162. দুটি তথ্য দেওয়া আছে—
(i) মানবজাতি বায়ুমণ্ডল ছাড়া জীবনধারণ করতে পারে না
(ii) চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই
এর উপর ভিত্তি করে নেওয়া কোন সিদ্ধান্তটি সঠিক ?
A. কিছু মানুষ চাঁদে বাস করতে পারবে না
B. চাঁদে কোনরূপ জীবনের সম্ভাবনা নেই
C. কোনো মানুষ চাঁদে বাস করতে পারবে না
D. সব কটি সঠিক ।
C. কোনো মানুষ চাঁদে বাস করতে পারবে না
(i) মানবজাতি বায়ুমণ্ডল ছাড়া জীবনধারণ করতে পারে না
(ii) চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই
এর উপর ভিত্তি করে নেওয়া কোন সিদ্ধান্তটি সঠিক ?
A. কিছু মানুষ চাঁদে বাস করতে পারবে না
B. চাঁদে কোনরূপ জীবনের সম্ভাবনা নেই
C. কোনো মানুষ চাঁদে বাস করতে পারবে না
D. সব কটি সঠিক ।
Correct Answer
163. উদারনীতির অর্থ —
(1) শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ
(2) ক্ষুদ্রশিল্পের সারণী থেকে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা
(3) MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া ।
A. 1,2 এবং 3
B. 1 এবং 2
C. 1 এবং 3
D. 2 এবং 3 ।
C. 1 এবং 3
(1) শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ
(2) ক্ষুদ্রশিল্পের সারণী থেকে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা
(3) MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া ।
A. 1,2 এবং 3
B. 1 এবং 2
C. 1 এবং 3
D. 2 এবং 3 ।
Correct Answer
164. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল ?
A. নাগাল্যান্ড
B. মণিপুর
C. অসম
D. অরুণাচল প্রদেশ ।
D. অরুণাচল প্রদেশ ।
A. নাগাল্যান্ড
B. মণিপুর
C. অসম
D. অরুণাচল প্রদেশ ।
Correct Answer
165. ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি —
A. ব্রাহ্মসমাজ
B. আর্যসমাজ
C. বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি [ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-1852 ]
D. উপরের কোনটিইনয় ।
C. বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি [ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-1852 ]
A. ব্রাহ্মসমাজ
B. আর্যসমাজ
C. বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি [ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-1852 ]
D. উপরের কোনটিইনয় ।
Correct Answer
166. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ?
A. হিমালয়
B. ভারতমহাসাগর
C. আন্টার্কটিকা
D. আরবসাগর ।
C. আন্টার্কটিকা
A. হিমালয়
B. ভারতমহাসাগর
C. আন্টার্কটিকা
D. আরবসাগর ।
Correct Answer
167. রাম তার বাবার বিবাহের 4 বছর পরে জন্মগ্রহণ করেছিল । তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট এবং রামের থেকে 25 বছরের বড়ো । রামের বর্তমান বয়স 16 বছর হলে তার বাবার কত বয়সে বিয়ে হয়েছিল ?
A. 25
B. 27
C. 29
D. 31 ।
B. 27
A. 25
B. 27
C. 29
D. 31 ।
Correct Answer
168. আয়নায় সৃষ্ট প্রতিবিম্বে কোনো ঘড়ি 12 : 40 সময় দেখাচ্ছে । আসল সময়টি হল—
A. 8 : 50
B. 10 : 10
C. 11 : 20
D. 12 : 40 ।
C. 11 : 20
A. 8 : 50
B. 10 : 10
C. 11 : 20
D. 12 : 40 ।
Correct Answer
169. 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান কে দিয়েছিল ?
