WBCS 2010 Previous Year Question Paper - Page 03

43. নীচের কোনটি ভৌত পরিবর্তন নয়

(A) দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরী হওয়া
(B) আয়োডিনের ঊর্ধ্বপাতন
(C) চায়ে চিনি মেশানো
(D) মোমবাতির দহন

Correct Answer
(D) মোমবাতির দহন
44. লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে

(A) অতিরিক্ত জলরাশির চাপে
(B) প্লেটের সঞ্চালনে
(C) জলধারের নীচের চ্যুতির জন্য
(D) ভঙ্গিল পর্বত সৃষ্টি থেকে

Correct Answer
(B) প্লেটের সঞ্চালনে
45. পালিটিন ক্রমোজোম যে কোষে পাওয়া যায়

(A) পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে
(B) মানুষের যকৃত কোষ
(C) পতঙ্গের স্নায়ু কোষ
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি থেকে
46. পাতায় ঢোকানো পত্ররন্ধ্রের উপস্থিতি যে চারিত্রিক বৈশিষ্ঠ দেখায় , তা

(A) হাইড্রোফাইট
(B) জেরোফাইট
(C) হ্যালো ফাইট
(D) মোসোফাইট

Correct Answer
(B) জেরোফাইট
47. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল

(A) তৃতীয় পরিকল্পনা
(B) চতুর্থ পরিকল্পনা
(C) পঞ্চম পরিকল্পনা
(D) ষষ্ঠ পরিকল্পনা

Correct Answer
(C) পঞ্চম পরিকল্পনা
48. ভারত-ইতিহাসের কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির (যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ

(A) মৌর্য যুগ
(B) গুপ্ত যুগ
(C) পাল যুগ
(D) দিল্লি সুলতানি

Correct Answer
(B) গুপ্ত যুগ
49. সুলতানি আমলে ইকতা বলতে বুঝাত

(A) এক প্রকার অভিবাদন
(B) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী
(C) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) এক প্রকার অভিবাদন
50. নীচের উল্লিখিত কোম্পানিগুলির মধ্যে কোনটি সম্প্রতি সঞ্চিত ইউরেনিয়াম আহরণের জন্য ভারতীয় কর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে

(A) ও এন জি সি
(B) গেইল
(C) রিলায়েন্স পেট্রোলিয়াম
(D) এসার অয়েল

Correct Answer
(A) ও এন জি সি
51. আয়নার প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ?

(A) সুক্রোজ
(B) ফ্রুকটোজ
(C) সেলুলোজ
(D) গ্লুকোজ

Correct Answer
(D) গ্লুকোজ
52. মূল্যযুক্ত কর আরোপিত হয় কোনও দ্রব্যের

(A) সর্বশেষ ভোক্তার উপর
(B) উৎপাদনের সর্বশেষ স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর
(C) উৎপাদনের প্রতিটি স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর
(D) উৎপাদকের উৎপাদন ব্যয়ের অঙ্কে সর্বমোট যে মূল্য যুক্ত হয় তার উপর

Correct Answer
(C) উৎপাদনের প্রতিটি স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর
53. কোন ধাতুর আয়ন সালোক-সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে ?

(A) সোডিয়াম
(B) পটাসিয়াম
(C) কোবাল্ট
(D) লৌহা

Correct Answer
(C) কোবাল্ট
54. 1, 2, 6, 15, 31............. এই সংখ্যা সারিটির পরবর্তী সংখ্যাটি

(A) 47
(B) 50
(C) 56
(D) 63

Correct Answer
(C) 56
55. একটি ক্লাসের 27 জন ছাত্রছাত্রীর মধ্যে 69টি বিস্কুট এমনভাবে ভাগ করে দেওয়া হল যেন প্রত্যেক ছাত্র 2টি এবং প্রত্যেক ছাত্রী 3টি বিস্কুট পায় । ঐ ক্লাসে ছাত্রীর সংখ্যা

(A) 23
(B) 19
(C) 15
(D) 12

Correct Answer
(C) 15
56. মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউব ওয়েল কাজ করবে না তা হল

(A) 20 ফুট
(B) 25 ফুট
(C) 28 ফুট
(D) 38 ফুট

Correct Answer
(D) 38 ফুট
57. 'DNA পর্যায়ক্রম' প্রক্রিয়া আবিষ্কার করেন

(A) এইচ. জি. খোরানা
(B) ওয়াটসন এবং ক্রিক
(C) ফ্রেডরিক সেঞ্জার
(D) এ.ম.সাউদার্ন

Correct Answer
(B) ওয়াটসন এবং ক্রিক
58. 2001 সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গে জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায়

(A) কলকাতায়
(B) পুরুলিয়ায়
(C) হুগলিতে
(D) উত্তর দিনাজপুরে

Correct Answer
(A) কলকাতায়
59. ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে

(A) বিবর্তন সম্পর্ক
(B) ফেনাটিক সম্পর্ক
(C) জিনাগত সম্পর্ক
(D) ট্যাক্সনমিজনিত সম্পর্ক

Correct Answer
(A) বিবর্তন সম্পর্ক
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2010p3]