94. ওয়াটসন ও ক্রিক কী আবিষ্কারের জন্য বিখ্যাত ?
A. প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস
B. ভ্যাক্সিনিয়া
C. DNA -এর গঠন
D. অ্যান্টিবডি ।
C. DNA -এর গঠন
A. প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস
B. ভ্যাক্সিনিয়া
C. DNA -এর গঠন
D. অ্যান্টিবডি ।
Correct Answer
95. 3 - 5% পরিমাণে যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশন বলে তা হল—
A. গন্ধক
B. চুন
C. পটাশিয়াম পারম্যাঙ্গানেট
D. ন্যাপথালিন ।
A. গন্ধক
A. গন্ধক
B. চুন
C. পটাশিয়াম পারম্যাঙ্গানেট
D. ন্যাপথালিন ।
Correct Answer
96. তহকক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?
A. আলবেরুনি
B. আল-বিলাদরি
C. সুলেমান
D. অল-মাসুদি ।
A. আলবেরুনি
A. আলবেরুনি
B. আল-বিলাদরি
C. সুলেমান
D. অল-মাসুদি ।
Correct Answer
97. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
A. হিমালয় পর্বত
B. সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
C. আরাবল্লী পর্বত
D. শিবালিক পর্বত ।
C. আরাবল্লী পর্বত
A. হিমালয় পর্বত
B. সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
C. আরাবল্লী পর্বত
D. শিবালিক পর্বত ।
Correct Answer
98. নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
A. অন্ধ্রপ্রদেশ
B. গুজরাট
C. হরিয়ানা
D. কেরালা ।
A. অন্ধ্রপ্রদেশ
A. অন্ধ্রপ্রদেশ
B. গুজরাট
C. হরিয়ানা
D. কেরালা ।
Correct Answer
99. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
A. ভারত ও পাকিস্তান
B. ভারত ও চিন
C. ভারত ও নেপাল
D. ভারত ও বাংলাদেশ ।
B. ভারত ও চিন
A. ভারত ও পাকিস্তান
B. ভারত ও চিন
C. ভারত ও নেপাল
D. ভারত ও বাংলাদেশ ।
Correct Answer
100. স্নায়ুকোশ সৃষ্টি হয় এম্ব্রায়নিক কোন স্তর থেকে ?
A. এক্টোডার্ম
B. এন্ডোডার্ম
C. মেসোডার্ম
D. এন্ডোডার্ম ও মেসোডার্ম উভয়ই ।
A. এক্টোডার্ম
A. এক্টোডার্ম
B. এন্ডোডার্ম
C. মেসোডার্ম
D. এন্ডোডার্ম ও মেসোডার্ম উভয়ই ।
Correct Answer
101. প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে ?
A. 10
B. 20
C. 30
D. 40 ।
A. 10
A. 10
B. 20
C. 30
D. 40 ।
Correct Answer
102. নিম্নলিখিতগুলির কোনটি ম্যাচিং দল নয় ?
A. ক্লে ফিস, কাটল ফিস ও হ্যাগ ফিস
B. স্টার ফিস, সি-আরচিন ও সি-কুকামবার
C. আরশোলা, কাঁকড়া ও মাকড়সা
D. তিমি, টিকটিকি ও ব্যাঙ ।
B. স্টার ফিস, সি-আরচিন ও সি-কুকামবার
A. ক্লে ফিস, কাটল ফিস ও হ্যাগ ফিস
B. স্টার ফিস, সি-আরচিন ও সি-কুকামবার
C. আরশোলা, কাঁকড়া ও মাকড়সা
D. তিমি, টিকটিকি ও ব্যাঙ ।
Correct Answer
103. কে 'অমিত্রঘাত' নামে পরিচিত ছিলেন ?
A. বিম্বিসার
B. বিন্দুসার
C. অশোক
D. কালাশোক ।
B. বিন্দুসার
A. বিম্বিসার
B. বিন্দুসার
C. অশোক
D. কালাশোক ।
Correct Answer
104. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?
A. লোহিত মৃত্তিকা
B. রেগুর মৃত্তিকা
C. পলল মৃত্তিকা
D. ল্যাটেরাইট মৃত্তিকা ।
B. রেগুর মৃত্তিকা
A. লোহিত মৃত্তিকা
B. রেগুর মৃত্তিকা
C. পলল মৃত্তিকা
D. ল্যাটেরাইট মৃত্তিকা ।
Correct Answer
105. কোন গভর্নর-জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?
A. লর্ড ডালহৌসি
B. লর্ড কার্জন
C. লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক
D. লর্ড কর্ণওয়ালিশ ।
D. লর্ড কর্ণওয়ালিশ ।
A. লর্ড ডালহৌসি
B. লর্ড কার্জন
C. লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক
D. লর্ড কর্ণওয়ালিশ ।
Correct Answer
106. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে—
A. আরব সাগরীয় প্রবাহের ফলে
B. বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
C. প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা
D. পশ্চিমী ঝঞ্ঝার ফলে ।
B. বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
A. আরব সাগরীয় প্রবাহের ফলে
B. বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
C. প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা
D. পশ্চিমী ঝঞ্ঝার ফলে ।
Correct Answer
107. 'সতীশ ধাওয়ান' মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ?
A. শ্রীহরিকোটা
B. তারাপুর
C. হায়দ্রাবাদ
D. চাঁদিপুর ।
A. শ্রীহরিকোটা
A. শ্রীহরিকোটা
B. তারাপুর
C. হায়দ্রাবাদ
D. চাঁদিপুর ।
Correct Answer
108. যদি EGIK = FILO হয় তবে FHJL = ?
A. GJMP
B. GJPM
C. HGMN
D. GMJO ।
A. GJMP
A. GJMP
B. GJPM
C. HGMN
D. GMJO ।
Correct Answer
109. নর্মদা নদী নিম্নলিখিত কোন প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ?
A. লেগুন
B. গিরিখাত
C. চ্যুতি
D. মিয়েন্ডার ।
D. মিয়েন্ডার ।
A. লেগুন
B. গিরিখাত
C. চ্যুতি
D. মিয়েন্ডার ।
Correct Answer
110. 'নাসিক প্রশস্তি' (শিলালিপি) কে প্রচার করেছিলেন ?
A. গৌতমীপুত্র সাতকর্ণী
B. সমুদ্রগুপ্ত
C. হর্ষবর্ধন
D. ধর্মপাল ।
A. গৌতমীপুত্র সাতকর্ণী
A. গৌতমীপুত্র সাতকর্ণী
B. সমুদ্রগুপ্ত
C. হর্ষবর্ধন
D. ধর্মপাল ।
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p6]