WBCS 2014 Previous Year Question Paper - Page 04

60. দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কে ?

(A) মহম্মদ ঘোরী
(B) কুতুবুদ্দিন আইবক
(C) ইলতুৎমিস
(D) গিয়াসউদ্দিন বলবন

Correct Answer
(B) কুতুবুদ্দিন আইবক
61. নিচের কোনটি লিবারেলদের মুখপাত্র ছিল ?

(A) নিউ ইন্ডিয়া
(B) লিডার
(C) ইয়ং ইন্ডিয়া
(D) ফ্রি প্রেস জার্নাল

Correct Answer
(B) লিডার
62. 0.88 ঘনমিটার লোহা থেকে 14 মিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলি দন্ড পাওয়া যাবে ?

(A) 45
(B) 50
(C) 65
(D) 80

Correct Answer
(B) 50
63. ‘তক্ষশীলা’ বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ?

(A) আদি আর্য যুগ
(B) গান্ধার শিল্প
(C) গুপ্ত শিল্প
(D) মৌর্য শিল্প

Correct Answer
(B) গান্ধার শিল্প
64. ভারত-সহ উন্নয়নশীল দেশগুলিকে ডব্লিউ.টি.ও ( W .T .O ) কী নির্দেশ দেয় ?

(A) রপ্তানি ভর্তুকি দেওয়া
(B) বৈদেশিক মুদ্রা বিনিময় হারের নিয়ন্ত্রণ
(C) বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তার নীতি
(D) ওপরের কোনোটিই নয়

Correct Answer
(C) বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে উদারীকরণ ও সহায়তার নীতি
65. নেহেরু রিপোর্ট কমিটিতে (1928 ) লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে ?

(A) এম. আর. জয়াকর
(B) তেজ বাহাদুর সাপ্রু
(C) ভি. এস. শ্রীনিবাস শাস্ত্রী
(D) এম. এস. অ্যানি

Correct Answer
(B) তেজ বাহাদুর সাপ্রু
66. সংখ্যা সারণীটিতে লুপ্ত সংখ্যাটি কত ?

8, 15, 28, 53, ?, 199
(A) 104
(B) 103
(C) 102
(D) 101

Correct Answer
(C) 102
67. কোন মারাঠা নেতা মারাঠাদের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন ?

(A) শিবাজী
(B) বালাজী বিশ্বনাথ
(C) প্রথম বাজীরাও
(D) দ্বিতীয় বাজীরাও

Correct Answer
(C) প্রথম বাজীরাও
68. ভুল বিবৃতিটি চিহ্নিত করুন :

আর্থিক কাঠামো সংস্কারের জন্য প্রয়োজন
(A) সরকারি বাজেটে ঘাটতি কমানো
(B) আর্থিক ক্ষেত্রগুলিতে মুনাফা বাড়ানো
(C) মুদ্রাস্ফীতির চাপ কমানো
(D) লেনদেনের ঘাটতি বাড়ানো

Correct Answer
(D) লেনদেনের ঘাটতি বাড়ানো
69. 879 x 439 + 879 x 321= কত

(A) 668040
(B) 669040
(C) 667030
(D) 666040

Correct Answer
(A) 668040
70. নিচের কে ‘ব্রাহ্মসমাজে’র সক্রিয় নেতা ছিলেন না ?

(A) দেবেন্দ্রনাথ ঠাকুর
(B) কেশবচন্দ্র সেন
(C) অক্ষয় কুমার দত্ত
(D) স্বামী বিবেকানন্দ

Correct Answer
(D) স্বামী বিবেকানন্দ
71. ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল ?

(A) খিলাফৎ অন্যায়
(B) রাওলাট আইন
(C) জালিয়ানওয়ালাবাগ হত্যা
(D) 1919 সালের ভারত শাসন আইন বিষয়ে অসন্তোষ

Correct Answer
(A) খিলাফৎ অন্যায়
72. একটি ছাত্রদের সারিতে স্যমন্তক বাম দিক থেকে সপ্তম, ভেঙ্কট ডান দিক থেকে 12তম । নিজেদের মধ্যে সিট্ পরিবর্তন করলে স্যমন্তক বাম দিক থেকে 22তম হয় । ওই সারিতে কতগুলি ছাত্র ছিল ?

(A) 29
(B) 31
(C) 33
(D) 34

Correct Answer
(C) 33
73. একটি সংখ্যার 48% অন্য আরেকটি সংখ্যার 60% -এর সমান । প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত ?

(A) 4 : 7
(B) 3 : 4
(C) 5 : 4
(D) 3 : 2

Correct Answer
(C) 5 : 4
74. ‘অগস্ট অফার’ এ প্রস্তাবগুলি কী ছিল ?

(A) ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
(B) ডোমিনিয়ন স্ট্যটাস
(C) প্রাদেশিক স্বায়ত্ত শাসন
(D) কেন্দ্রে প্রতিনিধিত্বমূলক সরকার

Correct Answer
(B) ডোমিনিয়ন স্ট্যটাস
75. মুঘল সম্রাট শাহজাহান কত সালে মারা যান ?

(A) 1658
(B) 1659
(C) 1662
(D) 1670

Correct Answer
Ans: 1666 (No option is correct)
76. বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন ?

(A) তির্যক
(B) অনুদৈর্ঘ্য
(C) তড়িৎ চুম্বকীয়
(D) সমবর্তন

Correct Answer
(B) অনুদৈর্ঘ্য
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2014p4]