WBCS 2015 Previous Year Question Paper - Page 05

77. ডেমোক্রাটিক রিপাব্লিক অফ কঙ্গো -র একটি নদীর নামে নিম্নলিখিত কোনটির নাম ?

(A) চিকুনগুনিয়া ভাইরাস
(B) লাসসা জ্বর
(C) সালমোনেলা ব্যাক্টিরিয়া
(D) ইবোলা ভাইরাস

Correct Answer
(D) ইবোলা ভাইরাস
78. পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির

(A) ভর বাড়ে
(B) ভর এবং ওজন দুই পরিবর্তত হয়
(C) ওজন বাড়ে
(D) ওজন কমে

Correct Answer
(C) ওজন বাড়ে
79. কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল ?

(A) 1942
(B) 1945
(C) 1946
(D) 1947

Correct Answer
(C) 1946
80. স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হল

(A) 1965 - 67
(B) 1966 - 68
(C) 1966 - 69
(D) 1965 - 68

Correct Answer
(C) 1966 - 69
81. Stammering → Speech তাহলে Deafness → ...... ?

(A) Ear
(B) Hearing
(C) Noise
(D) Commotion

Correct Answer
(B) Hearing
82. কুডানকুলাম পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র যেটি 2014 –তে ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন শুরু করে সেটি অবস্থিত

(A) তামিলনাড়ুতে
(B) কর্ণাটকে
(C) কেরলে
(D) অন্ধ্রপ্রদেশে

Correct Answer
(A) তামিলনাড়ুতে
83. C\limits^1 {H_3} - C\limits^2 H - C\limits^3 - C\limits^4 H - C\limits^5 {H_3} যৌগটির C2 এবং C3 কার্বন -এর হাইব্রিডাইজেশন

(A) sp sp3
(B) sp2 sp
(C) sp2 sp2
(D) sp sp

Correct Answer
(C) sp2 sp2
84. ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?

(A) ক্লাইভ
(B) রিপন
(C) মেয়ো
(D) নর্থব্রুক

Correct Answer
(C) মেয়ো
85. ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল

(A) 1950 এর দশক
(B) 1960 এর দশক
(C) 1970 এর দশক
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) 1960 এর দশক
86. বর্ণমালার অক্ষরগুলি বিপরীত ভাবে সাজালে 14 নং অক্ষরটি হল

(A) N
(B) L
(C) O
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(D) উপরের কোনটিই নয়
87. বঙ্গবিভাগ কার্যকারী হবার তারিখ কী ছিল ?

(A) 16 ই অক্টোবর 1905
(B) 29 শে মার্চ 1901
(C) 22 শে জুলাই 1911
(D) 14 ই আগস্ট 1946

Correct Answer
(A) 16 ই অক্টোবর 1905
88. রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হল

(A) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
(B) সোডিয়াম স্যালিসাইলেট
(C) মিথাইল স্যালিসাইলেট
(D) ইথাইল স্যালিসাইলেট

Correct Answer
(A) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড
89. সম্প্রতি 2014 –য় প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট –এ ভারতের স্থান কোথায় ?

(A) 113
(B) 114
(C) 115
(D) 116

Correct Answer
(B) 114
90. দাক্ষিণাত্য জলদ্বারা পরিবেষ্টিত

(A) দক্ষিণ এবং পূর্বে
(B) দক্ষিণ এবং পশ্চিমে
(C) দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে
(D) পূর্বে এবং পশ্চিমে

Correct Answer
(C) দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে
91. অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ ককরা হয় ?

(A) কৃষি, শিল্প ও যাতায়াত ক্ষেত্র
(B) কৃষি, শিল্পোৎপাদন ও সেবা ক্ষেত্র
(C) প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র
(D) প্রাথমিক, শিল্পোৎপাদন ও যাতায়াত ক্ষেত্র

Correct Answer
(C) প্রাথমিক, মাধ্যমিক ও সেবা ক্ষেত্র
92. পুরন করুন, ACE, FGH, ? , PON

(A) KKK
(B) JKI
(C) HJH
(D) IKL

Correct Answer
(A) KKK
93. NaOH –এর 0.5M দ্রবণের 100 ml. তৈরী করতে NaOH –এর কত গ্রাম দরকার হবে ?

(পারমাণবিক ওজন : Na = 23, O = 16, H = 1 )

(A) 2
(B) 20
(C) 4
(D) 1

Correct Answer
(A) 2
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2015p5]