WBCS 2015 Previous Year Question Paper - Page 10

162. কোন পরীক্ষায় রাজ মতির থেকে বেশী নম্বর পায় কিন্তু মীনার মতো নয় । মীনা পায় গণেশ এবং রূপালির থেকে বেশী, গণেশের নম্বর মতির থেকে কম কিন্তু তার নম্বর এদের মধ্যে সবচেয়ে কম নয় । যদি নম্বরগুলিকে নিম্নমুখি সাজানো হয় তবে দ্বিতীয় স্থানে কে ?

(A) মীনা
(B) রূপালি
(C) রাজ
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) রাজ
163. রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন

(A) লোকসভার সঞ্চালক
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) ভারতের উপ-রাষ্ট্রপতি

Correct Answer
(D) ভারতের উপ-রাষ্ট্রপতি
164. এম. সিরিসেনা রাষ্ট্রপতি আছেন যে দেশে সেটি হল

(A) শ্রীলঙ্কা
(B) মালদ্বীপ
(C) কাম্পুচিয়া
(D) নেপাল

Correct Answer
(A) শ্রীলঙ্কা
165. 2011 Census অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল

(A) কেরালা
(B) পশ্চিমবঙ্গ
(C) উত্তর প্রদেশ
(D) ঝাড়খন্ড

Correct Answer
(B) পশ্চিমবঙ্গ
166. কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে ?

(A) সত্যাগ্রহ
(B) স্বরাজ
(C) শিক্ষা
(D) বয়কট

Correct Answer
(B) স্বরাজ
167. একটি বালিকার ছবির দিকে তাকিয়ে রাজন বলেছিল যে তার (বালিকাটির) কোন বোন অথবা মেয়ে সন্তান নেই, কিন্তু তার মা আমার মায়ের একমাত্র মেয়ে । তবে রাজনের মার সঙ্গে ছবির বালিকার কি সম্পর্ক ?

(A) Sister in law
(B) Grand daughter
(C) Daughter in law
(D) উপরের কোনটি নয়

Correct Answer
(B) Grand daughter
168. আর্মান্দো কোলাসোর নাম কোন খেলার সঙ্গে যুক্ত

(A) ক্রিকেট
(B) টেনিস
(C) ব্যাডমিন্টন
(D) ফুটবল

Correct Answer
(D) ফুটবল
169. ভারতের রেল বাজেট হল

(A) কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ
(B) রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ
(C) কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(C) কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা
170. Marginal Workers তাদের বলে যারা

(A) বছরে 183 দিনের কম কাজ পায়
(B) বছরে 183 দিনের বেশী কাজ পায়
(C) বছরে 183 দিন কাজ পায়
(D) উপরোক্ত কোনটিই নয়

Correct Answer
(A) বছরে 183 দিনের কম কাজ পায়
171. ‘ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে ?

(A) কৃষ্ণ ভার্মা
(B) রাসবিহারী বসু
(C) সুভাষচন্দ্র বসু
(D) উপরের কেউ নয়

Correct Answer
(B) রাসবিহারী বসু
172. জুন 2014 –য় হিলারি ক্লিন্টনের নতুন প্রকাশিত বই

(A) লিভিং হিস্টরি
(B) হার্ড চয়েসেস
(C) এ টেরিবেল বিউটি
(D) দি গার্ল অন দি ট্রেন

Correct Answer
(B) হার্ড চয়েসেস
173. এদের মধ্যে হোমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত কে ছিলেন না ?

(A) এ্যানী বেসান্ত
(B) তিলক
(C) এম.এ. জিন্না
(D) মৌলানা আজাদ

Correct Answer
(D) মৌলানা আজাদ
174. ‘ইনক্লাব জিন্দাবাদ’ শ্লোগানটি কে দিয়েছিলেন ?

(A) মহঃ ইকবাল
(B) ভগৎ সিং
(C) সুভাষচন্দ্র বসু
(D) লালা লাজপৎ রায়

Correct Answer
(B) ভগৎ সিং
175. কোন কাজের দিন বিকেলে একটি দরখাস্ত Inward clerk এর কাছে জমা দেওয়া হল । পরের দিন তিনি সেই দরখাস্ত Senior clerk এর কাছে জমা দেন । কিন্তু সেদিন তিনি ছুটিতে থাকায় পরের দিন সেটি আধিকারিকের নিকট যায় এবং সেদিন দরখাস্তটি নিষ্পত্তি হয় । সে দিন ছিল শুক্রবার, তবে কোন দিন Inward clerk আবেদন জমা নিয়েছিলেন ।

(A) মঙ্গলবার
(B) গত সপ্তাহের শনিবার
(C) বুধবার
(D) সোমবার

Correct Answer
(C) বুধবার
176. কলকাতা শহরের স্থনীয় স্বায়ত্ত শাসনের প্রতিষ্ঠানটির নাম হল

(A) KMC (কলকাতা নগর নিগম )
(B) KC (কলকাতা নিগম)
(C) KMDA (কলকাতা নগর উন্নয়ন আধিকারিক)
(D) CIT (কলকাতা উন্নয়ন ট্রাস্ট )

Correct Answer
(A) KMC (কলকাতা নগর নিগম )
177. ভারতের ‘সিভিল সার্ভিস’ কে শুরু করেন ?

(A) লর্ড হার্ডিঞ্জ
(B) উইলিয়াম বেন্টিঙ্ক
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ডালহৌসী

Correct Answer
(D) লর্ড ডালহৌসী
178. 19 জানুয়ারী 2015 থেকে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সি.বি.এফ.সি.) –র চেয়ারপার্সন

(A) মহেশ ভট্ট
(B) পাহলাজ নিহালানি
(C) জয়া বচ্চন
(D) অপর্ণা সেন

Correct Answer
(B) পাহলাজ নিহালানি
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2015p10]