WBCS 2009 Previous Year Question Paper - Page 05

79. নীচের ছবিগুলির মধ্যে কোনটি পুরুষদের সমষ্টি এবং সংসদ সদস্যদের সমষ্টি ---

(A)
(B)
(C)
(D)

Correct Answer
(C)
80. নারকেলের যে অংশটি আমরা খাই তা হল

(A) ফলের ত্বক
(B) শস্য
(C) বীজপত্র
(D) ভ্রুণ

Correct Answer
(B) শস্য
81. ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ?

(A) ব্রাহ্মী
(B) খরোষ্টি
(C) পালি
(D) সংস্কৃত

Correct Answer
(C) পালি
82. মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

(A) লর্ড লিটন
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড কার্জন

Correct Answer
(A) লর্ড লিটন
83. একটি জমায়েতে উপস্থিত প্রত্যেকে অন্য সকলের সঙ্গেই করমর্দন করল । মোট কর মর্দনের সংখ্যা 120 হলে জমায়েতে কত জন উপস্থিত ছিল ?

(A) 60
(B) 30
(C) 16
(D) 15

Correct Answer
(D) 15
84. সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?

(A) বীজ
(B) পাতা
(C) ফুল
(D) ছাল

Correct Answer
(D) ছাল
85. প্রাচীন ভারতে কত জন তীর্থংকর ছিলেন ?

(A) 16
(B) 22
(C) 23
(D) 24

Correct Answer
(D) 24
86. ভারতে স্থায়ী গবেষণাকেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী ' কোথায় অবস্থিত ?

(A) উচ্চ হিমালয়ে
(B) ভারত মহাসাগরে
(C) আন্টর্কটিকায়
(D) আরব সাগরে

Correct Answer
(C) আন্টর্কটিকায়
87. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষতেই কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?

(A) 73
(B) 112
(C) 360
(D) 370

Correct Answer
(B) 112
88. নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সম্মেলনে জলাভূমি সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে ?

(A) আর্থ সামিট
(B) রামসর সম্মেলন
(C) বেলেম ঘোষনা
(D) বটানিক্যাল কংগ্রেস

Correct Answer
(B) রামসর সম্মেলন
89. সর্ব শেষ তীর্থংকরের নাম কি ?

(A) পার্শ্বনাথ
(B) মহাবীর
(C) সিদ্ধার্থ
(D) শীলভদ্র

Correct Answer
(B) মহাবীর
90. নিম্নলিখিত জলবিদ্যুত প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুত উৎপাদন ক্ষমতা সব চেয়েবেশী ( M.W.) ?

(A) সবরী গিরি (কেরল)
(B) কয়না (মহারাষ্ট্র)
(C) ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব)
(D) কুন্ডা (তামিলনাড়ু)

Correct Answer
(B) কয়না (মহারাষ্ট্র)
91. দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হল

(A) অন্ধ্রপ্রদেশ
(B) আসাম
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক

Correct Answer
(A) অন্ধ্রপ্রদেশ
92. মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি হয় ?

(A) 1870
(B) 1875
(C) 1878
(D) 1880

Correct Answer
(C) 1878
93. ভারতবর্ষের এই অঞ্চলটি জীব বৈচিত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ

(A) পূর্ব হিমালয়
(B) পূর্ব ঘাট
(C) পাঁচমারি পর্বত
(D) কাশ্মির উপত্যকা

Correct Answer
(A) পূর্ব হিমালয়
94. নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?

(A) বিম্বিসার
(B) মহাপদ্মনন্দ
(C) অজাতশত্রু
(D) ধনানন্দ

Correct Answer
(B) মহাপদ্মনন্দ
95. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

(A) সমাচার দর্পণ
(B) সংবাদ কৌমুদী
(C) সংবাদ প্রভাকর
(D) তত্ত্ববোধিনী পত্রিকা

Correct Answer
(A) সমাচার দর্পণ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2009p5]