WBCS 2013 Previous Year Question Paper - Page 04

60. কোন বছর 'এশিয়াটিক সোসাইটি' র পত্তন হয় ?

(A) 1784
(B) 1785
(C) 1794
(D) 1796

Correct Answer
(A) 1784
61. কে সুভাষ বোসের 'আজাদ হিন্দ ফৌজের' সদস্য ছিলেন না ?

(A) পি.কে. সাইগল
(B) শাহনাওয়াজ খান
(C) ক্যাপ্টেন মোহন সিং
(D) জি. এস. ধীলন

Correct Answer
(B) শাহনাওয়াজ খান
62. সিসমোগ্রাফ হল

(A) মেঘের ছবি তোলার যন্ত্র
(B) ভুমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র
(C) সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র
(D) বায়ুমণ্ডলের চাপেরপরিবর্তন মাপার যন্ত্র

Correct Answer
(B) ভুমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র
63. 'স্যার ক্রিক' সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে

(A) ভারতবর্ষ — বাংলাদেশ
(B) ভারতবর্ষ — পাকিস্তান
(C) ভারতবর্ষ — নেপাল
(D) ভারতবর্ষ — শ্রীলঙ্কা

Correct Answer
(B) ভারতবর্ষ — পাকিস্তান
64. কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?

(A) 1916
(B) 1920
(C) 1923
(D) 1926

Correct Answer
(B) 1920
65. 'সবুজ বিপ্লব' প্রথমে কোথায় ঘটেছিল ?

(A) পাঞ্জাব ও হরিয়ানা
(B) বিহার ও পশ্চিমবঙ্গ
(C) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু
(D) গুজরাট ও মহারাষ্ট্র

Correct Answer
(A) পাঞ্জাব ও হরিয়ানা
66. বার্নার দিয়ে ফ্লাস্কের জল ফুটানো হচ্ছে । কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে ?

(A) পারিপার্শ্বিক তাপমাত্রা কমলে
(B) ফ্লাস্কের মুখে বায়ু নিষ্কাশন যন্ত্রে লাগালে
(C) বার্নারের তাপ কমিয়ে দিলে
(D) ফ্লাস্কের মুখ বায়ুর চাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে

Correct Answer
(B) ফ্লাস্কের মুখে বায়ু নিষ্কাশন যন্ত্রে লাগালে
67. 'যুক্ত সার্বভৌম বাংলা' র একজন প্রবক্তা কে ছিলেন ?

(A) এইচ.এস. সুরাওয়ার্দি
(B) শ্যামাপ্রসাদ মুখার্জী
(C) মৌলানা আবুল কালাম আজাদ
(D) উপরের কেহই নন

Correct Answer
(A) এইচ.এস. সুরাওয়ার্দি
68. কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ?

(A) লর্ড ওয়েলেসলী
(B) লর্ড কর্ণওয়ালিশ
(C) লর্ড ডালহৌসি
(D) জন শোর

Correct Answer
(A) লর্ড ওয়েলেসলী
69. ভারতবর্ষ কোন সংস্থার 'পূর্ণ' সদস্য ?

(A) NAFTA
(B) E.U.
(C) SAARC
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) SAARC
70. নিম্নলিখিত যৌগটি তৈরী করা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ

(A) HgCl2
(B) HgO
(C) Hg2Cl2
(D)H2O4

Correct Answer
(A) HgCl2
71. 2012 -র শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপক

(A) লিন জিয়াওবো
(B) বারাক ওবামা
(C) ইউরোপীয় ইউনিয়ন
(D) আল গোরে

Correct Answer
(B) বারাক ওবামা
72. কে 'নীলদর্পণ' অনুবাদ করেছিলেন ?

(A) রেভঃ জেমস লং
(B) উইলিয়াম কেরি
(C) সতীশ চন্দ্র মুখার্জী
(D) মাইকেল মধুসূদন দত্ত

Correct Answer
(A) রেভঃ জেমস লং
73. কে লিখেছিলেন 'ইন্ডিয়া উইনস ফ্রীডম' ?

(A) জওহরলাল নেহরু
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) সর্দার প্যাটেল
(D) এম.এ. জিন্না

Correct Answer
(B) মৌলানা আবুল কালাম আজাদ
74. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়

(A) কাচের আচ্ছাদন
(B) রবারের আচ্ছাদন
(C) পেতলের আচ্ছাদন
(D) কাঁচা লোহার আচ্ছাদন

Correct Answer
(B) রবারের আচ্ছাদন
75. ভারতের G.D.P. তে সবচেয়ে বেশী অংশ যে ক্ষেত্রের তা হল

(A) কৃষিক্ষেত্র
(B) শিল্পক্ষেত্র
(C) পরিষেবা ক্ষেত্র
(D) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র

Correct Answer
(C) পরিষেবা ক্ষেত্র
76. 'প্রার্থনা সমাজ' প্রতিষ্ঠা করেন ?

(A) এম.জি. রানাডে
(B) আত্মারাম পান্ডুরাঙ
(C) রামমোহন রায়
(D) কেশব সেন

Correct Answer
(B) আত্মারাম পান্ডুরাঙ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2013p4]