WBCS 2011 Previous Year Question Paper - Page 06

94. ওয়াটসন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত ?

A. প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস
B. ভ্যাক্সিনিয়া
C. DNA -এর গঠন
D. অ্যান্টিবডি ।

Correct Answer
C. DNA -এর গঠন
95. 3 - 5% পরিমাণে যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে তা হল—

A. গন্ধক
B. চুন
C. পটাশিয়াম পারম্যাঙ্গানেট
D. ন্যাপথালিন ।

Correct Answer
A. গন্ধক
96. তহকক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?

A. আলবেরুনি
B. আল-বিলাদরি
C. সুলেমান
D. অল-মাসুদি ।

Correct Answer
A. আলবেরুনি
97. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?

A. হিমালয় পর্বত
B. সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
C. আরাবল্লী পর্বত
D. শিবালিক পর্বত ।

Correct Answer
C. আরাবল্লী পর্বত
98. নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?

A. অন্ধ্রপ্রদেশ
B. গুজরাট
C. হরিয়ানা
D. কেরালা ।

Correct Answer
A. অন্ধ্রপ্রদেশ
99. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?

A. ভারত ও পাকিস্তান
B. ভারত ও চিন
C. ভারত ও নেপাল
D. ভারত ও বাংলাদেশ ।

Correct Answer
B. ভারত ও চিন
100. স্নায়ুকোশ সৃষ্টি হয় এম্ব্রায়নিক কোন স্তর থেকে ?

A. এক্টোডার্ম
B. এন্ডোডার্ম
C. মেসোডার্ম
D. এন্ডোডার্ম ও মেসোডার্ম উভয়ই ।

Correct Answer
A. এক্টোডার্ম
101. প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে ?

A. 10
B. 20
C. 30
D. 40 ।

Correct Answer
A. 10
102. নিম্নলিখিতগুলির কোনটি ম্যাচিং দল নয় ?

A. ক্লে ফিস, কাটল ফিস ও হ্যাগ ফিস
B. স্টার ফিস, সি-আরচিন ও সি-কুকামবার
C. আরশোলা, কাঁকড়া ও মাকড়সা
D. তিমি, টিকটিকি ও ব্যাঙ ।

Correct Answer
B. স্টার ফিস, সি-আরচিন ও সি-কুকামবার
103. কে 'অমিত্রঘাত' নামে পরিচিত ছিলেন ?

A. বিম্বিসার
B. বিন্দুসার
C. অশোক
D. কালাশোক ।

Correct Answer
B. বিন্দুসার
104. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?

A. লোহিত মৃত্তিকা
B. রেগুর মৃত্তিকা
C. পলল মৃত্তিকা
D. ল্যাটেরাইট মৃত্তিকা ।

Correct Answer
B. রেগুর মৃত্তিকা
105. কোন গভর্নর-জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?

A. লর্ড ডালহৌসি
B. লর্ড কার্জন
C. লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক
D. লর্ড কর্ণওয়ালিশ ।

Correct Answer
D. লর্ড কর্ণওয়ালিশ ।
106. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে—

A. আরব সাগরীয় প্রবাহের ফলে
B. বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
C. প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা
D. পশ্চিমী ঝঞ্ঝার ফলে ।

Correct Answer
B. বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
107. 'সতীশ ধাওয়ান' মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ?

A. শ্রীহরিকোটা
B. তারাপুর
C. হায়দ্রাবাদ
D. চাঁদিপুর ।

Correct Answer
A. শ্রীহরিকোটা
108. যদি EGIK = FILO হয় তবে FHJL = ?

A. GJMP
B. GJPM
C. HGMN
D. GMJO ।

Correct Answer
A. GJMP
109. নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?

A. লেগুন
B. গিরিখাত
C. চ্যুতি
D. মিয়েন্ডার ।

Correct Answer
D. মিয়েন্ডার ।
110. 'নাসিক প্রশস্তি' (শিলালিপি) কে প্রচার করেছিলেন ?

A. গৌতমীপুত্র সাতকর্ণী
B. সমুদ্রগুপ্ত
C. হর্ষবর্ধন
D. ধর্মপাল ।

Correct Answer
A. গৌতমীপুত্র সাতকর্ণী
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p6]