26. এদের কোনটি দৈর্ঘ্যের একক নয় ?
(A) আলোকবর্ষ
(B) মাইক্রন
(C) AU
(D) রেডিয়ান
(D) রেডিয়ান
(A) আলোকবর্ষ
(B) মাইক্রন
(C) AU
(D) রেডিয়ান
Correct Answer
27. পরমশূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে—
(A) জল জমে বরফে পরিণত হয়
(B) পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়
(C) সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে
(D) অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পরের সমান হয় ।
(B) পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়
(A) জল জমে বরফে পরিণত হয়
(B) পদার্থের অণুগুলির গতি স্তব্ধ হয়
(C) সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে
(D) অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পরের সমান হয় ।
Correct Answer
28. মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
(A) লালা হরদয়াল
(B) অজিত সিং
(C) লালা লাজপৎ রায়
(D) পি. মিত্র
(A) লালা হরদয়াল
(A) লালা হরদয়াল
(B) অজিত সিং
(C) লালা লাজপৎ রায়
(D) পি. মিত্র
Correct Answer
29. পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2001-এর সেন্সাস অনুযায়ী হচ্ছে—
(A) 57%
(B) 75%
(C) 64.84%
(D) 60.79%
(C) 64.84%
(A) 57%
(B) 75%
(C) 64.84%
(D) 60.79%
Correct Answer
30. একটি বস্তু অনুভূমিক তলে সমদ্রুতিতে গমন করে । তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না ?
(A) বেগ
(B) ভরবেগ
(C) গতিশক্তি
(D) ত্বরণ
(D) ত্বরণ
(A) বেগ
(B) ভরবেগ
(C) গতিশক্তি
(D) ত্বরণ
Correct Answer
31. কে সম্প্রতি গ্রীসের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেছেন ?
(A) লুকাস পপিদু
(B) জর্জ পেপান্দ্র
(C) পেটসালনিকোস
(D) মার্কেল
(A) লুকাস পপিদু
(A) লুকাস পপিদু
(B) জর্জ পেপান্দ্র
(C) পেটসালনিকোস
(D) মার্কেল
Correct Answer
32. 1912 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমন চালিয়েছিলেন ?
(A) রাসবিহারী বসু
(B) ভগৎ সিং
(C) ক্ষুদিরাম বোস
(D) অজিত সিং
(A) রাসবিহারী বসু
(A) রাসবিহারী বসু
(B) ভগৎ সিং
(C) ক্ষুদিরাম বোস
(D) অজিত সিং
Correct Answer
33. 'ইন্ডিয়া' উইনস ফ্রিডম' গ্রন্থটির রচয়িতা কে ?
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) গোবিন্দবল্লভ পন্থ
(D) উপরের কেউই নয়
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) গোবিন্দবল্লভ পন্থ
(D) উপরের কেউই নয়
Correct Answer
34. কোন তলটি তাপের উত্তম শোষক ?
(A) সাদা অমসৃণ তল
(B) কালো অমসৃণ তল
(C) সাদা মসৃণ তল
(D) কালো মসৃণ তল
(B) কালো অমসৃণ তল
(A) সাদা অমসৃণ তল
(B) কালো অমসৃণ তল
(C) সাদা মসৃণ তল
(D) কালো মসৃণ তল
Correct Answer
35. রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত করেছে ?
(A) WHO
(B) UNESCO
(C) UNDO
(D) UPU
(B) UNESCO
(A) WHO
(B) UNESCO
(C) UNDO
(D) UPU
Correct Answer
36. 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল ?
(A) রওলাট অ্যাক্ট
(B) মর্লে-মিন্টো অ্যাক্ট
(C) মন্ট-ফোর্ড অ্যাক্ট
(D) সাইমন অ্যাক্ট
(A) রওলাট অ্যাক্ট
(A) রওলাট অ্যাক্ট
(B) মর্লে-মিন্টো অ্যাক্ট
(C) মন্ট-ফোর্ড অ্যাক্ট
(D) সাইমন অ্যাক্ট
Correct Answer
37. পশ্চিমবঙ্গের নারী-শিক্ষার হার 2001 -এর সেন্সাস অনুযায়ী হচ্ছে—
(A) 64.5%
(B) 53.67%
(C) 43.8%
(D) 50.5%
(A) 64.5%
(A) 64.5%
(B) 53.67%
(C) 43.8%
(D) 50.5%
Correct Answer
38. 2018 সালের কমনওয়েলথ ক্রীড়া কোথায় অনুষ্ঠিত হবে ?
(A) হাম্বানোটা (শ্রীলঙ্কা)
(B) গোল্ড কোষ্ট (অস্ট্রেলিয়া)
(C) নতুন দিল্লী (ভারত)
(D) সেন্ট কিটস
(B) গোল্ড কোষ্ট (অস্ট্রেলিয়া)
(A) হাম্বানোটা (শ্রীলঙ্কা)
(B) গোল্ড কোষ্ট (অস্ট্রেলিয়া)
(C) নতুন দিল্লী (ভারত)
(D) সেন্ট কিটস
Correct Answer
39. ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে ?
(A) মহারাষ্ট্র
(B) অন্ধ্রপ্রদেশ
(C) বিহার
(D) কেরল
(C) বিহার
(A) মহারাষ্ট্র
(B) অন্ধ্রপ্রদেশ
(C) বিহার
(D) কেরল
Correct Answer
40. কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল ?
(A) চৌরিচৌরার গণ হিংসা
(B) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
(C) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(D) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা
(A) চৌরিচৌরার গণ হিংসা
(A) চৌরিচৌরার গণ হিংসা
(B) জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
(C) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(D) স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা
Correct Answer
41. নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
(A) আমেরিকান সংবিধান
(B) ফরাসি সংবিধান
(C) ভারতীয় সংবিধান
(D) ব্রিটিশ সংবিধান
(D) ব্রিটিশ সংবিধান
(A) আমেরিকান সংবিধান
(B) ফরাসি সংবিধান
(C) ভারতীয় সংবিধান
(D) ব্রিটিশ সংবিধান
Correct Answer
42. গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচখন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায়—
(A) বেশি
(B) কম
(C) প্রায় সমান
(D) এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না ।
(B) কম
(A) বেশি
(B) কম
(C) প্রায় সমান
(D) এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না ।
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2012p2]