183. 'আঁধি' নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে ।
(A) পাঞ্জাব
(B) পশ্চিমবঙ্গ
(C) আসাম
(D) উত্তরপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
(A) পাঞ্জাব
(B) পশ্চিমবঙ্গ
(C) আসাম
(D) উত্তরপ্রদেশ
Correct Answer
184. নিচে দেওয়া বিবৃতিগুলি বিচার করুন :
1. রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান ।
2. রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ পাঁচ বছর পদে আসীন থাকতে পারেন ।
3. লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে ।
উপরের বিবৃতিগুলি কোনটি / কোনগুলি সঠিক ?
(A) 2 এবং 3
(B) 1 এবং 3
(C) শুধুমাত্র 2
(D) 1,2 এবং 3-এর কোনটিই নয়
(B) 1 এবং 3
1. রাজ্যসভা একটি স্থায়ী প্রতিষ্ঠান ।
2. রাজ্যসভার প্রতি সদস্য সর্বোচ্চ পাঁচ বছর পদে আসীন থাকতে পারেন ।
3. লোকসভা রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়ন করতে পারে ।
উপরের বিবৃতিগুলি কোনটি / কোনগুলি সঠিক ?
(A) 2 এবং 3
(B) 1 এবং 3
(C) শুধুমাত্র 2
(D) 1,2 এবং 3-এর কোনটিই নয়
Correct Answer
185. দুটি বস্তু A ও B -এর ভর যথাক্রমে m এবং 5m । একই সময় ধরে সমান বল এদের উপর প্রয়োগ করা হল । তাহলে
(A) A ও B -এর বেগ সমান হবে
(B) A ও B -এর ভরবেগ সমান হবে
(C) A -এর ভরবেগ বেশী হবে
(D) B-এর ভরবেগ বেশী হবে
(B) A ও B -এর ভরবেগ সমান হবে
(A) A ও B -এর বেগ সমান হবে
(B) A ও B -এর ভরবেগ সমান হবে
(C) A -এর ভরবেগ বেশী হবে
(D) B-এর ভরবেগ বেশী হবে
Correct Answer
186. ভারতে 'Coastal Regulation Zones' সনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুনাকের উপর ভিত্তি করে :
(A) জোয়ারের উচ্চতা
(B) সমুদ্রের স্তর বৃদ্ধি
(C) জলের গভীরতা
(D) সমুদ্র তালের উচ্চতা
(A) জোয়ারের উচ্চতা
(A) জোয়ারের উচ্চতা
(B) সমুদ্রের স্তর বৃদ্ধি
(C) জলের গভীরতা
(D) সমুদ্র তালের উচ্চতা
Correct Answer
187. কোন সংবিধান সংশোধনী আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে ?
(A) 73 তম
(B) 74 তম
(C) 86 তম
(D) 91 তম
(C) 86 তম
(A) 73 তম
(B) 74 তম
(C) 86 তম
(D) 91 তম
Correct Answer
188. পাইকারী মূল্যসূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটি বর্তমানে ভিত্তি বছর হিসাবে ধরা হয়ে থাকে ?
(A) 1990-91
(B) 1991-92
(C) 1992-93
(D) 1993-94
(D) 1993-94
(A) 1990-91
(B) 1991-92
(C) 1992-93
(D) 1993-94
Correct Answer
189. ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির চেয়ারপার্সন কে ?
(A) বি.জি.ভার্গিস
(B) নন্দন নিলেকানি
(C) স্যাম পিত্রোদা
(D) নন্দন বাগচী
(B) নন্দন নিলেকানি
(A) বি.জি.ভার্গিস
(B) নন্দন নিলেকানি
(C) স্যাম পিত্রোদা
(D) নন্দন বাগচী
Correct Answer
190. অশোক,দিবাকর,অরুণ ও ব্রতীনের মধ্যে দিবাকর অরুণের থেকে ছোট । ব্রতীন কেবলমাত্র অশোকের থেকে বড় । তাহলে সবথেকে বড় হল
(A) বলা যাবে না - তথ্য অসম্পূর্ণ
(B) নন্দন নিলেকানি
(C) স্যাম পিত্রোদা
(D) নন্দন বাগচী
(A) বলা যাবে না - তথ্য অসম্পূর্ণ
(A) বলা যাবে না - তথ্য অসম্পূর্ণ
(B) নন্দন নিলেকানি
(C) স্যাম পিত্রোদা
(D) নন্দন বাগচী
Correct Answer
191. গাঙ্গুবাঈ হাঙ্গল ছিলেন ------- ঘরানার শিল্পী ।
(A) আগ্রা
(B) গোয়ালিয়র
(C) মেওয়াট
(D) কিরানা
(D) কিরানা
(A) আগ্রা
(B) গোয়ালিয়র
(C) মেওয়াট
(D) কিরানা
Correct Answer
192. দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে
(A) গঙ্গোত্রী
(B) মৈত্রী
(C) ভারতী
(D) অলকা
(C) ভারতী
(A) গঙ্গোত্রী
(B) মৈত্রী
(C) ভারতী
(D) অলকা
Correct Answer
193. সম্প্রতি 62.9 শতাংশ সাধারণ শেয়ার মূলধন কিনে নিয়ে জাপানের দাইইচি সাংকিও ভারতের কোন ঔষধ কোম্পানী অধিগ্রহণ করেছে ?
