WBCS 2011 Previous Year Question Paper - Page 09

145. বাংলায় 'নীল বিদ্রোহ' ঘটেছিল এই বছর—

A. 1859
B. 1860
C. 1863
D. 1869 ।

Correct Answer
A. 1859
146. পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম ?

A. মালদা
B. পুরুলিয়া
C. মুর্শিদাবাদ
D. বীরভূম ।

Correct Answer
B. পুরুলিয়া
147. ঘড়িতে 9-30 সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কত কোণ হবে ?

A. 75°
B. 80°
C. 90°
D. 105° ।

Correct Answer
D. 105° ।
148. কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ?

A. 1854
B. 1857
C. 1860
D. 1874 ।

Correct Answer
B. 1857
149. ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উত্স হল—

A. কূপ ও নলকূপ
B. খাল
C. জলাশয়
D. সাগর ও মহাসাগর ।

Correct Answer
A. কূপ ও নলকূপ
150. নিম্নে উল্লিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটির উত্পাদন ক্ষমতা (মেগাওয়াট) সবচেয়ে বেশি ?

A. শবরীগিরি (কেরালা)
B. কয়না (মহারাষ্ট্র)
C. ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব)
D. কুনডা (তামিলনাড়ু) ।

Correct Answer
C. ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব)
151. মুর্শিদকুলি খান ঢাকা থেক তাঁর রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন ?

A. মুঙ্গের
B. মুর্শিদাবাদ
C. গৌড়
D. পান্ডুয়া ।

Correct Answer
B. মুর্শিদাবাদ
152. 1857 -এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন ?

A. ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ
B. নানাসাহেব
C. বাহাদুর শাহ জাফর
D. উপরোক্ত কেউই নন ।

Correct Answer
C. বাহাদুর শাহ জাফর
153. দুটি ট্রেন, প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় 10 সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে । ট্রেন দুটির গতি হল—

A. 18 কিমি /ঘন্টা
B. 36 কিমি /ঘন্টা
C. 20 কিমি /ঘন্টা
D. 72 কিমি /ঘন্টা ।

Correct Answer
B. 36 কিমি /ঘন্টা
154. সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয়—

A. নীল আলোয়
B. কমলা আলোয়
C. সবুজ আলোয়
D. লাল আলোয় ।

Correct Answer
C. সবুজ আলোয়
155. আন্তর্জাতিক নারী দিবস বছরের কোন দিন পালিত হয় ?

A. 15 মার্চ
B. 22 মার্চ
C. 18 মার্চ
D. 8 মার্চ ।

Correct Answer
D. 8 মার্চ ।
156. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল এই নামে পরিচিত—

A. তরাই ও ডুয়ার্স
B. বারেন্দ্রভূমি
C. দিয়ারা
D. বাগরী ।

Correct Answer
A. তরাই ও ডুয়ার্স
157. নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্বাপেক্ষা উন্নত ?

A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. পাঞ্জাব
D. তামিলনাড়ু ।

Correct Answer
A. মহারাষ্ট্র
158. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—

A. লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা
B. লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
C. কেবলমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
D. কেবলমাত্র রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা ।

Correct Answer
A. লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা
159. 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4, 9 অথবা 12 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে । সংখ্যাটি হল —

A. 77
B. 98
C. 147
D. 210 ।

Correct Answer
C. 147
160. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

A. পাল
B. পল্লব
C. প্রতিহার
D. চালুক্য ।

Correct Answer
A. পাল
161. বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল ?

A. 1942
B. 1944
C. 1945
D. 1946 ।

Correct Answer
D. 1946 ।
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p9]