WBCS 2009 Previous Year Question Paper - Page 10

170. সাম্প্রতিক কালে ডলারের অঙ্কে ভারতীয় টাকার মূল্যবৃদ্ধির ফলে নিম্নের কোন শিল্প সর্বাপেক্ষা বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে ?

(A) ধাতু
(B) আই টি
(C) মূলধনী দ্রব্য
(D) ঔষধ

Correct Answer
(B) আই টি
171. নিম্নলিখিত কোন চলচ্চিত্র ব্যক্তিত্ব 2008 সালের জুন মাসে ফরাসি সরকারের কাছ থেকে 'আসির দ্য লা লিজিয় দ্য' অনার পুরস্কারে ভূষিত হয়েছিলেন ?

(A) মহেশ ভাট
(B) যশ চোপড়া
(C) সুভাষ ঘাই
(D) শ্যাম বেনেগাল

Correct Answer
(B) যশ চোপড়া
172. কবুলিয়ৎ ও পাট্টা কে প্রবর্তন করেন ?

(A) বাবর
(B) শেরশাহ
(C) আকবর
(D) শাহজাহান

Correct Answer
(B) শেরশাহ
173. পূর্ণ সংখ্যা n-এর জন্য n!=n(n−1)(n−2)⋯3.2.1:

তাহলে 1!+2!+3!+⋯100!
--- এই সমষ্টিকে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে

(A) 0
(B) 1
(C) 2
(D) 3

Correct Answer
(D) 3
174. 'ভারত ছাড়ো' আন্দোলনের তারিখ কোনটি ?

(A) 8ই আগস্ট, 1942
(B) 9 ই সেপ্টেম্বর, 1945
(C) 10 ই আগস্ট, 1951
(D) 14ই ফেরুয়ারী, 1955

Correct Answer
(A) 8ই আগস্ট, 1942
175. নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নায় ?

(i) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নগদ জামার অনুপাত (CRR) 50 বেসিস পয়েন্টে বাড়িয়েছে
(ii) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট পরিবর্তন করেনি (সেপ্টেম্বর , 2008 পর্যন্ত )
(iii) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 50 বেসিস পয়েন্টে রেপো রেট বাড়িয়েছে ---
সঠিক সূচক সংখ্যা নির্বাচন করুন :

(A) শুধু (i)
(B) শুধু (ii)
(C) শুধু (iii)
(D) সব কটিই ঠিক

Correct Answer
(B) শুধু (ii)
176. মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত ছিলেন ?

(A) বাবর
(B) আকবর
(C) শাহজাহান
(D) আওরঙ্গজেব

Correct Answer
(D) আওরঙ্গজেব
177. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি একদিনের ক্রিকেটম্যাচে ভারতীয় দল মোট যত রান করবে ,রানপিছু তত টাকা ভারতীয় দলকে দেওয়ার প্রতিশ্রুতি দিল একটি মোবাইল কোম্পানি । এই চুক্তির দরুন দেও মোট টাকার পরিমাণ নীচের কোনটি হাতে পড়ে না ?

(A) 21,904
(B) 56,169
(C) 1,01,761
(D) 1,21,108

Correct Answer
(D) 1,21,108
178. ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার 'জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষনা করেছেন ?

(A) কখনই নয়
(B) শুধু একবার
(C) মাত্র দুই বার
(D) তিন বার

Correct Answer
(D) তিন বার
179. স্বীকরণ : সকল ক্রিকেটারই গায়ক

সকল ফুটবলারই গায়ক
সিদ্ধান্ত :

I. কিছু গায়ক হচ্ছে ক্রিকেটার
II. কিছু ক্রিকেটার হচ্ছে ফুটবলার

উত্তর হবে
(A) যদি শুধু I স্বীকরণ দুটি থেকে পাওয়া যায়
(B) যদি শুধু II স্বীকরণ দুটি থেকে পাওয়া যায়
(C) যদি I ও II দুটিই পাওয়া যায় স্বীকরণ দুটি থেকে
(D) যদি I ও II এদের কোনটিই স্বীকরণ দুটি থেকে পাওয়া না যায়

Correct Answer
(A) যদি শুধু I স্বীকরণ দুটি থেকে পাওয়া যায়
180. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?

(A) 1লা অক্টোবর, 1939
(B) 10ই আগস্ট, 1940
(C) 11ই মে, 1941
(D) 1লা সেপ্টেম্বর, 1942

Correct Answer
(B) 10ই আগস্ট, 1940
181. রাজতন্ত্র অবসানের পর গণতান্ত্রিক নেপালের প্রথম রাষ্ট্রপতি হলেন

(A) রাম বরন যাদব
(B) গিরিজা প্রসাদ কৈরালা
(C) ঝালানাথ খানালা
(D) রাম রাজা প্রসাদ সিং

Correct Answer
(A) রাম বরন যাদব
182. কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন ?

(A) গিয়াসউদ্দিন বলবন
(B) আলাউদ্দিন খলজী
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ফিরোজ তুঘলক

Correct Answer
(A) গিয়াসউদ্দিন বলবন
183. হোমরুল আন্দোলনের একজন নেতার নাম -

(A) অ্যানি বেসান্ত
(B) সুরেন্দ্র নাথ ব্যানার্জি
(C) অরবিন্দ ঘোষ
(D) বিপিন চন্দ্র পাল

Correct Answer
(A) অ্যানি বেসান্ত
184. জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হল

(A) মধ্যপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) উত্তরপ্রদেশ
(D) পশ্চিমবঙ্গ

Correct Answer
(B) মহারাষ্ট্র
185. 5-এর 10% এবং 10-এর 5% যোগ করলে হবে

(A) 0.25
(B) 0.10
(C) 1.0
(D) 2.5

Correct Answer
(C) 1.0
186. সরকারি নিয়মানুসারে বর্তমান বিশেষ অর্থনৈতিক অঞ্চল ( সেজ ) এর জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ হল

(A) 2000 হেক্টর
(B) 3000 হেক্টর
(C) 4000 হেক্টর
(D) 5000 হেক্টর

Correct Answer
(D) 5000 হেক্টর
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2009p10]