WBCS 2011 Previous Year Question Paper - Page 11

179. ত্রিভূজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে । এর মধ্যে কোন ত্রিভূজটি স্থূলকোণী ?

A. (12, 5,13) cm
B. (6, 7, 5)cm
C. (7, 3, 5)cm
D. (8, 8, 8)cm ।

Correct Answer
C. (7, 3, 5)cm
180. দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?

A. ইলতুৎমিস
B. আলাউদ্দিন খিলজি
C. মহম্মদ বিন তুঘলক
D. ফিরোজ শাহ তুঘলক ।

Correct Answer
D. ফিরোজ শাহ তুঘলক ।
181. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্মতালিকাভুক্ত ?

A. কৃষি
B. শ্রমিককল্যাণ
C. জনস্বাস্থ্য
D. বিমান ব্যবস্থা ।

Correct Answer
B. শ্রমিককল্যাণ
183. 'অধীনতামূলক মিত্রতা' নীতি কে প্রবর্তন করেছিলেন ?

A. ডালহৌসি
B. ক্যানিং
C. ওয়েলেসলি
D. ওয়ারেন হেস্টিংস ।

Correct Answer
C. ওয়েলেসলি
184. 'সার্ভেন্টস অফ ইন্ডিয়া' সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন—

A. এম.এন. যোশী
B. এইচ. এন. কুঞ্জুর
C. বি.জি. তিলক
D. ভি.ডি. সাভারকর ।

Correct Answer
D. ভি.ডি. সাভারকর ।
185. নিম্নোক্ত টিমগুলির মধ্যে 58তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কে জেতে ?

A. কর্ণাটক
B. পশ্চিমবঙ্গ
C. তামিলনাড়ু
D. কেরালা ।

Correct Answer
C. তামিলনাড়ু
186. লক্ষ্মণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন ?

A. মহম্মদ ঘোরি
B. বখতিয়ার খিলজি
C. কুতুবুদ্দিন আইবক
D. ইলতুৎমিস ।

Correct Answer
B. বখতিয়ার খিলজি
187. ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন ?

A. রাজা রামমোহন
B. এল.ভি. ডিরোজিও
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. ডেভিড হেয়ার ।

Correct Answer
B. এল.ভি. ডিরোজিও
188. সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন ?

A. এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয় নি
B. ভারতীয়রা 1919 খ্রিস্টাব্দের আইনের কার্যকারিতা সম্বন্ধে সমালোচনা চাইত না,
C. এই কমিশন প্রদেশগুলিতে দ্বৈত্য শাসন ব্যবস্থা বিলোপের সুপারিশ করেছিল
D. উপরের কোনটিই সত্য নয় ।

Correct Answer
A. এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয় নি
189. সমান আকারের 27টি ঘনককে এমনভাবে সাজানো হল যে তারা একটি বড়ো আকারের ঘনক তৈরি হবে । এ অবস্থায় কয়টি ছোটো ঘনককে বাইরে থেকে একেবারেই দেখা যাবে না ?

A. 3
B. 4
C. 2
D. 1

Correct Answer
D. 1
190. উদ্ভিদ কোশের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হল—

A. সেলুলোজ
B. সুক্লোজ
C. স্টার্চ
D. লিগনিন ।

Correct Answer
C. স্টার্চ
191. Mr. X -এর চার সন্তান । বর্তমান তাঁর বয়স চার সন্তানের বয়সের যোগফলের সমান । 20 বছর পরে তাঁর বয়স হবে সন্তানদের বয়সের সমষ্টির অর্ধেক । Mr. X -এর বর্তমান বয়স কত ?

A. 40 বছর
B. 56 বছর
C. 66 বছর
D. 70 বছর ।

Correct Answer
A. 40 বছর
192. দেওয়া আছে 4 c 3 d 8 a 10 b 5 = 18, যেখানে a, b, c, d হল যোগ, বিয়োগ, গুণ অথবা ভাগ প্রক্রিয়া নির্দেশক (এই ক্রমে নাওথাকতে পারে ) । তবে 3 c 4 a 2 d 6 b 3 -এর মান হবে—

A. 3
B. 9
C. 10
D. 12

Correct Answer
D. 12
193. 'জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড' অনুষ্ঠিত হয়েছিল এই বত্সরে—

A. 1914
B. 1916
C. 1919
D. 1929 ।

Correct Answer
C. 1919
194. এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হল । কত টাকায় সেটি বিক্রি করলে তার 10% লাভ হত ?

A. Rs. 660
B. Rs. 650
C. Rs. 600
D. উপরের কোনটিই নয় ।

Correct Answer
A. Rs. 660
195. যদি 15টি আপেল ও 20টি লেবুর মোট দাম 20টি আপেল ও 15টি লেবুর মোট দামের সমান হয় তবে নীচের কোন সিদ্ধান্তটি সঠিক ?

A. লেবু ও আপেলের দাম সমান
B. লেবুর দাম বেশি
C. আপেলের দাম বেশি
D. এরূপ কোনো সিদ্ধান্তই সঠিক নয় ।

Correct Answer
A. লেবু ও আপেলের দাম সমান
196. নীচের সংখ্যাশ্রেণিটির পরবর্তী সংখ্যাটি হল ?

30, 42, 56, 72 .....

A. 84
B. 88
C. 90
D. 92 ।

Correct Answer
C. 90
197. কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দুরত্ব

A. দক্ষিণ মেরুর সাপেক্ষে
B. উত্তর মেরুর সাপেক্ষে
C. নিরক্ষরেখার সাপেক্ষে
D. পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে ।

Correct Answer
C. নিরক্ষরেখার সাপেক্ষে
198. P, Q, R, S চারটি ধনাত্মক সংখ্যা । এই সংখ্যাগুলি নীচের সম্পর্কগুলি পূরণ করে । P+Q > R+S, Q > S, P+R = Q, P+S = Q+R তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যাটি হল—

A. P, Q
B. R, Q
C. P, S
D. S, P ।

Correct Answer
B. R, Q
199. কোনো বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধি পেলে বৃত্তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে

A. 100%
B. 200%
C. 300%
D. 400% ।

Correct Answer
C. 300%
200. একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্র কী ?

A. 8 শতাংশ
B. 8.5 শতাংশ
C. 9 শতাংশ
D. 8.1 শতাংশ ।

Correct Answer
A. 8 শতাংশ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p11]