WBCS 2011 Previous Year Question Paper - Page 08

128. যদি ÷ চিহ্নটি গুণ, x চিহ্নটি যোগ, + চিহ্নটি বিয়োগ এবং - চিহ্নটি ভাগ করা নির্দেশ করে, তবে 16 x 3 + 5 - 2 ÷ 4 এই রাশিমালাটির মান হবে —

A. 19
B. 10
C. 9
D. 15 ।

Correct Answer
C. 9
129. কে বলেছিলেন "কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে" ?

A. জে.এল. নেহরু
B. এম.কে. গান্ধি
C. বল্লভভাই প্যাটেল
D. ড. রাজেন্দ্রপ্রসাদ ।

Correct Answer
B. এম.কে. গান্ধি
130. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়—

A. টোপোগ্রাফিকাল মানচিত্র
B. স্যাটেলাইট ইমেজারী
C. জি. আই. এস.
D. অক্সফোর্ড অ্যাটলাস ।

Correct Answer
A. টোপোগ্রাফিকাল মানচিত্র
131. ধনাত্মক পূর্ণসংখ্যা n -এর জন্য n! -এর মান 75 দ্বারা বিভাজ্য হলে n -এর সর্বনিম্ন মান হবে—

A. 5
B. 7
C. 10
D. 75 ।

Correct Answer
C. 10
132. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিজ খান ভারত আক্রমণ করেছিলেন ?

A. ইলতুৎমিস
B. আলাউদ্দিন খিলজি
C. গিয়াসউদ্দিন বলবন
D. মহম্মদ বিন তুঘলক ।

Correct Answer
A. ইলতুৎমিস
133. ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে ?

A. 1880
B. 1883
C. 1885
D. উপরের কোনোটিই নয় ।

Correct Answer
B. 1883
134. সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি হল—

A. প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক
B. আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্ক
C. শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে সম্পর্ক
D. কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক ।

Correct Answer
D. কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক ।
135. দক্ষিণ-পূর্ব দিককে উত্তর দিকে এবং উত্তর-পূর্ব দিককে পশ্চিম দিকে ধরা হলে পূর্ব দিক নতুন পদ্ধতিতে কোন দিক নির্দেশ করবে ?

A. উত্তর-পূর্ব
B. দক্ষিণ
C. উত্তর-পশ্চিম
D. দক্ষিণ-পূর্ব ।

Correct Answer
C. উত্তর-পশ্চিম
136. 'আইলা' নামে ঘূর্ণি ঝড় দক্ষিণ বঙ্গে কোন সময় হয়েছিল ?

A. 2009 মে মাস
B. 2008 মে মাস
C. 2007 জুন মাস
D. 2007 জুলাই মাস ।

Correct Answer
A. 2009 মে মাস
137. ভারতে কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে বলা হয়—

A. শহর
B. নগর
C. মহানগর
D. পৌর মহাপুঞ্জ ।

Correct Answer
B. নগর
138. পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর

A. লোহা ও তামা
B. তামা ও টিন
C. তামা ও অ্যালুমিনিয়াম
D. তামা ও দস্তা ।

Correct Answer
D. তামা ও দস্তা ।
139. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?

A. আকবর
B. মহম্মদ বিন তুঘলক
C. ইলতুৎমিস
D. আলাউদ্দিন খিলজি ।

Correct Answer
D. আলাউদ্দিন খিলজি ।
140. ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—

A. হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
B. জলবিদ্যুৎ উত্পাদনের জন্য
C. চাষের জমিতে জল সরবরাহের জন্য
D. উপরের কোনটিই নয় ।

Correct Answer
A. হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
141. অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়—

A. প্রত্যেক দুই বছর অন্তর
B. প্রত্যেক তিন বছর অন্তর
C. প্রত্যেক পাঁচ বছর অন্তর
D. প্রত্যেক চার বছর অন্তর ।

Correct Answer
C. প্রত্যেক পাঁচ বছর অন্তর
142. নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয় করতে পারেন নি ?

A. কাশ্মির
B. বাংলা
C. বিহার
D. আসাম ।

Correct Answer
D. আসাম ।
143. কোন অঞ্চল দখলের জন্য বাহমানী রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়েছিল ?

A. মাদুরাই
B. বরঙ্গল
C. মালাবার
D. রায়চুর দোয়াব ।

Correct Answer
D. রায়চুর দোয়াব ।
144. দিল্লিতে কুতুবমিনার কে নির্মাণ করেন ?

A. কুতুবউদ্দিন আইবক
B. ইলতুৎমিস
C. বলবন
D. আলাউদ্দিন খিলজি ।

Correct Answer
A. কুতুবউদ্দিন আইবক
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p8]