WBCS 2011 Previous Year Question Paper - Page 05

77. মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?

A. 1854 - 1855
B. 1890
C. 1899 - 1900
D. 1902 ।

Correct Answer
C. 1899 - 1900
78. আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?

A. লর্ড লিটন
B. লর্ড মেয়ো
C. লর্ড কার্জন
D. উপরের কেউই নন ।

Correct Answer
B. লর্ড মেয়ো
79. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল ?

A. তৃতীয়
B. চতুর্থ
C. পঞ্চম
D. ষষ্ঠ ।

Correct Answer
A. তৃতীয়
80. কোন রাষ্ট্রপ্রধান ভারত সফরে এসেছিলেন মার্চ 2010 -এ ?

A. আমেরিকান রাষ্ট্রপতি, বারাক ওবামা
B. আফগান রাষ্ট্রপতি, হামিদ কারজাই
C. চিনের রাষ্ট্রপতি, হুজিনটাও
D. রাশিয়ার প্রধানমন্ত্রী, ভ্লাদিমির পুতিন ।

Correct Answer
D. রাশিয়ার প্রধানমন্ত্রী, ভ্লাদিমির পুতিন ।
81. সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করেছে ?

A. 60তম সংশোধনী
B. 61তম সংশোধনী
C. 62তম সংশোধনী
D. 63তম সংশোধনী ।

Correct Answer
B. 61তম সংশোধনী
82. নীচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ ?

A. ক্যুয়েরকাস ইনকানা
B. এলিউসাইন কোরাকানা
C. ফোয়েনিক্স প্যালুডোসা
D. কাইডিয়া ক্যালিসিনা ।

Correct Answer
A. ক্যুয়েরকাস ইনকানা
83. বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেছিলেন ?

A. কুশিনগর
B. বুদ্ধগয়া
C. কাশী
D. সারনাথ ।

Correct Answer
D. সারনাথ ।
84. 'এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেছিলেন ?

A. অশ্বঘোষ
B. নাগার্জুন
C. হরিষেণ
D. বসুমিত্র ।

Correct Answer
C. হরিষেণ
85. 'পথের দাবি' -র লেখক কে ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
C. সতীনাথ ভাদুড়ি
D. তারাশংকর বন্দ্যোপাধ্যায় ।

Correct Answer
B. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
86. ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোনো কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয়—

A. 14 বছরের কম
B. 12 বছরের কম
C. 7 বছরের কম
D. 15 বছরের কম ।

Correct Answer
A. 14 বছরের কম
87. দশম পরিকল্পনার অর্থবরাদ্দ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উত্সাহিত করেছিল ?

A. কৃষি
B. শক্তি
C. সামাজিক পরিসেবা
D. যোগাযোগ ব্যবস্থা ।

Correct Answer
A. কৃষি
88. পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত—

A. আসাম ও বাংলাদেশ
B. বিহার ও ঝাড়খন্ড
C. সিকিম ও ভূটান
D. ওড়িষ্যা ও ঝাড়খন্ড ।

Correct Answer
A. আসাম ও বাংলাদেশ
89. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়—

A. 1000 মিটারের নীচে
B. 1000 মি — 1500 মি
C. 1500 মি — 3000 মি
D. 3000 মিটারের উপরে ।

Correct Answer
A. 1000 মিটারের নীচে
90. দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পুর্ণ হয়েছে ?

A. 3টি
B. 4টি
C. 1টি
D. 6টি ।

Correct Answer
D. 6টি ।
91. হলদিয়া একটি —

A. পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
B. গভীর সমুদ্রের মত্স্যচাষ কেন্দ্র
C. লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
D. কারিগরি শিল্পকেন্দ্র ।

Correct Answer
A. পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
92. নিম্নলিখিত উদ্ভিদ্গুলির কোনটি মূল বিহীন ?

A. সেরাটোফাইলাম
B. আইকরনিয়া
C. মনোকোরিয়া
D. পিস্টিয়া ।

Correct Answer
B. আইকরনিয়া
93. পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল—

A. মালদা
B. জলপাইগুড়ি
C. দার্জিলিং
D. কোচবিহার ।

Correct Answer
C. দার্জিলিং
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p5]