WBCS 2014 Previous Year Question Paper - Page 10

162. ভারতে Garuda-v বিমান মহড়া যৌথভাবে কোন দেশের সঙ্গে অনুষ্ঠিত হয় ?

(A) রাশিয়া
(B) USA
(C) ফ্রান্স
(D) চিন

Correct Answer
(C) ফ্রান্স
163. গুরুত্ব অনুসারে নিচের কোন উপাদানগুলির সহজলভ্যতা ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের অবস্থান নির্ণয়ে প্রভাবিত করেছে ?

(A) লৌহ আকর-কোকিং কয়লা-চুনাপাথর–ম্যাঙ্গানীজ
(B) কোকিং কয়লা–লৌহ আকর–চুনাপাথর–ম্যাঙ্গানিজ
(C) লৌহ আকর–ম্যাঙ্গানীজ–চুনাপাথর–কোকিং কয়লা
(D) কোকিং কয়লা–ম্যাঙ্গানীজ–লৌহ আকর–চুনাপাথর

Correct Answer
(A) লৌহ আকর-কোকিং কয়লা-চুনাপাথর–ম্যাঙ্গানীজ
164. নিচের মধ্যে কোনটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ?

(A) আকাশ
(B) পৃথ্বী
(C) অগ্নি
(D) ব্রহ্মস

Correct Answer
(A) আকাশ
165. 2013 সালে ‘নোবেল শান্তি পুরস্কার’ কে পান ?

(A) বারাক ওবামা
(B) আল গোরে
(C) শরণার্থীদের জন্য ইউ. এন. হাইকমিশন
(D) রাসায়নিক অস্ত্র নিরোধক প্রতিষ্ঠান

Correct Answer
(D) রাসায়নিক অস্ত্র নিরোধক প্রতিষ্ঠান
166. ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত ?

(A) গার্ডেনরিচ ওয়ার্কশপ, কলকাতা
(B) হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
(C) মাজাগাঁও ডক, মুম্বাই
(D) কোচিন শিপইয়ার্ড, কোচি

Correct Answer
(B) হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম
167. অর্থনীতির কাঠামো সংস্কার ব্যবস্থার প্রয়োজন হল

(A) SLR বাড়ানো ও CRR কমানো
(B) SLR ও CRR উভয়েরই বাড়ানো
(C) অগ্রাধিকার ক্ষেত্রে সহজে ঋণ প্রদান কমানো
(D) ওপরের কোনোটাই নয়

Correct Answer
(A) SLR বাড়ানো ও CRR কমানো
168. নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে ?

(A) অশোক যোশি
(B) অজিত দোভাল
(C) সুজাতা সিং
(D) ওপরের কেউই নন

Correct Answer
(B) অজিত দোভাল
169. অলিভার স্টোন কে ?

(A) অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা
(B) অভিনেতা
(C) গীতিকার
(D) ঔপন্যাসিক

Correct Answer
(A) অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা
170. নিচের কোন স্থানে আকাশে থ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায় ?

(A) সান্দাক ফু
(B) ফালুট
(C) দার্জিলিং
(D) কালিম্পং

Correct Answer
(B) ফালুট
171. কুয়ালালামপুর থেকে কোথায় যাওয়ার পথে MH-370 বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ?

(A) বেজিং
(B) জাকার্তা
(C) নিউ দিল্লি
(D) পার্থ

Correct Answer
(A) বেজিং
172. কৃষি আয়কর সংগ্রহ কে করে ?

(A) শুধুমাত্র কেন্দ্রীয় সরকার
(B) শুধুমাত্র রাজ্য সরকার
(C) স্থানীয় সরকারগুলি
(D) কেন্দ্রীয় ও রাজ্য সরকার

Correct Answer
(B) শুধুমাত্র রাজ্য সরকার
173. বিলগ্নীকরণ নীতি কীভাবে কাজ করে ?

(A) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ করে দেওয়া
(B) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারের বিক্রয় করা
(C) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে সরকারি অংশীদারীত্ব বাড়ানো
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ইকুইটি মূলধনের খোলা বাজারের বিক্রয় করা
174. এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ?

(A) জে. এস. খেহর
(B) রঞ্জনা দেশাই
(C) এ. সথাশিবম
(D) আর. এম. লোধা

Correct Answer
(D) আর. এম. লোধা
175. ভারতে কর রাজস্বের অধিকাংশ আসে কোথায় থেকে ?

(A) প্রত্যক্ষ কর থেকে
(B) পরোক্ষ কর থেকে
(C) প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় কর থেকে
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) পরোক্ষ কর থেকে
176. প্রাণীদের দীর্ঘতম কোষ নিচের কোনটি ?

(A) স্নায়ুকোষ
(B) যকৃৎ কোষ
(C) রক্ত কোষ
(D) পেশী কোষ

Correct Answer
(A) স্নায়ুকোষ
177. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থিত ?

(A) ভদ্রা
(B) ব্রাহ্মণী
(C) দামোদর
(D) ভীমা

Correct Answer
(B) ব্রাহ্মণী
178. স্ত্রীশিক্ষার হার বাড়ানো জন্মহারকে কীভাবে প্রভাবিত করতে পারে ?

(A) জন্মহার বাড়লে
(B) জন্মহার কমলে
(C) এই হার অপরিবর্তিত থাকলে
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(B) জন্মহার কমলে
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2014p10]