134. ভারতের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য চুক্তিতে লাতিন আমেরিকার যে দেশ প্রথম অংশ গ্রহন করেছে সেটি হল
(A) ব্রাজিল
(B) চিলি
(C) মেক্সিকো
(D) ভেনেজুয়েলা
(A) ব্রাজিল
(A) ব্রাজিল
(B) চিলি
(C) মেক্সিকো
(D) ভেনেজুয়েলা
Correct Answer
135. কবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন ?
(A) 1194 খ্রীঃ
(B) 1199 খ্রীঃ
(C) 1202 খ্রীঃ
(D) 1206 খ্রীঃ
(C) 1202 খ্রীঃ
(A) 1194 খ্রীঃ
(B) 1199 খ্রীঃ
(C) 1202 খ্রীঃ
(D) 1206 খ্রীঃ
Correct Answer
136. সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (13o উঃ অক্ষাংশ) এখানে অবস্থিত
(A) চেন্নাই
(B) শ্রীহরিকোটা
(C) ট্রম্বে
(D) চাঁদিপুর
(B) শ্রীহরিকোটা
(A) চেন্নাই
(B) শ্রীহরিকোটা
(C) ট্রম্বে
(D) চাঁদিপুর
Correct Answer
138. যে ভারতীয় কূটনীতিক সম্প্রতি নিউজিল্যান্ডের ডন ম্যাকিননের পরিবর্তে কমনওয়েলথ -এর মহাসচিব হয়েছেন তাঁর নাম
(A) কমলেশ শর্মা
(B) মুচকুন্দ দুবে
(C) নবতেজ সারাভা
(D) মেচ সিক্রি
(A) কমলেশ শর্মা
(A) কমলেশ শর্মা
(B) মুচকুন্দ দুবে
(C) নবতেজ সারাভা
(D) মেচ সিক্রি
Correct Answer
139. দিল্লী সুলতানীর একজন বিখ্যাত কবির নাম করুন যাঁকে 'হিন্দুস্থানের তোতা পাখি' বলা হত
(A) জিয়াউদ্দিন
(B) উৎবি
(C) অলবিরুণি
(D) আমির খসরু
(D) আমির খসরু
(A) জিয়াউদ্দিন
(B) উৎবি
(C) অলবিরুণি
(D) আমির খসরু
Correct Answer
140. স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
(A) 1922
(B) 1925
(C) 1930
(D) 1941
(A) 1922
(A) 1922
(B) 1925
(C) 1930
(D) 1941
Correct Answer
141. ছত্তিশগড় রাজ্যটি 1লা নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে । এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছিল ?
(A) মধ্যপ্রদেশ
(B) উড়িষ্যা
(C) উত্তরপ্রদেশ
(D) বিহার
(A) মধ্যপ্রদেশ
(A) মধ্যপ্রদেশ
(B) উড়িষ্যা
(C) উত্তরপ্রদেশ
(D) বিহার
Correct Answer
142. বেস্ট কেয়ার ব্যাঙ্কিং প্রজেক্ট পুরস্কার 2007 কোন ব্যাঙ্ক জিতেছে ?
(A) ফেডারেল ব্যাঙ্ক
(B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(C) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(D) স্টেট ব্যাঙ্ক আগ ইন্ডিয়া
(B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(A) ফেডারেল ব্যাঙ্ক
(B) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(C) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(D) স্টেট ব্যাঙ্ক আগ ইন্ডিয়া
Correct Answer
144. স্বরাজ্য দলের একজন নেতার নাম
(A) মহাত্মা গান্ধী
(B) চিত্তরঞ্জন দাশ
(C) আনন্দমোহন বসু
(D) গোপাল কৃষ্ণ গোখলে
(B) চিত্তরঞ্জন দাশ
(A) মহাত্মা গান্ধী
(B) চিত্তরঞ্জন দাশ
(C) আনন্দমোহন বসু
(D) গোপাল কৃষ্ণ গোখলে
Correct Answer
145. নিম্নলিখিত কোন রাষ্ট্রীয় উদ্যোগকে সম্প্রতি কেন্দ্রীয় সরকার নবরত্ন মর্যাদা প্রদান করেছেন ?
(A) রুরাল ইলেকট্রিফিকেসন কর্পোরেশন
(B) ভারত ইলেট্রনিক লিমিটেড
(C) হিন্দুস্থান এ্যারোনটিকস লিমিটেড
(D) উপরের কোনটিই নয়
(B) ভারত ইলেট্রনিক লিমিটেড
(A) রুরাল ইলেকট্রিফিকেসন কর্পোরেশন
(B) ভারত ইলেট্রনিক লিমিটেড
(C) হিন্দুস্থান এ্যারোনটিকস লিমিটেড
(D) উপরের কোনটিই নয়
Correct Answer
146. তরাইনের যুদ্ধ মহম্মদ ঘোরী এবং নিম্নলিখিত কার মধ্যে হয়ে ছিল ?
