WBCS 2009 Previous Year Question Paper - Page 04

62. আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে তা হল

(A) গলগণ্ড
(B) রাতকানা
(C) রিকেট
(D) বাত

Correct Answer
(A) গলগণ্ড
63. সিন্ধুবাসীর কোন ধাতুর অজানা ছিল ?

(A) তামা
(B) লোহা
(C) ব্রোঞ্জ
(D) স্বর্ণ

Correct Answer
(B) লোহা
64. নিম্নোক্ত পদগুলির কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই ?

(A) রাজসভার উপাধ্যক্ষ
(B) লোকসভার ডেপুটি স্পিকার
(C) রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার
(D) উপ-প্রধানমন্ত্রী

Correct Answer
(D) উপ-প্রধানমন্ত্রী
65. 1960 সালে সরকারি মালিকানায় প্রথম ভারী বৈদুতিক সরঞ্জাম তৈরীর কারখানা কোথায় স্থাপিত হয় ?

(A) ভোপাল
(B) দুর্গাপুর
(C) হায়দরাবাদ
(D) রানীপুর (হরিদ্বারের নিকট )

Correct Answer
(A) ভোপাল
66. ফুলেরিন হল

(A) কার্বনের একটি বহুরূপ
(B) করবোরান্ডামের অপর নাম
(C) কৃত্রিম এমারি
(D) কার্বনের একটি যৌগ

Correct Answer
(A) কার্বনের একটি বহুরূপ
67. ভারতের লৌহ মানব কাকে বলা হত ?

(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) সুরেন্দ্র নাথ ব্যানার্জি
(C) বিপিন চন্দ্র পাল
(D) লালা লাজপত রায়

Correct Answer
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
68. কয়েকজন ছেলেকে উচ্চতার উর্ধ্বক্রমানুসারে সাজানো হয়েছে । ব্রতীনের উচ্চতা অরবিন্দের থেকে বেশী - সে আছে সারির একপ্রান্ত থেকে সপ্তম স্থানে । অরবিন্দ আছে সারির অন্য প্রান্ত থেকে দশম স্থানে ।অরবিন্দ ও ব্রতীনের মধ্যে আছে ঠিক 3 জন ছেলে । সারিতে মোট ছেলের সংখ্যা

(A) 12
(B) 13
(C) 19
(D) 20

Correct Answer
(D) 20
69. পারমাণবিক চুল্লীতে সংঘটিত বিক্রিয়া হল

(A) নিউক্লিয় সংযোজন (fusion)
(B) স্প্যালেশন
(C) নিউক্লিয় বিভাজন (fission)
(D) নিউক্লিয় সমাবয়বীভবন (isomerisation)

Correct Answer
(C) নিউক্লিয় বিভাজন (fission)
70. বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় ?

(A) 1000 খ্রিষ্টপূর্বাব্দ
(B) 3000-2500 খ্রিষ্টপূর্বাব্দ
(C) 1500-1000 খ্রিষ্টপূর্বাব্দ
(D) 1200-1000 খ্রিষ্টপূর্বাব্দ

Correct Answer
(C) 1500-1000 খ্রিষ্টপূর্বাব্দ
71. নিম্নলিখিত কাঁচা মালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরীর ক্ষেত্রে ব্যাপক ভাবে ব্যবহৃত হয় ?

(A) সালাই কাঠ
(B) সাবাই ঘাস
(C) ছেঁড়া কাপড়
(D) বাঁশ

Correct Answer
(B) সাবাই ঘাস
72. ভিটামিন সি হল

(A) টেকোফেরল
(B) সায়ানোকোবাল্ট আমিন
(C) অ্যাসকরবিক অ্যাসিড
(D) থায়ামিন

Correct Answer
(C) অ্যাসকরবিক অ্যাসিড
73. গত কেন্দ্রীয় বাজেটের রেভেনিউ হিসাবে সর্ববৃহৎ ব্যয়ের খাতাটি হল

(A) প্রতিরক্ষা
(B) সুদ প্রদান
(C) সামাজিক সেবা
(D) ভরতুকি

Correct Answer
(B) সুদ প্রদান
74. একজন বিপ্লবীর নাম কর যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ।

(A) অনাথবন্ধু পাঁজা
(B) মৃগেন দত্ত
(C) বিনয় বসু
(D) প্রফুল্ল চাকি

Correct Answer
(C) বিনয় বসু
75. বায়ুমন্ডলে এই যৌগটি বেশী মাত্রায় থাকলে গ্রীন হাউস এফেক্ট হয়

(A) কার্বনডাই অক্সাইড
(B) অ্যামোনিয়া
(C) জলীয় বাষ্প
(D) ধূলি কণা

Correct Answer
(A) কার্বনডাই অক্সাইড
76. আর্য শব্দের অর্থ হল

(A) চাষ করা
(B) জাতিবিশেষ
(C) গোচরণভিত্তিক সমাজ
(D) ব্রহ্মচারী

Correct Answer
(C) গোচরণভিত্তিক সমাজ
77. নিম্নলিখিত এলাকা গুলির মধ্যে কোথায় ভারতের মোট চা উৎপাদনের তিন-চতুর্থাংশ উৎপন্ন হয় ?

(A) উত্তর ভারত
(B) দক্ষিণ ভারত
(C) উত্তর-পূর্ব ভারত
(D) উত্তর-পশ্চিম ভারত

Correct Answer
(C) উত্তর-পূর্ব ভারত
78. লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নুন্যতম কত শতাংশ সদস্যপদ পেতে হয় ?

(A) 5 শতাংশ
(B) 10 শতাংশ
(C) 15 শতাংশ
(D) 20 শতাংশ

Correct Answer
(B) 10 শতাংশ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2009p4]