WBCS 2010 Previous Year Question Paper - Page 09

147. ইরাণ সম্প্রতি তার ইসলাম বিপ্লবের ---------- তম বার্ষিকী পালন করল

(A) 20
(B) 25
(C) 30
(D) 50

Correct Answer
(C) 30
148. দীর্ঘকালীন কর্মনিয়োগের জন্য নীতি নির্ধারণের বিষয়ে নিম্নোক্ত পরিকল্পনাগুলির কোনটিতে এক সাহসী পদক্ষেপ নেওয়া হয়েছিল ?

(A) পঞ্চম পরিকল্পনা
(B) ষষ্ঠ পরিকল্পনা
(C) সপ্তম পরিকল্পনা
(D) অষ্টম পরিকল্পনা

Correct Answer
(B) ষষ্ঠ পরিকল্পনা
149. সংবিধান সভার সভাপতি কে ছিলেন ?

(A) বি.আর.আম্মেদকর
(B) জহরলাল
(C) রাজেন্দ্রপ্রসাদ
(D) ফিরোজশা মেহতা

Correct Answer
(C) রাজেন্দ্রপ্রসাদ
150. 'স্কুলবুক সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন ?

(A) উইলিয়াম জোনস
(B) হাইড ইস্ট
(C) ডি. বেথুন
(D) ডেভিড হেয়ার

Correct Answer
(D) ডেভিড হেয়ার
151. নাগার্জুনাসার বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :

(A) কৃষ্ণা
(B) কাবেরী
(C) তুঙ্গভদ্রা
(D) সোন

Correct Answer
(A) কৃষ্ণা
152. সম্প্রতি মুম্বাই সন্ত্রাস কাণ্ডের পর খবরে 'ডিমার্শ' শব্দটি বহুবার ব্যবহৃত তাতে দেখা গিয়েছে । 'ডিমার্শ' এর অর্থ কি ?

(A) বিদেশের একটি নির্দিষ্ট এলাকায় আকাশপথে চকিতে আঘাত হানা
(B) রাষ্ট্রের অভ্যন্তরীন নাশকতা মূলক কার্যকলাপ নিয়ে একটি গোপন প্রতিবেদন
(C) সরকারি অবস্থান নিয়ে একটি কুটনৈতিক উপস্থাপন
(D) পুলিশি ব্যবস্থা নিয়ে সরকারের কাছে পেশ করা সুপারিশ

Correct Answer
(C) সরকারি অবস্থান নিয়ে একটি কুটনৈতিক উপস্থাপন
153. নিম্নোক্তগুলির মধ্যে কোথায় জাতি দাঙ্গা ঘটেছে ?

(A) উরুমকি
(B) য়ুহান
(C) তিয়ানজিন
(D) তাইচুং

Correct Answer
(A) উরুমকি
154. এক ব্যক্তি পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে থাকার সময় পর পর দুবার তার ডানদিকে ঘুরল , এবার পর পর তিনবার ঘুরল তার বাঁদিকে এবং সবশেষে পর পর দুবার ঘুরল তার ডানদিকে । এখন সে কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে ?

(A) পূর্ব
(B) পশ্চিম
(C) উত্তর
(D) দক্ষিণ

Correct Answer
(D) দক্ষিণ
155. শ্বসনে , যে গুরুত্বপূর্ণ ভুমিকা সাইটোসল পালন করে তা হল

(A) অক্সিডেটিভ ফসফোরাইলেশন -এ
(B) পাইরুবিক অ্যাসিডের অক্সিডেটিভ-ডি-কার্বক্সিলেশন -এ
(C) ক্রেব্স চক্র -এ
(D) গ্লাইকোলাইসিস- এ

Correct Answer
(B) পাইরুবিক অ্যাসিডের অক্সিডেটিভ-ডি-কার্বক্সিলেশন -এ
156. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

(A) দাদাভাই নৌরজী
(B) বদরুদ্দিন তায়েরজী
(C) ডব্লিউ সি. ব্যানার্জি
(D) ফিরোজশা মেহতা

Correct Answer
(A) দাদাভাই নৌরজী
157. কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন ?

(A) রয়্যাল টাইটেলস অ্যাক্ট, 1876
(B) অ্যাক্ট অফ 1858
(C) কাউন্সিল অ্যাক্ট, 1861
(D) অ্যাক্ট অফ 1872

Correct Answer
(B) অ্যাক্ট অফ 1858
158. আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসী বলা হত ?

(A) শহরের শাসন ব্যবস্থায় ভারপ্রাপ্ত কর্মচারীকে
(B) সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে
(C) একজন শাসনতান্ত্রিক / কার্যনির্বাহী কর্মচারীকে
(D) এদের কাউকেই নয়

Correct Answer
(B) সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে
159. এদের মধ্যে কোনটি সম্প্রতি নিজেকে , দেউলিয়া ঘোষনা করে ?

(A) জেনারেল মোটরস
(B) টায়োটা
(C) হুন্ডাই
(D) হন্ডা

Correct Answer
(A) জেনারেল মোটরস
160. গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয়

(A) মোহনার মাধ্যমে
(B) ব-দ্বীপের মাধ্যমে
(C) পাখির পায়ের মত মোহনার মাধ্যমে
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) ব-দ্বীপের মাধ্যমে
161. নীচের দেওয়া বিবৃতিগুলি বিবেচনা করুন :

1. ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে 12 নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিবৃত আছে
2. সংবিধানে সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার
উপরের বিবৃতিগুলির মধ্যে কোনটি / কোন গুলি সঠিক ?

(A) শুধুমাত্র 1
(B) শুধুমাত্র 2
(C) 1 এবং 2 উভয়েই
(D) 1 এবং 2 এর কোনটিই নয়

Correct Answer
(A) শুধুমাত্র 1
162. ------- কে আন্তর্জাতিক জ্যোর্তিবিজ্ঞান বর্ষ ঘোষনা করা হয়েছে ।

(A) 2008
(B) 2009
(C) 2010
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) 2009
163. ক্লাইভের বাংলার দেওয়ানী প্রাপ্তি ঘটেছিল

(A) 1757 খ্রীঃ
(B) 1765 খ্রীঃ
(C) 1772 খ্রীঃ
(D) 1784 খ্রীঃ

Correct Answer
(B) 1765 খ্রীঃ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2010p9]