WBCS 2014 Previous Year Question Paper - Page 11

179. পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় ?

(A) পাকস্থলীতে
(B) ক্ষুদ্রান্ত্রে
(C) বৃহদান্ত্রে
(D) কোলনে

Correct Answer
(B) ক্ষুদ্রান্ত্রে
180. শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত কে ?

(A) বাণিজ্যিক ব্যাঙ্কগুলি
(B) উন্নয়ন ব্যাঙ্কগুলি
(C) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(D) সমবায় ব্যাঙ্ক

Correct Answer
(A) বাণিজ্যিক ব্যাঙ্কগুলি
181. কোন রাজ্যে ভারতের হীরার খনিগুলি অবস্থিত ?

(A) উত্তর প্রদেশ
(B) কর্ণাটক
(C) মধ্যপ্রদেশ
(D) গুজরাট

Correct Answer
(C) মধ্যপ্রদেশ
182. গাজর –এর মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কী ?

(A) শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল
(B) শাঙ্কবাকৃতি ও কোনো ক্ষুদ্র মূল নেই
(C) গোলাকার ও ক্ষুদ্র মূল
(D) নির্দিষ্ট কোনো আকার নেই ও কোনো ক্ষুদ্র মূল নেই

Correct Answer
(A) শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল
183. নিচের কোন দেশটি ‘SAARC’ এর সদস্য নয় ?

(A) ভুটান
(B) বাংলাদেশ
(C) মরিশাস
(D) নেপাল

Correct Answer
(C) মরিশাস
184. সম্প্রতি কোথায় রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতায় এল ?

(A) ইন্দোনেশিয়া
(B) মালয়েশিয়া
(C) মায়ানমার
(D) থাইল্যান্ড

Correct Answer
(D) থাইল্যান্ড
185. রাইজোম কেন একটি পরিবর্তিত কাণ্ড ?

(A) মাটি থেকে উল্লম্বভাবে বাড়ে ও এতে শাঁসালো পাতা থাকে
(B) এতে পর্ব থাকে ও এতে চোখ থাকে, যা অঙ্কুরোদগম মুকুল বহন করে
(C) এর কাণ্ডটি নিবিড় ও ডিস্ক -এর মতো
(D) এর পর্ব আছে, আন্তরপর্ব আছে ও পাতাগুলি বাদামী, আঁশের মতো

Correct Answer
(B) এতে পর্ব থাকে ও এতে চোখ থাকে, যা অঙ্কুরোদগম মুকুল বহন করে
186. এখন বৈদেশিক বিনিয়োগ বিষয়ে শিল্পনীতির মনোভাব কী ?

(A) বৈদেশিক বিনিয়োগ সম্পূর্ণভাবে বাতিল
(B) বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো
(C) বৈদেশিক বিনিয়োগের অংশ কমানো
(D) ওপরের কোনোটিই নয়

Correct Answer
(B) বৈদেশিক বিনিয়োগের অংশ বাড়ানো
187. ভারতের কোন তটীয় রাজ্যে মৃত্তিকাক্ষয় অত্যন্ত আশঙ্কাজনক/উদ্বেগপূর্ণ ?

(A) কেরল
(B) তামিলনাড়ু
(C) ওড়িশা
(D) কর্ণাটক

Correct Answer
(C) ওড়িশা
188. কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন ?

(A) বিম্বিসার
(B) চন্দ্রগুপ্ত
(C) প্রদ্যোৎ
(D) অজাতশত্রু

Correct Answer
(A) বিম্বিসার
189. 2013 সালে পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব কে জয় করেন ?

(A) অ্যাণ্ডি মারে
(B) রজার ফেডেরার
(C) রাফায়েল নাদাল
(D) নোভাক জোকোভিচ

Correct Answer
(A) অ্যাণ্ডি মারে
190. আবদেল ফাতাহ-আল সিসি কোন দেশের প্রেসিডেন্ট ?

(A) আফগান-ই-স্তান
(B) আরব রিপাবলিক অফ ইজিপ্ট
(C) লিবিয়া
(D) ইরান

Correct Answer
(B) আরব রিপাবলিক অফ ইজিপ্ট
191. তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর–নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ কী ?

(A) দক্ষিণ–পূর্ব আয়ন বায়ু
(B) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু
(C) পশ্চিমী ঝঞ্ঝা
(D) অক্লুসান

Correct Answer
(B) প্রত্যাবর্ত মৌসুমী বায়ু
192. সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল ?

(A) লোথাল
(B) কালিবংগান
(C) চানহুদারো
(D) মেহেরগড়

Correct Answer
(A) লোথাল
193.‘ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের (1870 ) প্রতিষ্ঠাতা কে ?

(A) রামমোহন রায়
(B) দেবেদ্রনাথ ঠাকুর
(C) কেশবচন্দ্র সেন
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Correct Answer
(C) কেশবচন্দ্র সেন
194. ছন্দা গায়েন কোন শৃঙ্গ অভিযানের সময় নিখোঁজ হন ?

(A) মাউন্ট এভারেস্ট
(B) মাকালু
(C) অন্নপূর্ণা
(D) কাঞ্চনজঙ্ঘা পশ্চিম

Correct Answer
(D) কাঞ্চনজঙ্ঘা পশ্চিম
195. চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন ?

(A) বিন্দুসার
(B) অজাতশত্রু
(C) অশোক
(D) হর্ষ

Correct Answer
(A) বিন্দুসার
196. 2013 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়েছিল ?

(A) আমির খান
(B) সৌমিত্র চ্যাটার্জী
(C) গুলজার
(D) ওপরের কেউ নন

Correct Answer
(D) ওপরের কেউ নন
197. ভারতের অভ্র উৎপাদনের প্রধান খনিগুলি কোথায় অবস্থিত ?

(A) বিহার
(B) ছত্তিশগড়
(C) ঝাড়খন্ড
(D) ওড়িশা

Correct Answer
(C) ঝাড়খন্ড
198. দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল ?

(A) যুদ্ধজয়
(B) ধর্ম বিজয়
(C) দিগ্বিজয়
(D) ওপরের কোনোটিই নয়

Correct Answer
(B) ধর্ম বিজয়
199. ‘থিয়্সফিক্যল সোসাইটি’ র কেন্দ্রীয় কার্যালয় ভারতে কোথায় অবস্থিত ছিল ?

(A) আদায়ার
(B) বেলুড়
(C) আভাদি
(D) ভেল্লোর

Correct Answer
(A) আদায়ার
200. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ?

(A) পাল
(B) সেন
(C) গৌড়
(D) কামরূপ

Correct Answer
(C) গৌড়
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2014p11]