WBCS 2014 Previous Year Question Paper - Page 09

145. ব্রিটিশদের বিরুদ্ধে ‘উলগুলান’ উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে ?

(A) কর‍্যা মাল্য
(B) রানাডে
(C) বিরসা মুণ্ডা
(D) কোন্দা ডোরা

Correct Answer
(C) বিরসা মুণ্ডা
146. মাইটোসিসের কোন দশায় ক্রোমোজমগুলি V, J, L অথবা I আকৃতির হয় ?

(A) প্রোফেজ
(B) মেটাফেজ
(C) অ্যানাফেজ
(D) টিলোফেজ

Correct Answer
(C) অ্যানাফেজ
147. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি ?

(A) লালমাটি
(B) লবণাক্ত কাদামাটি
(C) পলিমাটি
(D) কালোমাটি

Correct Answer
(B) লবণাক্ত কাদামাটি
148. এবছরের গোড়ার দিকে 300 –এর বেশি স্কুলশিশু ফেরি দুর্ঘটনায় মারা যায় কোন দেশের উপকূলে ?

(A) চিন
(B) জাপান
(C) দক্ষিণ কোরিয়া
(D) উত্তর কোরিয়া

Correct Answer
(C) দক্ষিণ কোরিয়া
149. ঋতুপর্ণ ঘোষ তাঁর জীবনে কতগুলি জাতীয় পুরস্কার পেয়েছেন ?

(A) 14
(B) 16
(C) 8
(D) 12

Correct Answer
(D) 12
150. ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

(A) দিল্লি
(B) ভোপাল
(C) দেরাদুন
(D) লক্ষ্ণৌ

Correct Answer
(C) দেরাদুন
151. নিচের কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয় ?

(A) সাম্যের অধিকার
(B) স্বাধীনতার অধিকার
(C) শোষণের বিরুদ্ধে অধিকার
(D) যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার

Correct Answer
(D) যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার
152. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ?

(A) তিস্তা ও করলা
(B) তিস্তা ও জলঢাকা
(C) জলঢাকা ও তোর্সা
(D) তিস্তা ও রায়ডাক

Correct Answer
(A) তিস্তা ও করলা
153. নিচের কোন সমস্যাটি ইন্দিরা গান্ধী খালের সেচ সেবিত অঞ্চলে দেখা যায় না ?

(A) মৃত্তিকার লবণতা বেড়ে যাওয়া
(B) ক্রমবর্ধমান জলজমা
(C) খালে বায়ুর মাধ্যমে পলি সঞ্চয়
(D) জলপ্রবাহের ঘাটতি

Correct Answer
(D) জলপ্রবাহের ঘাটতি
154. ‘আলেপ্পো’ কোথাকার বিদ্রোহী প্রদেশ ?

(A) ইরাক
(B) লেবানন
(C) সিরিয়া
(D) ইউক্রেন

Correct Answer
(B) লেবানন
155. কৃষিক্ষেত্রে নতুন কৃৎকৌশলে বিশেষ উপকার হয় কাদের ?

(A) ক্ষুদ্র চাষীদের
(B) বৃহৎ মূলধনবিশিষ্ট কৃষকদের
(C) কৃষি শ্রমিকদের
(D) মধ্যবর্তী ব্যবসায়ীদের

Correct Answer
(B) বৃহৎ মূলধনবিশিষ্ট কৃষকদের
156. তুতিকোরিন নামক গুরুত্বপূর্ণ মৎস্য বন্দরটি কোন উপকূলে অবস্থিত ?

(A) মালাবার
(B) করমন্ডল
(C) কঙ্কণ
(D) কচ্ছ উপসাগর

Correct Answer
(B) করমন্ডল
157. কোন ভারতীয় অর্থনৈতিক সেক্টরটি রাজ্যের অধীন কিন্ত্ত এর সার্ভিস সেক্টর জন উদ্যোগমূলক ?

(A) সেচ ব্যবস্থা
(B) কৃষি
(C) বনজ উদ্যোগ
(D) বৃক্ষরোপণ

Correct Answer
(C) বনজ উদ্যোগ
158. কত সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করেন ?

(A) 1937
(B) 1930
(C) 1948
(D) 1938

Correct Answer
(A) 1937
159. আই. এন. এস. বিক্রমাদিত্য কী ?

(A) পরমানু শক্তিচালিত সাবমেরিন
(B) বিমানবাহী যুদ্ধজাহাজ
(C) লিয়েণ্ডার ক্লাস রণতরী
(D) টহলদারি নৌকা

Correct Answer
(B) বিমানবাহী যুদ্ধজাহাজ
160. নিচের কোন তথ্য জোড়া সঠিকভাবে ম্যাচিং নয় ?

(A) হিমালয় টার্শিয়ারি ভঙ্গিল পর্বত
(B) দাক্ষিণাত্যের ট্র্যাপ শঙ্কু আগ্নেয় উদগম অঞ্চল
(C) পশ্চিমঘাট প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত
(D) আরাবল্লী প্রি-ক্যামব্রিয়ান ক্ষয়্জাত পর্বত

Correct Answer
(C) পশ্চিমঘাট প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত
161. কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হল

(A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(C) নাবার্ড (NABARD)
(D) (B) ও (C) উভয়ই

Correct Answer
(C) নাবার্ড (NABARD)
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2014p9]