(D) পরমচাঁদ

Correct Answer
(A) চন্দ্রশেখর আজাদ
52. চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন ?

(A) প্রীতিলতা ওয়াদ্দেদার
(B) সূর্য সেন
(C) অনন্ত সিংহ
(D) লোকনাথ বল

Correct Answer
(A) প্রীতিলতা ওয়াদ্দেদার
53. কোন্‌ বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?

(A) 1930
(B) 1929
(C) 1921
(D) 1916

Correct Answer
(B) 1929
54. স্বাধীন ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

(A) জওহরলাল নেহেরু
(B) রাজেন্দ্রপ্রসাদ
(C) রাজা গোপালাচারী
(D) লর্ড মাউন্টব্যাটেন

Correct Answer
(D) লর্ড মাউন্টব্যাটেন
55. গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন ?

(A) গুরু অমরদাস
(B) গুরু রামদাস
(C) গুরু অঙ্গদ
(D) গুরু নানক

Correct Answer
(C) গুরু অঙ্গদ
56. 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?

(A) বিহার
(B) পাঞ্জাব
(C) গুজরাট
(D) বাংলা

Correct Answer
(D) বাংলা
57. কোন্‌ গভর্নর-জেনারেলের সময় প্রথম ইঙ্গ-ব্রঙ্গ যুদ্ধের সূচনা হয় ?

(A) জর্জ বার্লো
(B) লর্ড হেস্টিংস
(C) লর্ড মিন্টো
(D) লর্ড আমহার্স্ট

Correct Answer
(D) লর্ড আমহার্স্ট
58. কলকাতা বিশ্ববিদ্যালয় কোন্‌ সালে স্থাপিত হ্য় ?

(A) 1855
(B) 1856
(C) 1857
(D) 1858

Correct Answer
(C) 1857
59. সমুদ্রগুপ্তের সভাকবি কে করেছিলেন ?

(A) অশ্বঘোষ
(B) নাগার্জুন
(C) আর্যভট্ট
(D) হরিসেন

Correct Answer
(D) হরিসেন
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p3]