WBCS 2009 Previous Year Question Paper - Page 11

187. হিমালয় পর্বত শ্রেণী হল

(A) নবীন ভঙ্গিল পর্বত
(B) অবশিষ্ট পর্বত
(C) আগ্নেয়গিরি
(D) স্তুপ পর্বত

Correct Answer
(A) নবীন ভঙ্গিল পর্বত
188. একটি আয়তকার জমির দৈর্ঘ্য বাড়ানো হল 25% প্রস্থ কমানো হল 25% এরফলে জমিটির ক্ষেত্রফল

(A) অপরিবর্তিত থাকবে
(B) 6.25% বাড়বে
(C) 6.25% কমবে
(D) 12.5% কমবে

Correct Answer
(C) 6.25% কমবে
189. 'গরিবী হঠাও' স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল ?

(A) তৃতীয় পরিকল্পনা
(B) চতুর্থ পরিকল্পনা
(C) পঞ্চম পরিকল্পনা
(D) ষষ্ঠ পরিকল্পনা

Correct Answer
(C) পঞ্চম পরিকল্পনা
190. 2008 সালে 'সমন্বয় ও শান্তির জন্য মহাত্মা গান্ধী আন্তর্জাতিক পুরস্কার' পেয়েছেন

(A) কোফি আন্নান
(B) নেলসন ম্যান্ডেলা
(C) আঙ-সাঙ সুকি
(D) হামিদ কারজাই

Correct Answer
(B) নেলসন ম্যান্ডেলা
191. নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয় নি ?

(A) মহানদী
(B) নর্মদা
(C) তাপ্তী
(D) সারাবতী

Correct Answer
(A) মহানদী
192. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে ঘটেছিল ?

(A) 13ই এপ্রিল, 1919
(B) 15ই আগস্ট, 1922
(C) 21শে এপ্রিল, 1922
(D) 25শে সেপ্টেম্বর, 1925

Correct Answer
(A) 13ই এপ্রিল, 1919
193. পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়

(A) জেলা ম্যাজিস্ট্রেট
(B) রাজ্য সরকার
(C) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
(D) ইলেকশন কমিশন

Correct Answer
(B) রাজ্য সরকার
194. সম্প্রতি 2008 সালে ভারতীয় স্টেট ব্যাংকের সঙ্গে কোন ব্যাংক মিশে গেছে ?

(A) ব্যাংক অফ ইন্ডিয়া
(B) ব্যাংক অফ মহারাষ্ট্র
(C) ব্যাংক অফ বরোদা
(D) ব্যাংক অফ সৌরাষ্ট্র

Correct Answer
(D) ব্যাংক অফ সৌরাষ্ট্র
195. উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়

(A) রাডক্লিফ লাইন
(B) ডুরান্ড লাইন
(C) ম্যাকমোহন লাইন
(D) সিগফ্রিড লাইন

Correct Answer
(C) ম্যাকমোহন লাইন
196. 'কেশরী'র সম্পাদক কে ছিলেন ?

(A) লাল লাজপত রায়
(B) বাল গঙ্গাধর তিলক
(C) গোপাল কৃষ্ণ গোখলে
(D) দাদাভাই নওরোজী

Correct Answer
(B) বাল গঙ্গাধর তিলক
197. ড.নিখিল দাতার এবং এক শিক্ষক দম্পতির আবেদনের উপর বোম্বাই হাইকোর্ট সম্প্রতি যে রায় ঘোষনা করেছেন তাঁর মতে দেশের আইন (the MRTP Act of 1971) অনুসারে গর্ভাবস্থার--

--- এর মধ্যে শর্তাধীন গর্ভপাত করানো হবে

(A) 18 সপ্তাহ
(B) 20 সপ্তাহ
(C) 22 সপ্তাহ
(D) 25 সপ্তাহ

Correct Answer
(A) 18 সপ্তাহ
199. নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় ?

(A) দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে
(B) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে
(C) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা পূর্বঘাট পর্বতের থেকে বেশী
(D) দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিম অংশ লাভা গঠিত

Correct Answer
(B) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে
200. নিম্নলিখিতদের মধ্যে কে নয়াদিল্লীতে অলিম্পিক মশাল দৌড়ে অংশগ্রহন করেছিলেন ?

(A) আমির খান
(B) বাইচুং ভুটিয়া
(C) সচিন তেন্ডুলকর
(D) সোহা আলি খান

Correct Answer
(A) আমির খান
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2009p11]