60. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন—
A. মহম্মদ আলি
B. বদরুদ্দিন তায়েবজি
C. আবুল কালাম আজাদ
D. উপরের কেউই নন ।
B. বদরুদ্দিন তায়েবজি
A. মহম্মদ আলি
B. বদরুদ্দিন তায়েবজি
C. আবুল কালাম আজাদ
D. উপরের কেউই নন ।
Correct Answer
61. 'বাবরনামা' -র লেখক ছিলেন
A. আবুলফজল
B. ফিরদৌসি
C. আফিফ
D. বাবর ।
D. বাবর ।
A. আবুলফজল
B. ফিরদৌসি
C. আফিফ
D. বাবর ।
Correct Answer
62. ফেব্রুয়ারি মাসে (2010) ভারত কার সঙ্গে একটি 'সিভিল নিউক্লিয়ার সহযোগ' চুক্তি স্বাক্ষর করে ?
A. যুক্তরাজ্য
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. জাপান
D. ফ্রান্স ।
A. যুক্তরাজ্য
A. যুক্তরাজ্য
B. মার্কিন যুক্তরাষ্ট্র
C. জাপান
D. ফ্রান্স ।
Correct Answer
63. 'লৌহমানব' কাকে বলা হয় ?
A. জে.এল. নেহরু
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. মহাত্মা গান্ধি
D. সুভাষ চন্দ্র বসু ।
B. সর্দার বল্লভভাই প্যাটেল
A. জে.এল. নেহরু
B. সর্দার বল্লভভাই প্যাটেল
C. মহাত্মা গান্ধি
D. সুভাষ চন্দ্র বসু ।
Correct Answer
64. ঘুর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল—
A. 1978 - 83
B. 1973 - 78
C. 1970 - 75
D. 1980 - 85 ।
A. 1978 - 83
A. 1978 - 83
B. 1973 - 78
C. 1970 - 75
D. 1980 - 85 ।
Correct Answer
65. নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন —এটি একটি
A. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
B. শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা
C. মৌলিক অধিকার
D. উপরের কোনটিই নয় ।
C. মৌলিক অধিকার
A. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি
B. শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা
C. মৌলিক অধিকার
D. উপরের কোনটিই নয় ।
Correct Answer
66. 2001 সালের জনগণনা অনুযায়ী সর্বভারতীয় লিঙ্গানুপাত কত ?
A. 875 মহিলা 1000 পুরুষপ্রতি
B. 975 মহিলা 1000 পুরুষপ্রতি
C. 950 মহিলা 1000 পুরুষপ্রতি
D. 933 মহিলা 1000 পুরুষপ্রতি ।
D. 933 মহিলা 1000 পুরুষপ্রতি ।
A. 875 মহিলা 1000 পুরুষপ্রতি
B. 975 মহিলা 1000 পুরুষপ্রতি
C. 950 মহিলা 1000 পুরুষপ্রতি
D. 933 মহিলা 1000 পুরুষপ্রতি ।
Correct Answer
67. 'সমাজতান্ত্রিক' এবং 'ধর্মনিরপেক্ষ' এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল—
A. 24তম সংশোধনীর দ্বারা
B. 42তম সংশোধনীর দ্বারা
C. 43তম সংশোধনীর দ্বারা
D. 44তম সংশোধনীর দ্বারা ।
B. 42তম সংশোধনীর দ্বারা
A. 24তম সংশোধনীর দ্বারা
B. 42তম সংশোধনীর দ্বারা
C. 43তম সংশোধনীর দ্বারা
D. 44তম সংশোধনীর দ্বারা ।
Correct Answer
68. সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত—
A. বৃষ্টি-নির্ভর একফসলি চাষ করে
B. ভ্রমণার্থীদের পরিসেবা প্রদান করে
C. মাছ ধরে
D. বাঁধ নির্মাণ করে ।
C. মাছ ধরে
A. বৃষ্টি-নির্ভর একফসলি চাষ করে
B. ভ্রমণার্থীদের পরিসেবা প্রদান করে
C. মাছ ধরে
D. বাঁধ নির্মাণ করে ।
Correct Answer
69. নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে—
A. পাবলিক অ্যাকাউন্টস কমিটি
B. এস্টিমেটস কমিটি
C. পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি
D. উপরের সবগুলোই ।
A. পাবলিক অ্যাকাউন্টস কমিটি
A. পাবলিক অ্যাকাউন্টস কমিটি
B. এস্টিমেটস কমিটি
C. পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি
D. উপরের সবগুলোই ।
Correct Answer
70. নিউক্লীয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল—
A. ফিসন (বিভাজন)
B. স্প্যালেশন
C. ফিউজন (সংশ্লেষণ)
D. নিউট্রন অ্যাবজর্পসন (নিউট্রন অভিশোষণ ) ।
B. স্প্যালেশন
A. ফিসন (বিভাজন)
B. স্প্যালেশন
C. ফিউজন (সংশ্লেষণ)
D. নিউট্রন অ্যাবজর্পসন (নিউট্রন অভিশোষণ ) ।
Correct Answer
71. মহাকর্ষীয় ধ্রুবকের একক—
A. cm4 sec-1 gm-2
B. cm sec-3 gm-2
C. cm3 sec-2 gm-1
D. gm cm-3 sec2 ।
C. cm3 sec-2 gm-1
A. cm4 sec-1 gm-2
B. cm sec-3 gm-2
C. cm3 sec-2 gm-1
D. gm cm-3 sec2 ।
Correct Answer
72. সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল—
A. সোপারা
B. তাম্রলিপ্ত
C. কালিকট
D. কোচিন ।
A. সোপারা
A. সোপারা
B. তাম্রলিপ্ত
C. কালিকট
D. কোচিন ।
Correct Answer
73. কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. রাজা রামমোহন রায়
C. এম.কে. গান্ধি
D. স্বামী বিবেকানন্দ ।
B. রাজা রামমোহন রায়
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. রাজা রামমোহন রায়
C. এম.কে. গান্ধি
D. স্বামী বিবেকানন্দ ।
Correct Answer
74. 'দীন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন ?
A. ফিরোজ শাহ তুঘলক
B. মহম্মদ বিন তুঘলক
C. কবির
D. আকবর ।
D. আকবর ।
A. ফিরোজ শাহ তুঘলক
B. মহম্মদ বিন তুঘলক
C. কবির
D. আকবর ।
Correct Answer
75. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল —
A. 4f থেকে বেশি
B. 4f থেকে কম
C. 2f -এর সমান
D. 4f -এর সমান ।
C. 2f -এর সমান
A. 4f থেকে বেশি
B. 4f থেকে কম
C. 2f -এর সমান
D. 4f -এর সমান ।
Correct Answer
76. বিশ্ব 'স্যুটিং চ্যাম্পিয়নশিপ' মিউনিখ, জার্মানিতে প্রথম কোন ভারতীয় মহিলা সোনা জেতেন ?
A. সাইনা নেহওয়াল
B. দোলা ব্যানার্জী
C. তেজস্বিনী সাবন্ত
D. কৃষ্ণা পুনিয়া ।
C. তেজস্বিনী সাবন্ত
A. সাইনা নেহওয়াল
B. দোলা ব্যানার্জী
C. তেজস্বিনী সাবন্ত
D. কৃষ্ণা পুনিয়া ।
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p4]