WBCS 2013 Previous Year Question Paper - Page 03

43. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?

(A) 1942
(B) 1944
(C) 1945
(D) 1946

Correct Answer
(D) 1946
44. ভারতের ন্যাশনাল গ্রীণ ট্রাইবুন্যাল প্রতিষ্ঠিত হয় ?

(A) 2009
(B) 2010
(C) 2011
(D) 2012

Correct Answer
(B) 2010
45. ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল

(A) 2011 সালে
(B) 1991 সালে
(C) 2005 সালে
(D) 2001 সালে

Correct Answer
(A) 2011 সালে
46. 'স্বত্ব বিলোপ নীতি' প্রবর্তন করেছিলেন

(A) লর্ড ওয়েলেসলী
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড লিনালথগো

Correct Answer
???
47. 'হিগস বোসন' হল

(A) সিনেমার নাম
(B) একটি মৌল কণা
(C) ঔষধের শ্রেণীগত নাম
(D) গ্রহ

Correct Answer
(B) একটি মৌল কণা
48. ভারত-চীন যুদ্ধ হয়েছিল কোন সালে ?

(A) 1952
(B) 1971
(C) 1962
(D) 2001

Correct Answer
(C) 1962
49. ভারতের কয়লা প্রধানত

(A) এনথ্রাসাইট
(B) বিটুমিনাস
(C) লিগনাইট
(D) পিট

Correct Answer
(B) বিটুমিনাস
50. নেটোর (NATO) প্রধান কার্যালয়

(A) নিউইয়র্ক
(B) ভিয়েনা
(C) ব্রাসেলস
(D) লন্ডন

Correct Answer
(C) ব্রাসেলস
51. একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানো আছে । বরফের ঘনকটিতে একটি বড় বায়ুর বুদবুদ আছে । যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলের তলের কী পরিবর্তন হবে ?

(A) অপরিবর্তিত
(B) নেমে যাবে
(C) উঠে যাবে
(D) প্রথমে উঠবে তারপর নেমে যাবে

Correct Answer
(A) অপরিবর্তিত
52. 1942 -এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরী হয় ?

(A) তমলুক
(B) কাঁথি
(C) কটক
(D) পুরী

Correct Answer
(A) তমলুক
53. ভারত রাষ্ট্র ব্যবস্থা হল

(A) গণতান্ত্রিক
(B) একনায়কতান্ত্রিক
(C) সামরিক
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(A) গণতান্ত্রিক
54. একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?

(A) ইলেকট্রন
(B) প্রোটন
(C) ডিউটেরন
(D) আলফা কণা

Correct Answer
(D) আলফা কণা
55. মার্কিনযুক্তরাষ্ট্রে 2012 -র রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে যে হ্যারিকেন ঝড় আছড়ে পড়ে সেটি ছিল

(A) স্যান্ডি
(B) সিন্ডি
(C) টোনি
(D) ফ্লরেন্স

Correct Answer
(A) স্যান্ডি
56. সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন ?

(A) ডঃ আম্বেদকর
(B) রাজাগোপালাচারী
(C) আবুল কালাম আজাদ
(D) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

Correct Answer
(A) ডঃ আম্বেদকর
57. পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায়

(A) পুরুলিয়া মালভূমি অঞ্চলে
(B) উত্তর বাংলা সমতলভূমিতে
(C) পূর্বের জেলাগুলিতে
(D) রাঢ় অঞ্চলে

Correct Answer
(D) রাঢ় অঞ্চলে
58. কোন রাশির একক ডাইন-সেকেন্ড ?

(A) বল
(B) ভরবেগ
(C) শক্তি
(D) ক্ষমতা

Correct Answer
(A) বল
59. কোন দেশ সম্প্রতি কাগজের মুদ্রার পরিবর্তে প্লাস্টিকের মুদ্রা ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ?

(A) জার্মানি
(B) অস্ট্রেলিয়া
(C) নিউজিল্যান্ড
(D) ইউ. কে. (U.K.)

Correct Answer
(D) ইউ. কে. (U.K.)
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2013p3]