WBCS 2014 Previous Year Question Paper - Page 05

77. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন ?

(A) লর্ড ওয়াভেল
(B) লর্ড মাউন্টব্যাটেন
(C) লর্ড লিনলিথগো
(D) এটলী

Correct Answer
(B) লর্ড মাউন্টব্যাটেন
78. ওয়াভেল পরিকল্পনার পূর্ণ ফলশ্রুতি কী ছিল ?

(A) উত্তর–পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট নেওয়া
(B) হায়দরাবাদ রাজ্যকে ভারতীয় ইউনিয়নের অঙ্গীভূতকরণ
(C) সিমলা কনফারেন্স আহ্বান করা
(D) কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি গড়া

Correct Answer
(C) সিমলা কনফারেন্স আহ্বান করা
79. নিচের কোনটি ব্যতিক্রম ?

(A) মিটার
(B) ফার্লং
(C) একর
(D) মাইল

Correct Answer
(C) একর
80. নিচের কোনটি ব্যতিক্রম ?

(A) 1381
(B) 343
(C) 8
(D) 125

Correct Answer
(A) 1381
81. নিচের কোনটি ব্যতিক্রম ?

7, 28, 63, 124, 215, 342, 511
(A) 28
(B) 124
(C) 342
(D) 215

Correct Answer
(A) 28
82. রাডার কোন কাজে ব্যবহৃত ?

(A) নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে
(B) বেতার গ্রাহক থেকে সংকেত নিতে
(C) ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে
(D) কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে

Correct Answer
(D) কোনো বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে
83. ভারতের জাতীয় কংগ্রেসে'র প্রতিষ্ঠাতা সভাপতি কে ?

(A) ডব্লু. সি. বনার্জী
(B) এস. এন. ব্যানার্জি
(C) জি. কে. গোখলে
(D) এ. ও. হিউম

Correct Answer
(A) ডব্লু. সি. বনার্জী
84. নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?

(A) আলফা
(B) বিটা
(C) গামা
(D) রঞ্জন

Correct Answer
(C) গামা
85. ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা নিচের কোনটির অন্তভূক্ত ?

(A) ইউনিয়ন লিস্ট (কেন্দ্রীয় তালিকা)
(B) স্টেট লিস্ট (রাজ্য তালিকা)
(C) যুগ্ম তালিকা
(D) ওপরের কোনোটাই নয়

Correct Answer
(C) যুগ্ম তালিকা
86. কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপসের সঙ্গে ও ওয়াভেলের সঙ্গে সিমলায় কথাবার্তা চালিয়েছিলেন ?

(A) আবুল কালাম আজাদ
(B) জওহরলাল নেহরু
(C) জে. বি. কৃপালনি
(D) সি. রাজাগোপালাচারি

Correct Answer
(A) আবুল কালাম আজাদ
87. আলোকবর্ষ কীসের একক ?

(A) সময়
(B) দুরত্ব
(C) আলো
(D) আলোর প্রাবল্য

Correct Answer
(B) দুরত্ব
88. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন ?

(A) সিন্ধু
(B) ঝিলাম
(C) রবি
(D) ইরাবতী

Correct Answer
(B) ঝিলাম
89. দুটি পর পর বিজোড় সংখ্যার গুণফল 6723 । বড় সংখ্যাটি কত ?

(A) 89
(B) 85
(C) 91
(D) 83

Correct Answer
(D) 83
90. LCD –পুরো নাম কী ?

(A) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
(B) লো কারেন্ট ডিসপ্লে
(C) লাইট সার্কিট ডিসপ্লে
(D) ওপরের কোনোটাই নয়

Correct Answer
(A) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে
91. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত বছর ?

(A) 70
(B) 65
(C) 62
(D) 60

Correct Answer
(B) 65
92. কার পতনের পর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন ‘আজাদ হিন্দ ফৌজ’ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিলেন ?

(A) জার্মানি
(B) ইতালি
(C) জাপান
(D) দ্বিতীয় মহাযুদ্ধের অবসান

Correct Answer
(C) জাপান
93. কোনো বস্তুর তাপমাত্রা 1K বাড়ালে প্রয়োজনীয় তাপকে কী বলা হয় ?

(A) আপেক্ষিক তাপ
(B) তাপগ্রাহিতা
(C) জলসম
(D) ওপরের কোনোটাই নয়

Correct Answer
(B) তাপগ্রাহিতা
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2014p5]