43. 2001 -এর সেন্সাস অনুযায়ী ভারতে সর্বনিম্ন শিক্ষার হার পাওয়া যায় নিম্নলিখিত রাজ্যে—
(A) রাজস্থান
(B) ঝাড়খন্ড
(C) বিহার
(D) মধ্যপ্রদেশ
(C) বিহার
(A) রাজস্থান
(B) ঝাড়খন্ড
(C) বিহার
(D) মধ্যপ্রদেশ
Correct Answer
44. 2 নভেম্বর 2011 বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য চুক্তি করেছে ?
(A) চিন
(B) রাশিয়া
(C) ভারত
(D) ফ্রান্স
(B) রাশিয়া
(A) চিন
(B) রাশিয়া
(C) ভারত
(D) ফ্রান্স
Correct Answer
45. ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হলে—
(A) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হবে
(B) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে প্রোটন প্রবাহিত হবে
(C) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে
(D) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে প্রোটন প্রবাহিত হবে
(C) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে
(A) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হবে
(B) পরিবাহী থেকে ভূপৃষ্ঠে প্রোটন প্রবাহিত হবে
(C) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে
(D) ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে প্রোটন প্রবাহিত হবে
Correct Answer
46. কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবী প্রথম উত্থাপিত হয় ?
(A) নাগপুর
(B) অমৃতসর
(C) লাহোর
(D) কলকাতা
(C) লাহোর
(A) নাগপুর
(B) অমৃতসর
(C) লাহোর
(D) কলকাতা
Correct Answer
47. 2001 -এর সেন্সাস অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত হচ্ছে—
(A) 933 নারী /1000 পুরুষ
(B) 927 নারী /1000 পুরুষ
(C) 898 নারী /1000 পুরুষ
(D) 800 নারী /1000 পুরুষ
(A) 933 নারী /1000 পুরুষ
(A) 933 নারী /1000 পুরুষ
(B) 927 নারী /1000 পুরুষ
(C) 898 নারী /1000 পুরুষ
(D) 800 নারী /1000 পুরুষ
Correct Answer
48. ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের শিল্ডিং -এর পরিমাপ—
(A) 5.20
(B) 4.80
(C) 5.80
(D) 4.85
(A) 5.20
(A) 5.20
(B) 4.80
(C) 5.80
(D) 4.85
Correct Answer
49. একটি ঘড়ি 1 ঘটিকায় 1 বার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, ..... 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়, ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজাবে ?
(A) 78
(B) 264
(C) 312
(D) 144
(C) 312
(A) 78
(B) 264
(C) 312
(D) 144
Correct Answer
50. দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন 'বিপ্লব দীর্ঘজীবি হোক' ?
(A) ভগৎ সিং
(B) রাসবিহারী বসু
(C) এম.এন.রায়
(D) লালা লাজপৎ রায়
(A) ভগৎ সিং
(A) ভগৎ সিং
(B) রাসবিহারী বসু
(C) এম.এন.রায়
(D) লালা লাজপৎ রায়
Correct Answer
51. 'ধর্ম নিরপেক্ষতা' এই ধারণাটির সঠিক দ্যোতনা—
(A) রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে
(B) রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোন ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না
(C) সংখ্যালঘু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে
(D) উপরের কোনটিই নয়
(B) রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোন ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না
(A) রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে
(B) রাষ্ট্র নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোন ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না
(C) সংখ্যালঘু সম্প্রদায় অনুসৃত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিপুষ্ট করে
(D) উপরের কোনটিই নয়
Correct Answer
52. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত ?
(A) 5 : 4
(B) 25 : 16
(C) 6 : 7
(D) 9 : 13
(B) 25 : 16
(A) 5 : 4
(B) 25 : 16
(C) 6 : 7
(D) 9 : 13
Correct Answer
53. একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয় । যদি বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করা হয় শতকরা কত লাভ হয় ?
(A) 30%
(B) 35%
(C) 40%
(D) 45%
(C) 40%
(A) 30%
(B) 35%
(C) 40%
(D) 45%
Correct Answer
54. সোনার ঘনত্ব রুপার তুলনায় অস্বাভাবিক বেশি— কারণ
(A) রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি
(B) রুপার তুলনায় সোনার পারমাণবিক সংখ্যা বেশি
(C) উচ্চ প্রতিবন্ধক ইলেকট্রনের (Screening effect) প্রভাব
(D) ল্যানথানাইড সংকোচন
(A) রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি
(A) রুপার তুলনায় সোনার ভর সংখ্যা বেশি
(B) রুপার তুলনায় সোনার পারমাণবিক সংখ্যা বেশি
(C) উচ্চ প্রতিবন্ধক ইলেকট্রনের (Screening effect) প্রভাব
(D) ল্যানথানাইড সংকোচন
Correct Answer
55. সিটিবিটি শব্দটি যুক্ত—
(A) পরমাণু অস্ত্রের সঙ্গে
(B) কেন্দ্রীয় কর ব্যবস্থার সঙ্গে
(C) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে
(D) উপরোক্ত কোনটিই নয়
(A) পরমাণু অস্ত্রের সঙ্গে
(A) পরমাণু অস্ত্রের সঙ্গে
(B) কেন্দ্রীয় কর ব্যবস্থার সঙ্গে
(C) আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে
(D) উপরোক্ত কোনটিই নয়
Correct Answer
56. 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধিদলের কে নেতৃত্ব দিয়েছিলেন ?
(A) সলিমুল্লাহ
(B) আগা খান
(C) মহম্মদ আলি
(D) সৌকৎ আলি
(B) আগা খান
(A) সলিমুল্লাহ
(B) আগা খান
(C) মহম্মদ আলি
(D) সৌকৎ আলি
Correct Answer
57. ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয় ?
(A) চৌরিচৌরা কৃষক অভ্যুত্থান
(B) 1946 সালের নৌ বিদ্রোহ
(C) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(D) সিপাহি বিদ্রোহ (1857 সাল)
(D) সিপাহি বিদ্রোহ (1857 সাল)
(A) চৌরিচৌরা কৃষক অভ্যুত্থান
(B) 1946 সালের নৌ বিদ্রোহ
(C) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(D) সিপাহি বিদ্রোহ (1857 সাল)
Correct Answer
58. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় ?
(A) অবলোহিত রশ্মি
(B) অতিবেগুনী রশ্মি
(C) মাইক্রো তরঙ্গ
(D) X -রশ্মি
(C) মাইক্রো তরঙ্গ
(A) অবলোহিত রশ্মি
(B) অতিবেগুনী রশ্মি
(C) মাইক্রো তরঙ্গ
(D) X -রশ্মি
Correct Answer
59. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় ?
(A) মনু সংহিতা
(B) ঋকবেদ
(C) অথর্ব বেদ
(D) শতপথ ব্রাহ্মণ
(B) ঋকবেদ
(A) মনু সংহিতা
(B) ঋকবেদ
(C) অথর্ব বেদ
(D) শতপথ ব্রাহ্মণ
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2012p3]