26. 2011 -র বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে 'ম্যান অফ দি ম্যাচ' কে হন ?
(A) শচীন তেন্ডুলকর
(B) যুবরাজ সিং
(C) মহেন্দ্র সিং ধোনি
(D) গৌতম গম্ভীর
(C) মহেন্দ্র সিং ধোনি
(A) শচীন তেন্ডুলকর
(B) যুবরাজ সিং
(C) মহেন্দ্র সিং ধোনি
(D) গৌতম গম্ভীর
Correct Answer
27. 'দাম' কি ?
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(B) আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা
(C) শাজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
(D) আরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(B) আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা
(C) শাজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
(D) আরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
Correct Answer
28. ভারতের ধান উত্পাদনের —— হয় পশ্চিমবঙ্গে ।
(A) 10%
(B) 15%
(C) 20%
(D) 25%
(D) 25%
(A) 10%
(B) 15%
(C) 20%
(D) 25%
Correct Answer
29. ভারতের 'ইনফরমাল' ক্ষেত্রে, কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত ?
(A) 93
(B) 68
(C) 77
(D) 16
(A) 93
(A) 93
(B) 68
(C) 77
(D) 16
Correct Answer
30. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
(A) চোখের বালি
(B) ঘরে বাইরে
(C) চতুরঙ্গ
(D) চার অধ্যায়
(B) ঘরে বাইরে
(A) চোখের বালি
(B) ঘরে বাইরে
(C) চতুরঙ্গ
(D) চার অধ্যায়
Correct Answer
31. ফেসবুক -এর স্রষ্টা
(A) স্টিভ জোবস
(B) মার্ক জুকারবার্গ
(C) ল্যারি পেজ
(D) বিল গেটস
(B) মার্ক জুকারবার্গ
(A) স্টিভ জোবস
(B) মার্ক জুকারবার্গ
(C) ল্যারি পেজ
(D) বিল গেটস
Correct Answer
32. কে বলেছিলেন 'সব লাল হো যায়েগা' ?
(A) গুরু গোবিন্দ সিং
(B) অজিত সিং
(C) তেগ বাহাদুর
(D) রঞ্জিত সিং
(D) রঞ্জিত সিং
(A) গুরু গোবিন্দ সিং
(B) অজিত সিং
(C) তেগ বাহাদুর
(D) রঞ্জিত সিং
Correct Answer
33. কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(B) ফেনি অভিযান
(C) কার্পোল অভিযান
(D) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
(D) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
(A) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(B) ফেনি অভিযান
(C) কার্পোল অভিযান
(D) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
Correct Answer
34. ভারতের প্রতি বছর —— mmt পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয় ।
(A) 195
(B) 215
(C) 230
(D) 250
(B) 215
(A) 195
(B) 215
(C) 230
(D) 250
Correct Answer
35. জাপানের প্রধানমন্ত্রী
(A) শিনজো আবে
(B) য়োশিহিকো নোডা
(C) নাওটো কান
(D) উপরের কেহ-ই নন
(A) শিনজো আবে
(A) শিনজো আবে
(B) য়োশিহিকো নোডা
(C) নাওটো কান
(D) উপরের কেহ-ই নন
Correct Answer
36. একটি দ্রব্য শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রয় করা হল । যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রয় করা হত তা হলে শতকরা 10 টাকা লাভ হত । দ্রব্যটি ক্রয়মূল্য
(A) 250 টাকা
(B) 200 টাকা
(C) 300 টাকা
(D) 180 টাকা
(B) 200 টাকা
(A) 250 টাকা
(B) 200 টাকা
(C) 300 টাকা
(D) 180 টাকা
Correct Answer
37. যদি A + B মানে A, B -এর মা, A - B মানে A, B এর ভাই এবং A x B মানে A, B এর ভগিনী হয় তবে P - M + N x Q এর মানে
(A) P, Q -এর মামা
(B) P, Q -এর ভাই
(C) P, Q -এর ভাগ্নে
(D) উপরের কোনোটিই নয়
(A) P, Q -এর মামা
(A) P, Q -এর মামা
(B) P, Q -এর ভাই
(C) P, Q -এর ভাগ্নে
(D) উপরের কোনোটিই নয়
Correct Answer
38. প্রত্যেক 45 মিনিট অন্তর একটি ট্রেন 'মহারাজা গেট' পার হয় । 10 মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে এবং পরবর্তী ট্রেন গেট পার হবার সময় সকল 9-35 মিনিট । এখন কটা বাজে ?
(A) সকাল 9-15 মিঃ
(B) সকাল 9-00 মিঃ
(C) সকাল 9-05 মিঃ
(D) সকাল 9-10 মিঃ
(B) সকাল 9-00 মিঃ
(A) সকাল 9-15 মিঃ
(B) সকাল 9-00 মিঃ
(C) সকাল 9-05 মিঃ
(D) সকাল 9-10 মিঃ
Correct Answer
39. 'বাংলাদেশ রাষ্ট্র' তৈরী হয় কোন বছরে ?
(A) 1956
(B) 1971
(C) 1990
(D) 1947
(B) 1971
(A) 1956
(B) 1971
(C) 1990
(D) 1947
Correct Answer
40. বিতর্কিত বেদান্ত অ্যাlলুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত ?
(A) মহারাষ্ট্রে
(B) উড়িষ্যায়
(C) ঝাড়খন্ডে
(D) বিহারে
(B) উড়িষ্যায়
(A) মহারাষ্ট্রে
(B) উড়িষ্যায়
(C) ঝাড়খন্ডে
(D) বিহারে
Correct Answer
41. কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড বেন্টিঙ্ক
(D) লর্ড ক্যানিং
(B) লর্ড কর্ণওয়ালিশ
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড বেন্টিঙ্ক
(D) লর্ড ক্যানিং
Correct Answer
42. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম
(A) খরগপুর
(B) বিশাখাপত্তনম
(C) সেকেন্দ্রাবাদ
(D) কানপুর
(A) খরগপুর
(A) খরগপুর
(B) বিশাখাপত্তনম
(C) সেকেন্দ্রাবাদ
(D) কানপুর
Correct Answer
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2013p2]