WBCS 2010 Previous Year Question Paper - Page 10

164. ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত ছিলেন

(A) ভাগিনী নিবেদিত
(B) অ্যানি বেসান্ত
(C) মাদাম কামা
(D) মাতঙ্গিনী হাজরা

Correct Answer
(C) মাদাম কামা
165. নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ?

(A) পশ্চিমবঙ্গ
(B) মহারাষ্ট্র
(C) উত্তরপ্রদেশ
(D) বিহার

Correct Answer
(A) পশ্চিমবঙ্গ
166. ভারতের নতুন সংবিধান কবে গৃহিত ( স্বাক্ষরিত ) হয়েছিল ?

(A) 26 নভেম্বর 1949
(B) 20 ডিসেম্বর 1949
(C) 25 ডিসেম্বর 1949
(D) 26 জানুয়ারী 1950

Correct Answer
(D) 26 জানুয়ারী 1950
167. নীচের কোন দলটি গত লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্টের অন্তর্ভুক্ত ছিল না ?

(A) CPI(M)
(B) জনতা (S)
(C) TRS
(D) SP

Correct Answer
(D) SP
168. বম্বে হাইকোর্ট সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে ------- এর সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছে

(A) রিলায়েন্স ন্যাচারাল
(B) রিলায়েন্স ইনফ্রা
(C) রিলায়েন্স পেট্রোলিয়াম
(D) রিলায়েন্স পাওয়ার

Correct Answer
(A) রিলায়েন্স ন্যাচারাল
169. ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল

(A) আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রসাশন
(B) কতক্গুলি রাজ্যের তপশীলভুক্ত এলাকাগুলির প্রসাশন ও নিয়ন্ত্রণ
(C) কোন কোন ক্ষমতা এবং বিষয় কেন্দ্র ও রাজ্যগুলির অধীনে থাকবে
(D) দলত্যাগের কারণে কখন পদ বাতিল হবে

Correct Answer
(B) কতক্গুলি রাজ্যের তপশীলভুক্ত এলাকাগুলির প্রসাশন ও নিয়ন্ত্রণ
171. ভারতে আমুল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল

(A) 1990 সালে
(B) 1991 সালে
(C) 1992 সালে
(D) 1993 সালে

Correct Answer
(B) 1991 সালে
172. 'খুতবা' কি ?

(A) শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ
(B) রাজাদেশ
(C) রাজার দেওয়া শাস্তি
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) শুক্রবারের নামাজের সময় শাসনকর্তা রাজার নামে উপদেশমূলক প্রশস্তি পাঠ
174. ভারতে বিশ্বায়নের ধারা প্রতিফলিত হচ্ছে

(A) 'Neighbourhood' দোকানের মাধ্যমে
(B) স্থানীয় ব্যবসার মাধ্যমে
(C) শপিং মলের মাধ্যমে
(D) Stationery দোকানের মাধ্যমে

Correct Answer
(C) শপিং মলের মাধ্যমে
175. একটি সংকর ধাতুতে 2% দস্তা, 45% নিকেল এবং অবশিষ্ট অংশ অ্যালুমিনিয়াম আছে । 105 গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এরকম একটি সংকর ধাতুর মোট ভর ( গ্রাম-এ) কত ?

(A) 170
(B) 200
(C) 250
(D) 300

Correct Answer
(D) 300
176. কলকাতার মেডিক্যাল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল ?

(A) 1829 খ্রীঃ
(B) 1835 খ্রীঃ
(C) 1858 খ্রীঃ
(D) 1884 খ্রীঃ

Correct Answer
(B) 1835 খ্রীঃ
177. গত উইম্বলডন (2009) ছিল রজার ফেডেরারের --------- তম গ্রাণ্ড স্লাম খেতাব ।

(A) 15
(B) 16
(C) 17
(D) 18

Correct Answer
(A) 15
178. কোরাজন আকুইনো ছিলেন ---------- এর রাষ্ট্রপ্রধান ।

(A) থাইল্যান্ড
(B) ফিলিপিনস
(C) ফিজি
(D) অস্ট্রেলিয়া

Correct Answer
(B) ফিলিপিনস
179. গত আগষ্ট মাসে (2009) ভারত -------- এর সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ।

(A) OPEC
(B) AU
(C) ASEAN
(D) NAFTA

Correct Answer
(C) ASEAN
180. পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য

(A) মালদা
(B) দার্জিলিং
(C) বাঁকুড়া
(D) হাওড়া

Correct Answer
(B) দার্জিলিং
181. নিম্নোক্ত ব্যক্তিগণের মধ্যে কে ভারতের কিছু অংশ দখল করে তাঁর পূর্বপুরুষদের নামে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন ।

(A) হুমায়ুন
(B) শেরশাহ
(C) বাবর
(D) এঁদের কেউই নন

Correct Answer
(C) বাবর
182. ভারত ----------- এর সদস্য নয় ।

(A) BRIC
(B) BIMSTEC
(C) SCO
(D) WTO

Correct Answer
(C) SCO
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2010p10]