WBCS 2011 Previous Year Question Paper - Page 07

111. বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?

A. হুশেন শাহ
B. গিয়াসউদ্দিন মামুদ শাহ
C. নসরৎ শাহ
D. ইলিয়াস শাহ ।

Correct Answer
B. গিয়াসউদ্দিন মামুদ শাহ
112. দিল্লির কোন সুলতান ক্রীতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?

A. ইলতুৎমিস
B. বলবন
C. মহম্মদ বিন তুঘলক
D. ফিরোজ শাহ তুঘলক ।

Correct Answer
D. ফিরোজ শাহ তুঘলক ।
113. নীচের বর্ণমালার শ্রেণিটিতে শূণ্যস্থানে কোন বর্ণটি বসবে ?

G, H, J, M, — V

A. Q
B. T
C. O
D. R ।

Correct Answer
A. Q
114. পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে —

A. সার কারখানা
B. লৌহ ও ইস্পাত শিল্প
C. লোকোমোটিভ কারখানা
D. সিমেন্ট কারখানা ।

Correct Answer
C. লোকোমোটিভ কারখানা
115. নীচের সংখ্যা শ্রেণিতে বিষম সংখ্যা কোনটি ?

25, 49, 81, 121, 169

A. 25
B. 81
C. 121
D. 169 ।

Correct Answer
B. 81
116. 'ডানকান প্রণালী' নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?

A. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
B. দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
C. ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
D. আমিনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ ।

Correct Answer
B. দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
117. কোন লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্রকে 'ভারতের রূঢ়' বলা হয় ?

A. ভিলাই
B. দুর্গাপুর
C. রাউরকেল্লা
D. জামশেদপুর ।

Correct Answer
B. দুর্গাপুর
118. খালি চোখে দেখা যায় এরকম কোশের সাইজ হল—

A. এক মাইক্রন
B. 10 মাইক্রন
C. 100 মাইক্রন
D. 1000 মাইক্রন ।

Correct Answer
C. 100 মাইক্রন
119. 'শাল' হচ্ছে এক ধরনের —

A. সরলবর্গীয় বৃক্ষ
B. চির সবুজ বৃক্ষ
C. ম্যানগ্রোভ
D. পর্ণমোচী বৃক্ষ ।

Correct Answer
D. পর্ণমোচী বৃক্ষ ।
120. ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?

A. ভারুত
B. সাঁচি
C. বুদ্ধগয়া
D. সারনাথ ।

Correct Answer
B. সাঁচি
121. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উত্পন্ন উত্সেচক হল—

A. ইনসুলিন
B. টায়ালিন
C. পেপসিন
D. ট্রিপসিন ।

Correct Answer
C. পেপসিন
122. পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন—

A. পার্লামেন্ট
B. রাষ্ট্রপতি
C. পরিকল্পনা কমিশন
D. জাতীয় উন্নয়ন পরিষদ ।

Correct Answer
D. জাতীয় উন্নয়ন পরিষদ ।
123. নীচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল ?

A. ক্লোরেল্লা
B. টেরেন্টিপোহলিয়া
C. স্পাইরুলিনা
D. সারগাসাম ।

Correct Answer
B. টেরেন্টিপোহলিয়া
124. 'অস্ট্রেলিয়ান ওপেন' 2010 প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলস -এ কে জেতেন ?

A. কারা ব্লাক — জিম্বাবোয়ে
B. সেরিনা উইলিয়ামস — মার্কিন যুক্তরাষ্ট্র
C. জাস্টিন হেনিন — বেলজিয়াম
D. লরা রবসন — যুক্তরাজ্য ।

Correct Answer
B. সেরিনা উইলিয়ামস — মার্কিন যুক্তরাষ্ট্র
125. নিম্নোক্ত যৌগ উত্পাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজন ক্ষয়িত হচ্ছে :

A. নাইট্রোজেন ডাই অক্সাইড
B. সালফার ডাই অক্সাইড
C. ফ্রিয়ন
D. ক্লোরিন নাইট্রেট ।

Correct Answer
C. ফ্রিয়ন
126. গান্ধিজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?

A. বরদৌলি
B. ডান্ডি
C. চৌরিচৌরা
D. চম্পারণ ।

Correct Answer
D. চম্পারণ ।
127. লোকসভার স্পিকার—

A. দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন,
B. লোকসভার অন্য যে কোনো সদস্যের মতো ভোট দেন
C. কোনো ভোট দিতে পারেন না
D. দুটি ভোট দিতে পারেন— একটি সাধারণ অবস্থায় এবং অপরটি দুই পক্ষের ভর সমান হলে ।

Correct Answer
A. দুই বিরোধী পক্ষের ভোট সমান হলে ভোট দেন,
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p7]