43. বলিউডের কোন চিত্রতারকা UNICEF দ্বারা শিশু অধিকার রক্ষার্থে জাতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হন ?
A. অমিতাভ বচ্চন
B. শর্মিলা ঠাকুর
C. প্রিয়াঙ্কা চোপড়া
D. শিল্পা শেঠি ।
C. প্রিয়াঙ্কা চোপড়া
A. অমিতাভ বচ্চন
B. শর্মিলা ঠাকুর
C. প্রিয়াঙ্কা চোপড়া
D. শিল্পা শেঠি ।
Correct Answer
44. প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত ?
A. প্রাকৃত
B. সংস্কৃত
C. পালি
D. অর্ধ মাগধী ।
C. পালি
A. প্রাকৃত
B. সংস্কৃত
C. পালি
D. অর্ধ মাগধী ।
Correct Answer
45. প্রথম বিশ্ব ক্লাসিকাল তামিল সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
A. চেন্নাই
B. তিরুচিরাপল্লি
C. কোয়েম্বাটুর
D. মহাবল্লীপুরম ।
C. কোয়েম্বাটুর
A. চেন্নাই
B. তিরুচিরাপল্লি
C. কোয়েম্বাটুর
D. মহাবল্লীপুরম ।
Correct Answer
46. লওরা চিন চিলা কোন রাষ্ট্রের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন ?
A. ব্রাজিল
B. চিলি
C. আর্জেন্টিনা
D. কোস্টারিকা ।
D. কোস্টারিকা ।
A. ব্রাজিল
B. চিলি
C. আর্জেন্টিনা
D. কোস্টারিকা ।
Correct Answer
47. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?
A. জে.এল. নেহরু
B. দাদাভাই নওরোজি
C. এম.কে. গান্ধি
D. এদের কেউই নন ।
B. দাদাভাই নওরোজি
A. জে.এল. নেহরু
B. দাদাভাই নওরোজি
C. এম.কে. গান্ধি
D. এদের কেউই নন ।
Correct Answer
48. পঞ্চায়েতগুলি ——
A. কেবল কর ধার্য করতে পারে
B. কোনো কর ধার্য করতে পারে না
C. কেবল সরকারি অনুদান পায়
D. কর, শুল্ক, তোলা এবং ফী ধার্য এবং আদায় করতে পারে ।
D. কর, শুল্ক, তোলা এবং ফী ধার্য এবং আদায় করতে পারে ।
A. কেবল কর ধার্য করতে পারে
B. কোনো কর ধার্য করতে পারে না
C. কেবল সরকারি অনুদান পায়
D. কর, শুল্ক, তোলা এবং ফী ধার্য এবং আদায় করতে পারে ।
Correct Answer
49. পরিকল্পনা কমিশন একটি
A. রাজনৈতিক প্রতিষ্ঠান
B. সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান
C. অরাজনৈতিক প্রতিষ্ঠান
D. আধা রাজনৈতিক প্রতিষ্ঠান ।
C. অরাজনৈতিক প্রতিষ্ঠান
A. রাজনৈতিক প্রতিষ্ঠান
B. সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান
C. অরাজনৈতিক প্রতিষ্ঠান
D. আধা রাজনৈতিক প্রতিষ্ঠান ।
Correct Answer
50. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন——
A. জে.এল. নেহরু
B. সর্দার প্যাটেল
C. জে.বি. কৃপালিনি
D. আবুল কালাম আজাদ ।
C. জে.বি. কৃপালিনি
A. জে.এল. নেহরু
B. সর্দার প্যাটেল
C. জে.বি. কৃপালিনি
D. আবুল কালাম আজাদ ।
Correct Answer
51. 2010 সালের ইন্দিরা গান্ধি শান্তি পুরস্কার কাকে প্রদান করা হয় ?
A. দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি.মিউঙ্গ বাক
B. বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
C. শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহেন্দ্র রাজাপক্ষ
D. জার্মান রাষ্ট্রপতি ড. হোর্স্ট কোহেলার ।
B. বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
A. দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি.মিউঙ্গ বাক
B. বাংলা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
C. শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহেন্দ্র রাজাপক্ষ
D. জার্মান রাষ্ট্রপতি ড. হোর্স্ট কোহেলার ।
Correct Answer
52. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
A. এম.এন.যোশী
B. জে.এল.নেহরু
C. লালা লাজপৎ রায়
D. মুজাফফর আহমেদ ।
C. লালা লাজপৎ রায়
A. এম.এন.যোশী
B. জে.এল.নেহরু
C. লালা লাজপৎ রায়
D. মুজাফফর আহমেদ ।
Correct Answer
53. অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপনাস্ত্র 'নাগ' কোথায় সফলতার সাথে পরীক্ষিত হয় ?
A. চাঁদিপুর, ওড়িষ্যা
B. বালেশ্বর, ওড়িষ্যা
C. হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ
D. উইলার দ্বীপ, ওড়িষ্যা ।
C. হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ
A. চাঁদিপুর, ওড়িষ্যা
B. বালেশ্বর, ওড়িষ্যা
C. হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ
D. উইলার দ্বীপ, ওড়িষ্যা ।
Correct Answer
54. একটি স্প্রিং -এর দৈর্ঘ্য l ও স্প্রিং ধ্রুবক K । স্প্রিংটিকে কেটে দু-টুকরো করা হল । একটি অংশের দৈর্ঘ্য l1 এবং অপরটিকে l2 । যদি l1 = nl2 হয়, তাহলে l1 দৈর্ঘ্যবিশিষ্ট স্প্রিংটির ধ্রুবক হবে
A. K(l + n) /n
B. K(l + n)
C. Kn(l + n)
D. K(l + n) ।
A. K(l + n) /n
A. K(l + n) /n
B. K(l + n)
C. Kn(l + n)
D. K(l + n) ।
Correct Answer
55. A ও B সমান ওজনের দুটি তামার তার এবং B -তারের ব্যাসার্ধ A -তারের ব্যাসার্ধের অর্ধেক । তার দুটির রোধ যথাক্রমে RA ও RB হলে, RA / RB হবে —
A. 1/4
B. 1/8
C. 1/16
D. 1/2 ।
C. 1/16
A. 1/4
B. 1/8
C. 1/16
D. 1/2 ।
Correct Answer
56. 'বায়ো ডাইভারসিটি' -র উপর আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
A. বার্সেলোনিয়া
B. চেন্নাই
C. ক্যালগারি
D. টোকিও ।
B. চেন্নাই
A. বার্সেলোনিয়া
B. চেন্নাই
C. ক্যালগারি
D. টোকিও ।
Correct Answer
57. কোন দেশ প্রথমবার হাই রেসোলিউশন ম্যাপিং উপগ্রহ ক্ষেপন করে ?
A. চিন
B. জাপান
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. রাশিয়া ।
A. চিন
A. চিন
B. জাপান
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. রাশিয়া ।
Correct Answer
58. আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন ?
A. ১৬৫ মাস
B. ১৯ মাস
C. ২০ মাস
D. ২৪ মাস ।
B. ১৯ মাস
A. ১৬৫ মাস
B. ১৯ মাস
C. ২০ মাস
D. ২৪ মাস ।
Correct Answer
59. ভি.কে. মূর্তিকে কোন পুরস্কার প্রদান করা হয় ?
A. যমুনালাল বাজাজ পুরস্কার
B. রামন ম্যাগসেসে পুরস্কার
C. দাদাসাহেব ফালকে পুরস্কার
D. দ্য ইনফোসিস প্রাইজ ।
C. দাদাসাহেব ফালকে পুরস্কার
A. যমুনালাল বাজাজ পুরস্কার
B. রামন ম্যাগসেসে পুরস্কার
C. দাদাসাহেব ফালকে পুরস্কার
D. দ্য ইনফোসিস প্রাইজ ।
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p3]