WBCS 2015 Previous Year Question Paper - Page 11

179. সবুজ বিপ্লব সীমিত ছিল

(A) পশ্চিমবঙ্গের ধান চাষে
(B) মহারাষ্ট্রের তুলা চাষে
(C) পঞ্জাব-হরিয়ানার গম চাষে
(D) অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে

Correct Answer
(C) পঞ্জাব-হরিয়ানার গম চাষে
180. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

(A) অ্যানি বেসন্ত
(B) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(C) সরোজিনী নাইডু
(D) অরুণা আসফ আলি

Correct Answer
(A) অ্যানি বেসন্ত
181. 5 ঘন্টা অন্তর মুম্বাই এর বিমান ছাড়ে । তথ্য কেন্দ্রে জানতে পারলাম 25 মিনিট আগে বিমানটি চলে গিয়েছে । এখন সময় 10.45 a.m. তবে পরবর্তী বিমানটি কখন ছাড়বে ?

(A) 2.20 a.m.
(B) 3.30 a.m.
(C) 3.55 p.m.
(D) 3.20 p.m.

Correct Answer
(D) 3.20 p.m.
182. লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন ?

(A) কেন্দ্রীয় মন্ত্রী
(B) রাজ্যপাল
(C) উচ্চ ন্যায়ালয়ের বিচারক
(D) উচ্চতম ন্যায়ালয়ের বিচারক

Correct Answer
(A) কেন্দ্রীয় মন্ত্রী
183. 2015 –তে বিশ্বব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়

(A) 10 জানুয়ারী
(B) 4 ফেব্রুয়ারি
(C) 5 ই জুন
(D) 15 জুলাই

Correct Answer
(B) 4 ফেব্রুয়ারি
184. কয়লাখনি দুর্ঘটনার কারণ হল

(A) Slumping (স্লাম্পিং)
(B) Faulting (ফল্টিং)
(C) যথেষ্ট পরিমাণে Stowing (স্টোয়িং) না করা
(D) খনির ভিতরে বন্যা

Correct Answer
(D) খনির ভিতরে বন্যা
185. ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান ?

(A) লর্ড ডালহৌসী
(B) লর্ড ক্যানিং
(C) লর্ড হার্ডিঞ্জ
(D) লর্ড রিপন

Correct Answer
(A) লর্ড ডালহৌসী
186. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?

(A) রামমোহন রায়
(B) ডিরোজিও
(C) দেবেন্দ্রনাথ ঠাকুর
(D) ডেভিড হেয়ার

Correct Answer
(B) ডিরোজিও
187. ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের সূচনা হয়

(A) 3 মার্চ, 2014
(B) 5 ই মার্চ, 2014
(C) 7 এপ্রিল, 2014
(D) 10 এপ্রিল, 2014

Correct Answer
(C) 7 এপ্রিল, 2014
188. কোন একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবলুর স্থান সবার উপর থেকে 16 এবং নিচের থেকে 29 । 6 জন পরীক্ষা দেয় নাই এবং 5 জন অকৃতকার্য হয়েছে । তবে শ্রেণীতে মোট কত জন ছিল ?

(A) 44
(B) 40
(C) 50
(D) 55

Correct Answer
(D) 55
189. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল

(A) Lignite (লিগনাইট)
(B) Anthracite (আনথ্রাসাইট)
(C) Bituminous (বিটুমিনাস)
(D) উপরোক্ত কোনটিই নয়

Correct Answer
(C) Bituminous (বিটুমিনাস)
190. 1946 সালের আই.এন.এ. বিচারসভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন ?

(A) জওহরলাল নেহরু
(B) ভূলাভাই দেশাই
(C) তেজ বাহাদুর সপরু
(D) পূর্বে উক্ত সকলেই

Correct Answer
(D) পূর্বে উক্ত সকলেই
191. ভারত সরকার 'জাতীয় বাল স্বচ্ছতা মিশন' -র উদ্বোধন করে

(A) 2 অক্টোবর, 2014
(B) 14 নভেম্বর, 2014
(C) 6 ডিসেম্বর, 2014
(D) 30 জানুয়ারি, 2015

Correct Answer
(B) 14 নভেম্বর, 2014
192. কোনটি অন্যদের থেকে আলাদা ?

(A) জানুয়ারী
(B) ফেব্রুয়ারি
(C) জুলাই
(D) ডিসেম্বর

Correct Answer
(B) ফেব্রুয়ারি
193. 1969 সালে কটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল ?

(A) 12 টি
(B) 13 টি
(C) 14 টি
(D) 15 টি

Correct Answer
(C) 14 টি
194. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল

(A) Fossil Fuel (ফসিল ফুয়েল )
(B) Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
(C) Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
(D) Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)

Correct Answer
(A) Fossil Fuel (ফসিল ফুয়েল )
195. একজন রাজ্য সভার সদস্যের পদে থাকার মেয়াদ

(A) চার বছর
(B) পাঁচ বছর
(C) ছয় বছর
(D) আট বছর

Correct Answer
(C) ছয় বছর
196. 1857 মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলায় কোন অভুত্থান ঘটে ?

(A) পাবনা বিদ্রোহ
(B) নীল বিদ্রোহ
(C) সন্ন্যাসী বিদ্রোহ
(D) সাঁওতাল বিদ্রোহ

Correct Answer
(B) নীল বিদ্রোহ
197. যদি COUNTRY এর সংকেত EMWLVPA হয় তবে ELECTORATE এর সংকেত হল

(A) CJCEFOPYWC
(B) CJGEROTYVG
(C) CNCEROPCRG
(D) GJGAVMTYVC

Correct Answer
(D) GJGAVMTYVC
198. Pencil → Write তখন Knife → ?

(A) Injure
(B) Peel
(C) Prick
(D) Attack

Correct Answer
(B) Peel
199. এপ্রিল 2014 –য় প্রয়াত গেব্রিয়াল গার্সিয়া মার্কুয়েজ, 1982 তে নোবেল পুরস্কার পান যে বিষয়ে সেটি হল

(A) সাহিত্য
(B) পদার্থ্যবিদ্যা
(C) রসায়নশাস্ত্র
(D) অর্থনীতি

Correct Answer
(A) সাহিত্য
200. 2014 –তে 2013 – র দাদাসাহেব ফালকে পুরস্কার যাঁকে দেওয়া হয় তিনি হলেন

(A) প্রাণ
(B) অমিতাভ বচ্চন
(C) গুলজার
(D) যশ চোপড়া

Correct Answer
(C) গুলজার
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2015p11]