111. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
A. হুশেন শাহ
B. গিয়াসউদ্দিন মামুদ শাহ
C. নসরৎ শাহ
D. ইলিয়াস শাহ ।
B. গিয়াসউদ্দিন মামুদ শাহ
A. হুশেন শাহ
B. গিয়াসউদ্দিন মামুদ শাহ
C. নসরৎ শাহ
D. ইলিয়াস শাহ ।
Correct Answer
112. দিল্লির কোন সুলতান ক্রীতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?
A. ইলতুৎমিস
B. বলবন
C. মহম্মদ বিন তুঘলক
D. ফিরোজ শাহ তুঘলক ।
D. ফিরোজ শাহ তুঘলক ।
A. ইলতুৎমিস
B. বলবন
C. মহম্মদ বিন তুঘলক
D. ফিরোজ শাহ তুঘলক ।
Correct Answer
113. নীচের বর্ণমালার শ্রেণিটিতে শূণ্যস্থানে কোন বর্ণটি বসবে ?
G, H, J, M, — V
A. Q
B. T
C. O
D. R ।
A. Q
G, H, J, M, — V
A. Q
B. T
C. O
D. R ।
Correct Answer
114. পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —
A. সার কারখানা
B. লৌহ ও ইস্পাত শিল্প
C. লোকোমোটিভ কারখানা
D. সিমেন্ট কারখানা ।
C. লোকোমোটিভ কারখানা
A. সার কারখানা
B. লৌহ ও ইস্পাত শিল্প
C. লোকোমোটিভ কারখানা
D. সিমেন্ট কারখানা ।
Correct Answer
115. নীচের সংখ্যা শ্রেণিতে বিষম সংখ্যা কোনটি ?
25, 49, 81, 121, 169
A. 25
B. 81
C. 121
D. 169 ।
B. 81
25, 49, 81, 121, 169
A. 25
B. 81
C. 121
D. 169 ।
Correct Answer
116. 'ডানকান প্রণালী' নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
A. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
B. দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
C. ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
D. আমিনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ ।
B. দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
A. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
B. দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
C. ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
D. আমিনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ ।
Correct Answer
117. কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে 'ভারতের রূঢ়' বলা হয় ?
A. ভিলাই
B. দুর্গাপুর
C. রাউরকেল্লা
D. জামশেদপুর ।
B. দুর্গাপুর
A. ভিলাই
B. দুর্গাপুর
C. রাউরকেল্লা
D. জামশেদপুর ।
Correct Answer
118. খালি চোখে দেখা যায় এরকম কোশের সাইজ হল—
A. এক মাইক্রন
B. 10 মাইক্রন
C. 100 মাইক্রন
D. 1000 মাইক্রন ।
C. 100 মাইক্রন
A. এক মাইক্রন
B. 10 মাইক্রন
C. 100 মাইক্রন
D. 1000 মাইক্রন ।
Correct Answer
119. 'শাল' হচ্ছে এক ধরনের —
A. সরলবর্গীয় বৃক্ষ
B. চির সবুজ বৃক্ষ
C. ম্যানগ্রোভ
D. পর্ণমোচী বৃক্ষ ।
D. পর্ণমোচী বৃক্ষ ।
A. সরলবর্গীয় বৃক্ষ
B. চির সবুজ বৃক্ষ
C. ম্যানগ্রোভ
D. পর্ণমোচী বৃক্ষ ।
Correct Answer
120. ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
A. ভারুত
B. সাঁচি
C. বুদ্ধগয়া
D. সারনাথ ।
B. সাঁচি
A. ভারুত
B. সাঁচি
C. বুদ্ধগয়া
D. সারনাথ ।
Correct Answer
121. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উত্পন্ন উত্সেচক হল—
A. ইনসুলিন
B. টায়ালিন
C. পেপসিন
D. ট্রিপসিন ।
C. পেপসিন
A. ইনসুলিন
B. টায়ালিন
C. পেপসিন
D. ট্রিপসিন ।
Correct Answer
122. পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন—
A. পার্লামেন্ট
B. রাষ্ট্রপতি
C. পরিকল্পনা কমিশন
D. জাতীয় উন্নয়ন পরিষদ ।
D. জাতীয় উন্নয়ন পরিষদ ।
A. পার্লামেন্ট
B. রাষ্ট্রপতি
C. পরিকল্পনা কমিশন
D. জাতীয় উন্নয়ন পরিষদ ।
Correct Answer
123. নীচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল ?
A. ক্লোরেল্লা
B. টেরেন্টিপোহলিয়া
C. স্পাইরুলিনা
D. সারগাসাম ।
B. টেরেন্টিপোহলিয়া
A. ক্লোরেল্লা
B. টেরেন্টিপোহলিয়া
C. স্পাইরুলিনা
D. সারগাসাম ।
Correct Answer
124. 'অস্ট্রেলিয়ান ওপেন' 2010 প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলস -এ কে জেতেন ?
A. কারা ব্লাক — জিম্বাবোয়ে
B. সেরিনা উইলিয়ামস — মার্কিন যুক্তরাষ্ট্র
C. জাস্টিন হেনিন — বেলজিয়াম
D. লরা রবসন — যুক্তরাজ্য ।
B. সেরিনা উইলিয়ামস — মার্কিন যুক্তরাষ্ট্র
A. কারা ব্লাক — জিম্বাবোয়ে
B. সেরিনা উইলিয়ামস — মার্কিন যুক্তরাষ্ট্র
C. জাস্টিন হেনিন — বেলজিয়াম
D. লরা রবসন — যুক্তরাজ্য ।
Correct Answer
125. নিম্নোক্ত যৌগ উত্পাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজন ক্ষয়িত হচ্ছে :
A. নাইট্রোজেন ডাই অক্সাইড
B. সালফার ডাই অক্সাইড
C. ফ্রিয়ন
D. ক্লোরিন নাইট্রেট ।
C. ফ্রিয়ন
A. নাইট্রোজেন ডাই অক্সাইড
B. সালফার ডাই অক্সাইড
C. ফ্রিয়ন
D. ক্লোরিন নাইট্রেট ।
Correct Answer
126. গান্ধিজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
A. বরদৌলি
B. ডান্ডি
C. চৌরিচৌরা
D. চম্পারণ ।
D. চম্পারণ ।
A. বরদৌলি
B. ডান্ডি
C. চৌরিচৌরা
D. চম্পারণ ।
Correct Answer
127. লোকসভার স্পিকার—
A. দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন,
B. লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন
C. কোনো ভোট দিতে পারেন না
D. দুটি ভোট দিতে পারেন— একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভর সমান হলে ।
A. দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন,
A. দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন,
B. লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন
C. কোনো ভোট দিতে পারেন না
D. দুটি ভোট দিতে পারেন— একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভর সমান হলে ।
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p7]