A. সুভাষ চন্দ্র বসু
B. ভগৎ সিং
C. স্যার মহম্মদ ইকবাল
D. লালা লাজপৎ রায় ।
B. ভগৎ সিং
A. সুভাষ চন্দ্র বসু
B. ভগৎ সিং
C. স্যার মহম্মদ ইকবাল
D. লালা লাজপৎ রায় ।
Correct Answer
170. যে উদ্ভিদে কান্ডের অন্তর্গঠন দেখা যায় তার — হয় ।
A. C3 আবর্ত
B. C4 আবর্ত
C. C2 আবর্ত
D. C3 এবং C4 আবর্ত ।
B. C4 আবর্ত
A. C3 আবর্ত
B. C4 আবর্ত
C. C2 আবর্ত
D. C3 এবং C4 আবর্ত ।
Correct Answer
171. 'ন্যাশনাল ফান্ড' তলার জন্য ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল —
A. 1883
B. 1884
C. 1885
D. 1905 ।
C. 1885
A. 1883
B. 1884
C. 1885
D. 1905 ।
Correct Answer
172. কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হল—
A. পরিকল্পনা কমিশন
B. অর্থ কমিশন
C. জাতীয় উন্নয়ন পরিষদ
D. সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি ।
B. অর্থ কমিশন
A. পরিকল্পনা কমিশন
B. অর্থ কমিশন
C. জাতীয় উন্নয়ন পরিষদ
D. সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি ।
Correct Answer
173. 'গদরপার্টি' কোথায় গঠিত হয়েছিল ?
A. নিউইয়র্ক
B. টোকিও
C. সানফ্রান্সিসকো
D. লাহোর ।
C. সানফ্রান্সিসকো
A. নিউইয়র্ক
B. টোকিও
C. সানফ্রান্সিসকো
D. লাহোর ।
Correct Answer
174. ইস্ট ইন্ডিয়া কোম্পানী কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ?
A. জাহাঙ্গীর
B. শাজাহান
C. ঔরঙ্গজেব
D. প্রথম বাহাদুর শাহ ।
A. জাহাঙ্গীর
A. জাহাঙ্গীর
B. শাজাহান
C. ঔরঙ্গজেব
D. প্রথম বাহাদুর শাহ ।
Correct Answer
175. আবহমন্ডলে অবস্থিত কোন দূষিত পদার্থের জন্য সালোকসংশ্লেষের হিল বিক্রিয়া বন্ধ হয়ে যায় ?
A. পার অ্যাসিটাইল নাইট্রেট
B. নাইট্রোজেন মনোক্সাইড
C. আল্ট্রা ভায়োলেট রশ্মি
D. হাইড্রোকার্বন ।
A. পার অ্যাসিটাইল নাইট্রেট
A. পার অ্যাসিটাইল নাইট্রেট
B. নাইট্রোজেন মনোক্সাইড
C. আল্ট্রা ভায়োলেট রশ্মি
D. হাইড্রোকার্বন ।
Correct Answer
176. নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটিতে 1980 -র দশক থেকে উচ্চ উন্নয়নের হার লক্ষিত হয়েছে ?
A. মূলধনী দ্রব্যের শিল্প
B. মধ্যবর্তী দ্রব্যের শিল্প
C. স্থায়ী ভোগ্যদ্রব্যের শিল্প
D. অস্থায়ী ভোগ্যদ্রব্যের শিল্প ।
A. মূলধনী দ্রব্যের শিল্প
A. মূলধনী দ্রব্যের শিল্প
B. মধ্যবর্তী দ্রব্যের শিল্প
C. স্থায়ী ভোগ্যদ্রব্যের শিল্প
D. অস্থায়ী ভোগ্যদ্রব্যের শিল্প ।
Correct Answer
177. কোনো পরীক্ষায় 40% ছাত্র ইংরেজিতে, 30% অঙ্কে এবং 15% উভয় বিষয়েই অকৃতকার্য হয়েছে । তবে সফল ছাত্রের হার হল—
A. 50%
B. 30%
C. 65%
D. 45% ।
D. 45% ।
A. 50%
B. 30%
C. 65%
D. 45% ।
Correct Answer
178. 2টি লেবু, 3টি কলা ও 4টি আপেলের মোট দাম Rs. 15-00 এবং 3টি লেবু, 2টি কলা ও 1টি আপেলের মোট দাম Rs. 10.00, তবে 3টি লেবু, 3টি কলা ও 3টি আপেলের মোট দাম হবে—
A. Rs. 12.00
B. Rs. 16.00
C. Rs.20.00
D. Rs. 15.00 ।
D. Rs. 15.00 ।
A. Rs. 12.00
B. Rs. 16.00
C. Rs.20.00
D. Rs. 15.00 ।
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p10]