(A) রাণা সঙ্গ
(B) রাণা প্রতাপ
(C) পৃথ্বীরাজ চৌহান
(D) রাণা হাম্বিরদেব
(C) পৃথ্বীরাজ চৌহান
(A) রাণা সঙ্গ
(B) রাণা প্রতাপ
(C) পৃথ্বীরাজ চৌহান
(D) রাণা হাম্বিরদেব
Correct Answer
147. ভারতে যে মূল্য সূচকের ভিত্তিতে শহরের বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় তা হল
(A) পাইকারী মূল্যসূচক
(B) শিল্প শ্রমিকদের ভোগদ্রব্য মূল্যসূচক
(C) কৃষি শ্রমিকদের ভোগদ্রব্য মূল্যসূচক
(D) শহরবাসী কায়িক শ্রমজীবি ব্যতীত অন্যান্য শ্রমজীবীদের ভোগদ্রব্য মূল্যসূচক
(A) পাইকারী মূল্যসূচক
(A) পাইকারী মূল্যসূচক
(B) শিল্প শ্রমিকদের ভোগদ্রব্য মূল্যসূচক
(C) কৃষি শ্রমিকদের ভোগদ্রব্য মূল্যসূচক
(D) শহরবাসী কায়িক শ্রমজীবি ব্যতীত অন্যান্য শ্রমজীবীদের ভোগদ্রব্য মূল্যসূচক
Correct Answer
148. নীচের কোন বক্তব্যটি সঠিক বক্তব্য নয় ?
(A) তপসিলি জাতি সংরক্ষণের 'কোটার' মধ্যে উপ-কোটার সম্ভাবনা খাটিয়ে দেখতে এক সদস্যের শ্রীমতি উষা মেহরা কমিশন গঠিত হয়েছিল
(B) তপসিলি জাতির অন্তর্গত কিছু কিছু জাত , যেমন বাল্মিকি, ঝাড়ুদার, ও সাফাই কর্মচারী জাত এস.সি.কোটার মধ্যে উপ-কোটার জন্য দাবি করে আসছে
(C) এস.সি.কোটার মধ্যে উপ-কোটার দাবিকে মেহরা কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়নি
(D) মেহরা কমিশনের প্রতিবেদনকে অনুমোদনের জন্য কেন্দ্রিয় সরকার তপসিলি জাতি সংক্রান্ত জাতীয় কমিশনের কাছে পেশ করেছেন ।
(B) তপসিলি জাতির অন্তর্গত কিছু কিছু জাত , যেমন বাল্মিকি, ঝাড়ুদার, ও সাফাই কর্মচারী জাত এস.সি.কোটার মধ্যে উপ-কোটার জন্য দাবি করে আসছে
(A) তপসিলি জাতি সংরক্ষণের 'কোটার' মধ্যে উপ-কোটার সম্ভাবনা খাটিয়ে দেখতে এক সদস্যের শ্রীমতি উষা মেহরা কমিশন গঠিত হয়েছিল
(B) তপসিলি জাতির অন্তর্গত কিছু কিছু জাত , যেমন বাল্মিকি, ঝাড়ুদার, ও সাফাই কর্মচারী জাত এস.সি.কোটার মধ্যে উপ-কোটার জন্য দাবি করে আসছে
(C) এস.সি.কোটার মধ্যে উপ-কোটার দাবিকে মেহরা কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়নি
(D) মেহরা কমিশনের প্রতিবেদনকে অনুমোদনের জন্য কেন্দ্রিয় সরকার তপসিলি জাতি সংক্রান্ত জাতীয় কমিশনের কাছে পেশ করেছেন ।
Correct Answer
149. ডান্ডি অভিযান কবে হয়েছিল ?
(A) 12ই এপ্রিল, 1925
(B) 7 ই অগাস্ট, 1942
(C) 12 ই মার্চ, 1930
(D) 14 ই মে, 1935
(C) 12 ই মার্চ, 1930
(A) 12ই এপ্রিল, 1925
(B) 7 ই অগাস্ট, 1942
(C) 12 ই মার্চ, 1930
(D) 14 ই মে, 1935
Correct Answer
150. ইকতা প্রথার প্রবর্তন কে করেন ?
(A) মহম্মদ ঘোরী
(B) কুতুবউদ্দিন আইবক
(C) ইলতুৎমিস
(D) গিয়াসুদ্দীন বলবন
(C) ইলতুৎমিস
(A) মহম্মদ ঘোরী
(B) কুতুবউদ্দিন আইবক
(C) ইলতুৎমিস
(D) গিয়াসুদ্দীন বলবন
Correct Answer
151. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?
(A) আব্দুল গফ্ফুর খান
(B) মহাত্মা গান্ধী
(C) সৌকত আলী
(D) মহম্মদ আলী জিন্নাহ
(A) আব্দুল গফ্ফুর খান
(A) আব্দুল গফ্ফুর খান
(B) মহাত্মা গান্ধী
(C) সৌকত আলী
(D) মহম্মদ আলী জিন্নাহ
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2009p8]