WBCS 2014 Previous Year Question Paper - Page 06

94. নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন ?

(A) তেজ বাহাদুর সাপ্রু
(B) মোহনদাস করমচাঁদ গান্ধী
(C) আবুল কালাম আজাদ
(D) নেতাজী সুভাষচন্দ্র বোস

Correct Answer
(A) তেজ বাহাদুর সাপ্রু
95. M, P –এর পুত্র । Q, O -র নাতনি । O আবার P -র স্বামী । তাহলে M, O -র কে হয় ?

(A) পুত্র
(B) কন্যা
(C) মা
(D) বাবা

Correct Answer
(A) পুত্র
96. বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে ?

(A) হিলিয়াম
(B) নিয়ন
(C) আর্গন
(D) জেনন

Correct Answer
(A) হিলিয়াম
97. নিচের ভুল বিবৃতিটি চিহ্নিত করুন :

(A) রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং –এ সভাপতিত্ব করেন
(B) রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হন
(C) রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বার্চিত হয়ে থাকেন
(D) রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধমে সরানো যেতে পারে

Correct Answer
(A) রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং –এ সভাপতিত্ব করেন
98. নিচের কোনটি প্রাচীনতম বেদ ?

(A) অথর্ববেদ
(B) ঋগবেদ
(C) যজুবেদ
(D)সামবেদ

Correct Answer
(B) ঋগবেদ
99. 60 : 15 :: * : 14 । * -এর মান কত ?

(A) 1.1
(B) 2.1
(C) 1
(D) 0.1

Correct Answer
(C) 1
100. সবচেয়ে নমনীয় ধাতু নিচের কোনটি ?

(A) প্লাটিনাম
(B) রুপো
(C) লোহা
(D) সোনা

Correct Answer
(D) সোনা
101. একটি সমকোণী ত্রিভুজে B কোণটি সমকোণ । AB = 24 mm ও BC = 7 mm হলে AC = কত mm ?

(A) 31
(B) 21
(C) 35
(D) 25

Correct Answer
(D) 25
102. একটি সমবাহু ষড়ভুজের প্রতিটি কোণ কত হবে ?

(A) 90°
(B) 120°
(C) 135°
(D) 145°

Correct Answer
(B) 120°
103. K –এর মান কত হলে নিচের সরলরেখা দু’টির মধ্যেকার কোণ 90° হবে ?

5x + 3y + 2 = 0 ও 3x - ky + 6 = 0
(A) 5
(B) 32
(C) 14
(D) 6

Correct Answer
(A) 5
104. সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি ?

(A) সমান্তরাল সজ্জা
(B) শ্রেণি সজ্জা
(C) শ্রেণি ও সমান্তরাল সজ্জা
(D) উপরের কোনোটিই নয়

Correct Answer
(A) সমান্তরাল সজ্জা
105. নিচের নদীগুলির মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয় ?

(A) শোন
(B) গোমতী
(C) গণ্ডক
(D) সুবর্ণরেখা

Correct Answer
(D) সুবর্ণরেখা
106. কংগ্রেস ‘সাইমন কমিশন’ বর্জন করেছিল কেন ?

(A) কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না
(B) মুসলিম লিগের একজন সদ্স্য এ’তে ছিল
(C) ভারতীয়দের নিজেদের সংবিধান স্থির করার দাবিকে নস্যাৎ করেছিল
(D) এটি নির্ধারিত সময়ের এক বছর আগে নিয়োগ করা হয়েছিল

Correct Answer
(A) কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিল না
107. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী ?

(A) প্রতিসরণ
(B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(C) বিক্ষেপ
(D) প্রতিফলন

Correct Answer
(B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
108. A, B, C, D, E ও F একটি গোল টেবিলে বসে আছে । A, E ও F -র মধ্যে বসে আছে । E, D এর বিপরীতে ; C, E -র পাশে নেই । তাহলে B -এর বিপরীতে কে আছে ?

(A) C
(B) D
(C) F
(D) ওপরের কোনোটিই নয়

Correct Answer
(C) F
109. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ?

(A) মেদিনীপুর
(B) মুর্শিদাবাদ
(C) পুরুলিয়া
(D) বর্ধমান

Correct Answer
(C) পুরুলিয়া
110. ধোলাই করার সোডা কোনটির চলতি নাম ?

(A) সোডিয়াম কার্বনেট
(B) ক্যালসিয়াম কার্বনেট
(C) সোডিয়াম বাই কার্বনেট
(D) সোডিয়াম হাইড্রোক্সাইড

Correct Answer
(A) সোডিয়াম কার্বনেট
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2014p6]