WBCS 2009 Previous Year Question Paper - Page 06

96. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবচেয়ে কম ?

(A) অরুণাচল প্রদেশ
(B) ত্রিপুরা
(C) সিকিম
(D) মণিপুর

Correct Answer
(C) সিকিম
97. ভিয়েতনাম যুদ্ধে তথাকথিত 'এজেন্ট অরেঞ্জ' বা 2, 4, 5 ট্রাইক্লোরোফেনক্সি অ্যাসেটিক অ্যাসিড (2, 4, 5-T) বনাঞ্চলে ছড়িয়ে দেওয়া হত

(A) শস্য নষ্ট করার জন্য
(B) বায়ু দুষিত করার জন্য
(C) বনাঞ্চলের পাতা ঝরিয়ে শত্রু শিবির খোঁজার জন্য
(D) দাবানল সৃষ্টি করার জন্য

Correct Answer
(D) দাবানল সৃষ্টি করার জন্য
98. প্রাচীন ভারতে কে 'অমিত্রাঘাত' উপাধি ধারণ করেছিলেন ?

(A) অজাতশত্রু
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) বিন্দুসার
(D) অশোক

Correct Answer
(C) বিন্দুসার
99. ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপাটি শাসনের আওতায় এসেছে ?

(A) পাঞ্জাব
(B) হিমাচল প্রদেশ
(C) কেরালা
(D) কর্ণাটক

Correct Answer
(C) কেরালা
100. ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায়

(A) জ্বর বৃদ্ধির এক ঘন্টা পূর্বে
(B) তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পর
(C) কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময়
(D) যে কোন সময়

Correct Answer
(B)তীব্র জ্বরের পাঁচ ঘন্টা পর
101. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?

(A) 1904
(B) 1906
(C) 1910
(D) 1915

Correct Answer
(B) 1906
102. তিনটি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির 2 গুণ দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ ।সংখ্যা তিনটির গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি

(A) 30
(B) 20
(C) 18
(D) 15

Correct Answer
(C) 18
103. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নিম্নোক্ত হারগুলির কোনটি নির্ধারণ করে ?

(A) সি.আর.আর.
(B) এস.এল.আর.
(C) রিপো রেট
(D) প্রাইম লেন্ডিং রেট

Correct Answer
(D) প্রাইম লেন্ডিং রেট
104. নিম্নলিখিত কোন ভিটামিনে অ্যাসিল COA ডিহাইড্রোজিনেস প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে ?

(A) নিকোটিনিক অ্যাসিড
(B) পাইরিডক্সিন
(C) প্যানটোথেনিক অ্যাসিড
(D) রাইবোফ্লেভিন

Correct Answer
(D) রাইবোফ্লেভিন
105. কে শকাব্দ প্রচলন করেন ?

(A) ভূমক
(B) নহপান
(C) রুদ্রদমন
(D) কনিষ্ক

Correct Answer
(D) কনিষ্ক
106. ভারতের কোন পৌরবসতির জনসংখ্যা 100000 অতিক্রম করলে তাকে বলা হয়

(A) শহর
(B) নগর
(C) মহানগর
(D) পৌর মহাপুঞ্জ

Correct Answer
(A) শহর
107. কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ হয়ে ছিল ?

(A) ভি.পি.সিং
(B) রাজীব গান্ধী
(C) নরসিংহ রাও
(D) এ.বি.বাজপেয়ী

Correct Answer
(B) রাজীব গান্ধী
108. তিতুমীর কে ছিলেন ?

(A) ওয়াহাবি আন্দোলনের নেতা
(B) ফরাজী আন্দোলনের নেতা
(C) সিপাহী বিদ্রোহের নেতা
(D) নীল বিদ্রোহের নেতা

Correct Answer
(D) নীল বিদ্রোহের নেতা
109. চিংড়ীর রেচন অঙ্গ কোনটি ?

(A) লালা গ্রন্থি
(B) সবুজ গ্রন্থি
(C) ইঙ্ক গ্রন্থি
(D) মালপিজিয়ান নালিকা

Correct Answer
(B) সবুজ গ্রন্থি
110. বুদ্ধচরিত কার দ্বারা রচিত ?

(A) নাগার্জুন
(B) অশ্বঘোষ
(C) বসুমিত্র
(D) বিশাখাদত্ত

Correct Answer
(B) অশ্বঘোষ
111. পশ্চিম উপকুলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে ?

(A) কোচিন
(B) কান্দালা
(C) মার্মাগাঁও
(D) নিউ ম্যাঙ্গালোর

Correct Answer
(D) নিউ ম্যাঙ্গালোর
112. নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?

(A) গরু
(B) কুকুর
(C) পায়রা
(D) গিরগিটি

Correct Answer
(A) গরু
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2009p6]