WBCS 2008 Previous Year Question Paper - Page 02

26. জাতীয় কংগ্রেস প্রতিষ্টার সময় ভারতের ভাইসরয় ছিলেন

(A) কার্জন
(B) ক্যানিং
(C) লরেন্স
(D) ডাফরিন

Correct Answer
(D) ডাফরিন
27. কার কাছ থেকে ইস্ট-ইণ্ডিয়া কোম্পানী লাভ করেছিল ?

(A) সুজা-উদ্‌-দৌলা
(B) ঔরংজেব
(C) প্রথম বাহাদুর শাহ
(D) দ্বিতীয় শাহ আলম

Correct Answer
(D) দ্বিতীয় শাহ আলম
28. ‘রামচরিত’ কার রচনা ?

(A) বানভট্ট
(B) কালিদাস
(C) সন্ধ্যাকর নন্দী
(D) তুলসী দাস

Correct Answer
(C) সন্ধ্যাকর নন্দী
29. কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন

(A) বাবার
(B) আকবর
(C) হুমায়ুন
(D) জাহাঙ্গীর

Correct Answer
(C) হুমায়ুন
30. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর-জ়েনারেল কে ছিলেন ?

(A) লর্ড হেস্টিংস
(B) ওয়েলেসলি
(C) ডালহৌসি
(D) ক্যানিং

Correct Answer
(D) ক্যানিং
31. আমীর খসরু কার সভাকবি ছিলেন ?

(A) বলবন
(B) আলাউদ্দিন খলজি
(C) গিয়াসউদ্দিন তুঘলক
(D)আকবর

Correct Answer
(A) বলবন
32. বিক্রমশীলা বিহার স্থাপন কে করেছিল ?

(A) প্রথম মহীপাল
(B) দেবপাল
(C) শূরপাল
(D) ধর্মপাল

Correct Answer
(B) দেবপাল
33. বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্টাতা কে ?

(A) আলাউদ্দিন মুজাহিদ শাহ
(B) আহমদ শাহ
(C) আলাউদ্দিন বাহমান শাহ
(D) তাজউদ্দিন ফিরোজ শাহ

Correct Answer
(C) আলাউদ্দিন বাহমান শাহ
34. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ?

(A) পুরু
(B) আলেকজাণ্ডার
(C) সেলুকস
(D) অম্ভি

Correct Answer
(C) সেলুকস
35. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?

(A) সিরাজ-উদ্‌-দৌলা
(B)মীরজাফর
(C)নিজম-উদ্‌-দৌলা
(D)মীরকাশিম

Correct Answer
(C)নিজম-উদ্‌-দৌলা
36. সিধু কোন্‌ বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন ?

(A) সন্ন্যাসী বিদ্রোহ
(B) কোল বিদ্রোহ
(C) মুণ্ডা বিদ্রোহ
(D)সাঁওতাল বিদ্রোহ

Correct Answer
(D)সাঁওতাল বিদ্রোহ
37. নিম্নলিখিতদের মধ্যে কে নরমপন্থী ছিলেন না ?

(A) বিপিনচন্দ্র পাল
(B) ফিরোজ শাহ মেহতা
(C) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(D) গোপালকৃষ গোখেল

Correct Answer
(A) বিপিনচন্দ্র পাল
38. রাওলাট আইন কোন্‌ সালে পাশ হয় ?

(A) 1916
(B) 1918
(C) 1919
(D) 1921

Correct Answer
(C) 1919
39. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

(A) সুচেতা কৃপালিনী
(B) সরোজিনী নাইডু
(C) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(D) ইন্দিরা গান্ধী

Correct Answer
(B) সরোজিনী নাইডু
40. ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(A) রামমোহন রায়
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) ডিরোজিও
(D) ঈশ্বরচন্দ্র গুপ্ত

Correct Answer
(A) রামমোহন রায়
41. ভারতীয় সিপাহি ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব স্নংঘটনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন ?

(A) বাঘাযতীন
(B) শ্রীঅরবিন্দ ঘোষ
(C) রাসবিহারী বোস
(D) শচীন্দ্রনাথ সান্যাল

Correct Answer
(C) রাসবিহারী বোস
42. আমেরিকায় ‘গদর পার্টি’ কে প্রতিষ্ঠা করেন ?

(A) তারকনাথ দাস
(B) হরদয়াল
(C) রামচন্দ্র
(D) কাজী ওবেদুল্লাহ

Correct Answer
(B) হরদয়াল
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2008p2]