WBCS 2014 Previous Year Question Paper - Page 07

111. নিচের ভুল বিবৃতিটি চিহ্নিত করুন : রাজ্যসভার —

(A) অর্থবিলের ওপরে কোনো ক্ষমতা নেই
(B) অর্থবিলের ওপরে ক্ষমতা আছে
(C) শাসন ব্যবস্থার ওপরে কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই
(D) সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি

Correct Answer
(B) অর্থবিলের ওপরে ক্ষমতা আছে
112. নিচের কে কংগ্রেস সোশালিস্ট পার্টির সদ্স্য ছিলেন না ?

(A) অচ্যুত পটবর্ধন
(B) জওহরলাল নেহেরু
(C) জয়প্রকাশ নারায়ণ
(D) আচার্য নরেন্দ্রদেব

Correct Answer
(B) জওহরলাল নেহেরু
113. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত ?

(A) ডুয়ার্স
(B) তরাই
(C) রাঢ়
(D) বারিন্দ

Correct Answer
(B) তরাই
114. H+ -এ উপস্থিত ইলেক্ট্রনের সংখ্যা কত ?

(A) শূন্য
(B) এক
(C) দুই
(D) তিন

Correct Answer
(A) শূন্য
115. Q –এর মা, P –র বোন ও M –এর কন্যা । S, P –র কন্যা ও T –এর বোন । তাহলে M, T –র কে হয় ?

(A) বাবা
(B) দাদু
(C) দিদিমা
(D) হয় দাদু নয় দিদিমা

Correct Answer
(D) হয় দাদু নয় দিদিমা
116. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত কিলোমিটার ?

(A) 600
(B) 700
(C) 800
(D) 400

Correct Answer
(A) 600
117. স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?

(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) জওহরলাল নেহেরু
(C) ড. রাজেন্দ্র প্রসাদ
(D) জে. বি. কৃপালনি

Correct Answer
(D) জে. বি. কৃপালনি
118. একটি আইসোটোপের অর্ধায়ু হল 2 ঘন্টা । 6 ঘন্টা পর আইসোটোপের কত ভগ্নাংশ অবশিষ্ট থাকবে ?

(A) 1/6
(B) 1/3
(C) 1/8
(D) 1/4

Correct Answer
(C) 1/8
119. জাতীয় ইলেক্ট্রিক মবিলিটি মিশন পরিকল্পনা 2020 চালু হয় কবে ?

(A) জানুয়ারি 2013
(B) ডিসেম্বর 2012
(C) এপ্রিল 2013
(D) নভেম্বর 2012

Correct Answer
(A) জানুয়ারি 2013
120. দামোদর নদীর উৎপত্তি কোথায় ?

(A) রাজমহল মালভূমি
(B) ছোটনাগপুর মালভূমি
(C) হিমালয়
(D) পূর্বঘাট

Correct Answer
(B) ছোটনাগপুর মালভূমি
121. লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ?

(A) মূল
(B) কাণ্ড
(C) পাতা
(D) ফুলের মুকুল

Correct Answer
(D) ফুলের মুকুল
122. ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কত সালের আইনে ?

(A) 1891
(B) 1909
(C) 1919
(D) 1935

Correct Answer
(D) 1935
123. ’টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া’ কারা তৈরি করে ?

(A) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
(B) সার্ভে অফ ইন্ডিয়া
(C) ডিফেন্স মিনিস্ট্রি
(D) জিওগ্র্যাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

Correct Answer
(D) জিওগ্র্যাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
124. নিচের কোনটি প্রকৃত ফল নয় ?

(A) খেজুর
(B) কুল
(C) আপেল
(D) আঙুর

Correct Answer
(C) আপেল
125. নিচের কে ‘খুদাই খিদমতগার’ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন ?

(A) খান আব্দুল গফফর খান
(B) আব্দুল রব নিস্তার
(C) শকাতুল্লাহ আনসারি
(D) খান আব্দুল কোয়াইয়মখান

Correct Answer
(A) খান আব্দুল গফফর খান
126. বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত ?

(A) আমেরিকা
(B) ব্রিটেন
(C) ফ্রান্স
(D) সোভিয়েত ইউনিয়ন

Correct Answer
(D) সোভিয়েত ইউনিয়ন
127. কত সালে মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক নীতির বিষয়ে কংগ্রেস প্রস্তাব গ্রহণ করে ?

(A) 1940
(B) 1931
(C) 1921
(D) 1935

Correct Answer
(D) 1935
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2014p7]