WBCS 2009 Previous Year Question Paper - Page 09

Page 09
153. 7ই মে, 2008 ভারতের আণবিক শক্তিধর মাঝারি পাল্লার ক্ষেপনাস্ত্র অগ্নি-3 সফল ভাবে উৎক্ষেপন করা হয়েছিল

(A) শ্রীহরিকোটায়
(B) পোখরানে
(C) উড়িষ্যা উপকূলের হুইলার দ্বীপে
(D) আন্দামানের ব্যারেন দ্বীপে

Correct Answer
(C)উড়িষ্যা উপকূলের হুইলার দ্বীপে
154. একটি সংকেত লিপিতে বর্ণমালার প্রতিটি লিপির বদলে অন্য আর একটি লিপি ব্যবহার করা হয় । NANDIGRAM কথাটির জন্য একটি সম্ভাব্য সংকেত লিপি হল

(A) ELEPHANTS
(B) ELEPHANLA
(C) POPSINGER
(D) POPSANGOR

Correct Answer
(D) POPSANGOR
155. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন ?

(A) ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) আজম শাহ
(D) হামজা শাহ

Correct Answer
(B) সিকান্দার শাহ
156. জাতীয় উন্নয়ন পর্যদের কাজ হল

(A) পঞ্চ বার্ষিকী পরিকল্পনা অনুমোদন
(B) দারিদ্র দূরীকরণ কর্মসূচি রুপায়ন
(C) গ্রামীণ উন্নয়ন কর্মসূচি রুপায়ন
(D) উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন

Correct Answer
(A)পঞ্চ বার্ষিকী পরিকল্পনা অনুমোদন
157. তৈল উৎপাদক দেশগুলির আন্তর্জাতিক সংস্থা OPEC -এর অনুকরণে থাইল্যান্ড সরকার চার উৎপাদক ও রপ্তানিকারক দেশগুলি বিশ্ববাজারে চালের ব্যবসায় পারস্পরিক সাহায্য দানের উদ্দেশ্যে একটি সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছেন । এই সংস্থার থাইল্যান্ড বাদে অন্যান্য দেশগুলি হল

(A) চীন, ভিয়েনাম, কম্বোডিয়া ও লাওস
(B) ভারত, চীন, ভিয়েনাম ও কম্বোডিয়া
(C) মায়নামার ,বাংলাদেশ , লাওস ও ভিয়েনাম
(D) ভিয়েনাম, কম্বোডিয়া , মায়নামার ও লাওস

Correct Answer
(B) ভারত, চীন, ভিয়েনাম ও কম্বোডিয়া
158. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?

(A) নবগোপাল মিত্র
(B) বাল গঙ্গাধর তিলক
(C) অক্ষয় কুমার দত্ত
(D) সুরেন্দ্র নাথ ব্যানার্জি

Correct Answer
(A) নবগোপাল মিত্র
159. যদি COCK হয় 5153 , FOOD হয় 4116 , DOLL হয় 6199, CROW হয় 5812 তাহলে RICE হবে

(A) 8753
(B) 8051
(C) 8756
(D) 8057

Correct Answer
(C) 8756
160. সুলতানী আমলে কোন বাঙালী কবিকে 'গুণরাজ খাঁ' উপাধিতে ভূষিত করা হয়েছে ?

(A) জ্ঞানদাস
(B) গোবিন্দদাস
(C) মালাধর বসু
(D) চণ্ডিদাস

Correct Answer
(C) মালাধর বসু
161. যদি P = (20 - 1) (20 - 2 ) (20 - 3 ) ..........to 40 টি পদ পর্যন্ত হয় , তাহলে P-এর মান হবে

(A) 20,000 বা তার বেশী
(B) 10,000 বা তার বেশী , কিন্তু 20,000 -এর কম
(C) -10,000 বা তার বেশী, কিন্তু 10,000 -এর কম
(D) -10,000 -এর কম

Correct Answer
(C) -10,000 বা তার বেশী, কিন্তু 10,000 -এর কম
162. 6ই, 2008 কেন্দ্রের ইউ.পি.এ. সরকার রাজ্যসভায় যে 108 তম সংবিধান (সংশোধনী) বিল পেশ করেছিলেন তার লক্ষ্য হল

(A) রাজস্থানের গুর্জর সম্প্রদায়ের নাম তপসিলি ও উপজাতির তালিকাভুক্ত করা
(B) বন্দী ব্যক্তিদের অধিকার রক্ষা করা
(C) শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া
(D) পার্লামেন্ট ও রাজ্যবিধান সভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা

Correct Answer
(D) পার্লামেন্ট ও রাজ্যবিধান সভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা
163. সার্কের মুখ্য কার্যালয় হল

(A) ঢাকাতে
(B) কাঠমান্ডুতে
(C) ইসলামাবাদে
(D) দিল্লীতে

Correct Answer
(B) কাঠমান্ডুতে
164. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?

(A) লালা লাজপৎ রায়
(B) সুরেন্দ্র নাথ ব্যানার্জি
(C) বিপিন চন্দ্র পাল
(D) উমেশ চন্দ্র ব্যানার্জি

Correct Answer
(B) সুরেন্দ্র নাথ ব্যানার্জি
165. 13, 6, 31, 25, 20, 39, 15, 36 ........ এই তথ্যসমষ্টিতে যদি Y (13) = 7, Y (20) = 5, Y (36) = 2 হয় , তাহলে Y ((25)

(A) 10
(B) 8
(C) 6
(D) 4

Correct Answer
(D) 4
166. 2008 সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র 123 চুক্তি অনুসারে একটি শক্তিশালী আণবিক ক্ষমতা সম্পন্ন দেশের সাথে চুক্তিতে আবদ্ধ হয় । সেই দেশটির নাম কি ?

(A) ফ্রান্স
(B) ব্রিটেন
(C) ভারত
(D) রাশিয়া

Correct Answer
(C) ভারত
167. হুমায়ুননামা কার রচনা ?

(A) আবুল ফজল
(B) ফৈজী
(C) বাদাওনি
(D) গুলবদন বেগম

Correct Answer
(D) গুলবদন বেগম
168. এক ধরনের পোকার বংশ বৃদ্ধি অবিশ্বাস্য ----প্রত্যেক দিন একটি মুখ বন্ধ কাচের পাত্রে এই পোকার সংখ্যা আগের দিনের সংখ্যার ঠিক দ্বিগুন হয়ে যায় । পাত্রটিতে 1.2.2007 তারিখে মাত্র একটি পোকা ছিল , আর 28.2.2007 তারিখে পাত্রটি কানায় কানায় এই পোকায় ভরে যায় । তাহলে ফেব্রুয়ারির কত তারিখে পাত্রটির সিকি অংশ ভর্তি হয়েছিল ?

(A) 7
(B) 14
(C) 26
(D) উপরের কোনটিই নায়

Correct Answer
(C) 26
169. কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয় ?

(A) 1876
(B) 1884
(C) 1887
(D) 1890

Correct Answer
(A)1876
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2009p9]