WBCS 2011 Previous Year Question Paper - Page 04

60. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন—

A. মহম্মদ আলি
B. বদরুদ্দিন তায়েবজি
C. আবুল কালাম আজাদ
D. উপরের কেউই নন ।

Correct Answer
B. বদরুদ্দিন তায়েবজি
61. 'বাবরনামা' -র লেখক ছিলেন

A. আবুলফজল
B. ফিরদৌসি
C. আফিফ
D. বাবর ।

Correct Answer
D. বাবর ।
62. ফেব্রুয়ারি মাসে (2010) ভারত কার সঙ্গে একটি 'সিভিল নিউক্লিয়ার সহযোগ' চুক্তি স্বাক্ষর করে ?

A. যুক্তরাজ্য
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. জাপান
D. ফ্রান্স ।

Correct Answer
A. যুক্তরাজ্য
63. 'লৌহমানব' কাকে বলা হয় ?

A. জে.এল. নেহরু
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. মহাত্মা গান্ধি
D. সুভাষ চন্দ্র বসু ।

Correct Answer
B. সর্দার বল্লভভাই প্যাটেল
64. ঘুর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল—

A. 1978 - 83
B. 1973 - 78
C. 1970 - 75
D. 1980 - 85 ।

Correct Answer
A. 1978 - 83
65. নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন —এটি একটি

A. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
B. শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা
C. মৌলিক অধিকার
D. উপরের কোনটিই নয় ।

Correct Answer
C. মৌলিক অধিকার
66. 2001 সালের জনগণনা অনুযায়ী সর্বভারতীয় লিঙ্গানুপাত কত ?

A. 875 মহিলা 1000 পুরুষপ্রতি
B. 975 মহিলা 1000 পুরুষপ্রতি
C. 950 মহিলা 1000 পুরুষপ্রতি
D. 933 মহিলা 1000 পুরুষপ্রতি ।

Correct Answer
D. 933 মহিলা 1000 পুরুষপ্রতি ।
67. 'সমাজতান্ত্রিক' এবং 'ধর্মনিরপেক্ষ' এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল—

A. 24তম সংশোধনীর দ্বারা
B. 42তম সংশোধনীর দ্বারা
C. 43তম সংশোধনীর দ্বারা
D. 44তম সংশোধনীর দ্বারা ।

Correct Answer
B. 42তম সংশোধনীর দ্বারা
68. সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত—

A. বৃষ্টি-নির্ভর একফসলি চাষ করে
B. ভ্রমণার্থীদের পরিসেবা প্রদান করে
C. মাছ ধরে
D. বাঁধ নির্মাণ করে ।

Correct Answer
C. মাছ ধরে
69. নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে—

A. পাবলিক অ্যাকাউন্টস কমিটি
B. এস্টিমেটস কমিটি
C. পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি
D. উপরের সবগুলোই ।

Correct Answer
A. পাবলিক অ্যাকাউন্টস কমিটি
70. নিউক্লীয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল—

A. ফিসন (বিভাজন)
B. স্প্যালেশন
C. ফিউজন (সংশ্লেষণ)
D. নিউট্রন অ্যাবজর্পসন (নিউট্রন অভিশোষণ ) ।

Correct Answer
B. স্প্যালেশন
71. মহাকর্ষীয় ধ্রুবকের একক—

A. cm4 sec-1 gm-2
B. cm sec-3 gm-2
C. cm3 sec-2 gm-1
D. gm cm-3 sec2

Correct Answer
C. cm3 sec-2 gm-1
72. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল—

A. সোপারা
B. তাম্রলিপ্ত
C. কালিকট
D. কোচিন ।

Correct Answer
A. সোপারা
73. কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. রাজা রামমোহন রায়
C. এম.কে. গান্ধি
D. স্বামী বিবেকানন্দ ।

Correct Answer
B. রাজা রামমোহন রায়
74. 'দীন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন ?

A. ফিরোজ শাহ তুঘলক
B. মহম্মদ বিন তুঘলক
C. কবির
D. আকবর ।

Correct Answer
D. আকবর ।
75. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল —

A. 4f থেকে বেশি
B. 4f থেকে কম
C. 2f -এর সমান
D. 4f -এর সমান ।

Correct Answer
C. 2f -এর সমান
76. বিশ্ব 'স্যুটিং চ্যাম্পিয়নশিপ' মিউনিখ, জার্মানিতে প্রথম কোন ভারতীয় মহিলা সোনা জেতেন ?

A. সাইনা নেহওয়াল
B. দোলা ব্যানার্জী
C. তেজস্বিনী সাবন্ত
D. কৃষ্ণা পুনিয়া ।

Correct Answer
C. তেজস্বিনী সাবন্ত
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p4]