WBCS 2011 Previous Year Question Paper - Page 02

26. একটি স্কেলার রাশির উদাহরণ

A. বেগ
B. বল
C. ভরবেগ
D. শক্তি ।

Correct Answer
D. শক্তি ।
27. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল

A. লোহা
B. অ্যালুমিনিয়াম
C. দস্তা
D. তামা ।

Correct Answer
D. তামা ।
28. জুয়ান মানুয়েল সানটস কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ?

A. পেরু
B. কলম্বিয়া
C. চিলি
D. ব্রাজিল ।

Correct Answer
B. কলম্বিয়া
29. 'বিফোর মেমরি ফ্রেডস —অ্যান অটোবায়োগ্রাফি' কার লেখা ?

A. প্রেমশংকর ঝা
B. ফালি এস. নারিমান
C. অর্চনা উপাধ্যায়
D. বিক্রম শেঠ ।

Correct Answer
B. ফালি এস. নারিমান
30. আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন কোথায় হয় ?

A. সোমালিয়া
B. উগান্ডা
C. দক্ষিণ আফ্রিকা
D. জিম্বাবোয়ে ।

Correct Answer
B. উগান্ডা
31. ভারতীয় বিজ্ঞান কংগ্রেস -এর ৯৭তম বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

A. তিরুভন্তপুরম, কেরালা
B. আই.আই.টি খড়গপুর, পশ্চিমবঙ্গ
C. বেঙ্গালুরু, কর্নাটক
D. মুম্বাই, মহারাষ্ট্র ।

Correct Answer
A. তিরুভন্তপুরম, কেরালা
32. সম্প্রতি কোন রাষ্ট্র (জুন ২০১০) জোটনিরপেক্ষ আন্দোলনে যোগ দিয়েছে ?

A. আফগানিস্তান
B. জিম্বাবোয়ে
C. সুদান
D. ফিজি ।

Correct Answer
D. ফিজি ।
33. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় —

A. জাতীয় স্বার্থে
B. সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে
C. শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলক ভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে
D. সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে ।

Correct Answer
A. জাতীয় স্বার্থে
34. একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হল । ধাতব পাতটিকে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস—

A. বাড়বে
B. কমবে
C. বাড়বে বা কমবে তা নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যাসের উপর
D. বাড়বে বা কমবে তা নির্ভর করবে পাতের পদার্থের উপর ।

Correct Answer
A. বাড়বে
35. একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও (°K) দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ —

A. অপরিবর্তিত থাকবে
B. দ্বিগুণ হবে
C. এক-চতুর্থাংশ হবে
D. চারগুণ হবে ।

Correct Answer
A. অপরিবর্তিত থাকবে
36. ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন ?

A. ডি. উদয়কুমার
B. সাহিল শেঠি
C. রানা দাশগুপ্ত
D. সলিল ভাট ।

Correct Answer
A. ডি. উদয়কুমার
37. কোন রাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রী ন্যাওটো কান ?

A. চিন
B. রিপাবলিক অফ নর্থ কোরিয়া
C. জাপান
D. মালয়েশিয়া ।

Correct Answer
C. জাপান
38. লাদাক অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা ও বৃষ্টি হয় ?

A. শ্রীনগর
B. টিসকি
C. মানালি
D. লে ।

Correct Answer
D. লে ।
39. ভারতীয় সেনার নতুন চিফ কে ?

A. জেনারেল দীপক কাপুর
B. লেফটেন্যান্ট জেনারেল ভি.কে. সিং
C. লেফটেন্যান্ট জেনারেল এস.আর. মেহেতা
D. লেফটেন্যান্ট জেনারেল এইচ.এল. কাখরিয়া ।

Correct Answer
B. লেফটেন্যান্ট জেনারেল ভি.কে. সিং
40. 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন ?

A. লর্ড কর্ণওয়ালিশ
B. ওয়ারেন হেস্টিংস
C. জন শোর
D. লর্ড বেন্টিঙ্ক ।

Correct Answer
A. লর্ড কর্ণওয়ালিশ
41. পৃথিবীর বৃহত্তম সৌরশক্তির উত্পাদন কেন্দ্র কোথায় (কোন দেশে) খোলা হয়েছে সাম্প্রতিক কালে ?

A. মার্কিন যুক্তরাষ্ট্র
B. স্পেন
C. যুক্তরাজ্য (ইউ.কে.)
D. জাপান ।

Correct Answer
B. স্পেন
42. জি 8 এবং জি 20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

A. ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র
B. প্যারিস, ফ্রান্স
C. টরনটো, কানাডা
D. বার্লিন, জার্মানি ।

Correct Answer
C. টরনটো, কানাডা
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2011p2]