WBCS 2010 Previous Year Question Paper - Page 04

60. তথ্য অবগত হওয়ার অধিকার সংক্রান্ত আইনটি নিম্নোক্ত কোন রাজ্যটি ছাড়া বাকি সর্বত্র প্রযোজ্য

(A) জম্মু ও কাশ্মির
(B) মিজোরাম
(C) মণিপুর
(D) নাগাল্যান্ড

Correct Answer
(A) জম্মু ও কাশ্মির
61. পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় নিম্নোক্ত অঞ্চলে

(A) মেদনিপুর অঞ্চলে
(B) ঝাড়গ্রাম অঞ্চলে
(C) নন্দীগ্রাম অঞ্চলে
(D) হলদিয়ায়

Correct Answer
(C) নন্দীগ্রাম অঞ্চলে
62. নীচের উক্তিগুলি বিবেচনা করুন :

1. নিউটনের প্রথম গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
2. নিউটনের দ্বিতীয় গতিসুত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়
3. বাড়িতে বৈদুতিক সরঞ্জামগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থেকে
4. টেলিভিসনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি নল

(A) কেবল 1 সঠিক
(B) কেবল 2 সঠিক
(C) কেবল 2 এবং 4 সঠিক
(D) কেবল 1 এবং 4 সঠিক

Correct Answer
(D) কেবল 1 এবং 4 সঠিক
63. নিচে উল্লিখিত করগুলির কোনটি পরোক্ষ কর , যেটি কেন্দ্রিয় সরকার ধার্য করে ?

(A) পরিষেবা কর
(B) কোম্পানি আয়কর
(C) বৃত্তি কর
(D) কৃষি আয়কর

Correct Answer
(A) পরিষেবা কর
64. কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?

(A) 1807 খ্রীঃ
(B) 1809 খ্রীঃ
(C) 1811 খ্রীঃ
(D) 1813 খ্রীঃ

Correct Answer
(B) 1809 খ্রীঃ
65. ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কী ছিল ?

(A) বসবাসের জন্য সুরম্য অট্টালিকা
(B) সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ
(C) ভোজনালয়
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ
66. কোন বছর রেগুলেশন XVII বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়েছিল ?

(A) 1829 খ্রীঃ
(B) 1830 খ্রীঃ
(C) 1835 খ্রীঃ
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) 1829 খ্রীঃ
67. হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত ?

(A) চীন
(B) ইরান
(C) রাশিয়া
(D) সুমের

Correct Answer
(D) সুমের
68. আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল

(A) 1868 খ্রীঃ
(B) 1875 খ্রীঃ
(C) 1883 খ্রীঃ
(D) 1906 খ্রীঃ

Correct Answer
(B) 1875 খ্রীঃ
69. ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী ( স্কুল ) হল

(A) যোগ
(B) সাংখ্য
(C) বৈশেষিক
(D) কর্মমিমাংসা

Correct Answer
(B) সাংখ্য
71. যদি গতকালের আগের দিন সোমবার হয়ে থাকে তাহলে আগামীকালের পরের তৃতীয় দিন হবে

(A) বৃহস্পতিবার
(B) শুক্রবার
(C) শনিবার
(D) রবিবার

Correct Answer
(D) রবিবার
72. টোডা উপজাতি দেখতে পাওয়া যায়

(A) ঝাড়খন্ডে
(B) ছত্তিশগড়ে
(C) উত্তরাখন্ডে
(D) নীলগিরি পর্বতে

Correct Answer
(D) নীলগিরি পর্বতে
73. ভারতে প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয় ?

(A) 65 শতাংশ
(B) 70 শতাংশ
(C) 75 শতাংশ
(D) 80 শতাংশ

Correct Answer
(C) 75 শতাংশ
74. কপিলধারা ফলসের অবস্থান

(A) সোন নদীর উপর
(B) চম্বল নদীর উপর
(C) নর্মদা নদীর উপর
(D) কৃষ্ণা নদীর উপর

Correct Answer
(C) নর্মদা নদীর উপর
76. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে

(A) থার্মোস্ট্যাট
(B) মোটর
(C) ডায়নামো
(D) রেকটিফায়ার

Correct Answer
(B) মোটর
77. 1992 সালে সংবিধানের 73 তম সংশোধনীটি

1. গ্রাম ও অন্যান স্তরে পঞ্চায়েত গঠনের বিষয়টিকে সাংবিধানিক বৈধতা দিয়েছে ।
2. সংবিধানে শহরের স্বায়ত্তশাসিত সংস্থাগুলি সম্পর্কে একটি নুতন অংশ সংযোজিত করেছে ।
3. নির্দিষ্ট করেছে যে রাজ্য নির্বাচনী কমিশনের তত্ত্ববধানে অনুষ্ঠিত নির্বাচনে সব পঞ্চায়েত সদস্যরা পাঁচ বছর মেয়াদে নির্বাচিত হবেন ।
উপরের বিবৃতি গুলির মধ্যে কোনটি / কোনগুলি সঠিক ?

(A) 1এবং 2
(B) 1 এবং 3
(C) শুধুমাত্র 1
(D) শুধুমাত্র 2

Correct Answer
(B) 1 এবং 3
78. সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্রঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থাটি কী ?

(A) আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক
(B) গ্রামীণ ব্যাঙ্ক
(C) ভারতীয় স্টেট ব্যাঙ্ক
(D) কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাঙ্ক

Correct Answer
(D) কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাঙ্ক
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2010p4]