(A) রানবাক্সী
(B) ড: রেড্ডিস ল্যাবোরেটেরিস
(C) নিকোলাস পিরামল
(D) গ্লাক্সো ইন্ডিয়া
(A) রানবাক্সী
(A) রানবাক্সী
(B) ড: রেড্ডিস ল্যাবোরেটেরিস
(C) নিকোলাস পিরামল
(D) গ্লাক্সো ইন্ডিয়া
Correct Answer
194. "In other rooms, other wonders" বইটির লেখক হলেন
(A) মহাসিন হাসিদ
(B) নাদিম আসলাম
(C) ড্যানিয়েল মইনুদ্দীন
(D) মহম্মদ হানিফ
(C) ড্যানিয়েল মইনুদ্দীন
(A) মহাসিন হাসিদ
(B) নাদিম আসলাম
(C) ড্যানিয়েল মইনুদ্দীন
(D) মহম্মদ হানিফ
Correct Answer
195. কেন্দ্রিয় সরকার 2009-10 সালে বিলগ্নিকরণের মাধ্যমে --------- কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধার্য করেছে ।
(A) 1120
(B) 1125
(C) 1130
(D) 1150
(A) 1120
(A) 1120
(B) 1125
(C) 1130
(D) 1150
Correct Answer
196. ভারতীয় সংবিধানের 109তম সংশোধনটি ---------- এর সঙ্গে সম্পর্কিত ।
(A) রাষ্ট্রপতির ক্ষমতা
(B) ভোটার বয়স
(C) তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ
(D) সরকারী ভাষা
(C) তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ
(A) রাষ্ট্রপতির ক্ষমতা
(B) ভোটার বয়স
(C) তপসিলী জাতি ও জনজাতিদের সংরক্ষণ
(D) সরকারী ভাষা
Correct Answer
197. ভারত কার সহযোগিতায় RISAT-2 স্যাটেলাইট তৈরী করেছে
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) রাশিয়া
(C) ফ্রান্স
(D) ইসরায়েল
(B) রাশিয়া
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) রাশিয়া
(C) ফ্রান্স
(D) ইসরায়েল
Correct Answer
198. চীন সম্প্রতি যে টাইফুনের শিকার হয়েছে
(A) মোরাকট
(B) লুংওয়াং
(C) য়ুকং
(D) রাম্বিয়া
(A) মোরাকট
(A) মোরাকট
(B) লুংওয়াং
(C) য়ুকং
(D) রাম্বিয়া
Correct Answer
199. ভারত ----- রাষ্ট্র হিসাবে পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরী করেছে ।
(A) পঞ্চম
(B) ষষ্ঠ
(C) সপ্তম
(D) অষ্টম
(B) ষষ্ঠ
(A) পঞ্চম
(B) ষষ্ঠ
(C) সপ্তম
(D) অষ্টম
Correct Answer
200. কে কলকাতা 'ভারতসভা' (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন) স্থাপন করেছিলেন ?
(A) ডব্লু.সি.ব্যানার্জি
(B) এস.এন.ব্যানার্জি
(C) সুভাষচন্দ্র বসু
(D) চিত্তরঞ্জন দাশ
(B) এস.এন.ব্যানার্জি
(A) ডব্লু.সি.ব্যানার্জি
(B) এস.এন.ব্যানার্জি
(C) সুভাষচন্দ্র বসু
(D) চিত্তরঞ্জন দাশ
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2010p11]