WBCS 2015 Previous Year Question Paper - Page 06

94. প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার -এর আসল নাম

(A) সম্পূরণ সিং কালরা
(B) সদানন্দ সিং কালিয়া
(C) সূর্জিৎ সিং কোহলি
(D) প্রবোধ চন্দ্র ভাটিয়া

Correct Answer
(A) সম্পূরণ সিং কালরা
95. পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে

(A) উত্তরে
(B) উত্তর এবং উত্তর পূর্বে
(C) উত্তর পশ্চিম এবং দক্ষিণপূর্বে
(D) উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে

Correct Answer
(D) উত্তর, উত্তরপশ্চিম এবং দক্ষিণপূর্বে
96. কবে এবং কোথায় ‘গদরপার্টী’ প্রতিষ্ঠিত হয় ?

(A) আমেরিকা, 1913
(B) ইংল্যান্ড, 1917
(C) ডেনমার্ক, 1921
(D) স্কটল্যান্ড, 1925

Correct Answer
(A) আমেরিকা, 1913
97. ভোটদানের নূন্যতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে ?

(A) 1960 এর দশকে
(B) 1970 এর দশকে
(C) 1980 এর দশকে
(D) 1990 এর দশকে

Correct Answer
(C) 1980 এর দশকে
98. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে ?

(A) ট্রোপোস্ফেয়ার
(B) থার্মোস্ফেয়ার
(C) স্ট্র্যাটোস্ফেয়ার
(D) মেসোস্ফেয়ার

Correct Answer
(C) স্ট্র্যাটোস্ফেয়ার
99. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল

(A) তিস্তা, জলঢাকা, রায়ডাক
(B) গঙ্গা, ব্রহ্মপুত্র
(C) তিস্তা, গঙ্গা
(D) দামোদর, গঙ্গা

Correct Answer
(A) তিস্তা, জলঢাকা, রায়ডাক
100. Paint : Artist : : Wood : ?

(A) Furniture
(B) Forest
(C) Fire
(D) Carpenter

Correct Answer
(D) Carpenter
101. যদি EARTHQUAKE এর সংকেত হয় MOGPENJOSM তবে EQUATE এর সংকেত হল

(A) MENOPM
(B) MENOMP
(C) NJOGPM
(D) MNJOPM

Correct Answer
(D) MNJOPM
102. কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম

(A) পরিকল্পনা কমিশন
(B) অর্থ কমিশন
(C) লোকসভা
(D) রাজ্যসভা

Correct Answer
(B) অর্থ কমিশন
103. কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না – সেটি হল

(A) HNO3
(B) HCI
(C) HF
(D) HBr

Correct Answer
(C) HF
104. এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ ?

(A) সুত্ত পিটক
(B) বিনয় পিটক
(C) অভিধম্ম পিটক
(D) দীপবংশ

Correct Answer
(D) দীপবংশ
105. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দ্যেশ ছিল

(A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি
(B) গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন
(C) জলবিদ্যুৎ উৎপাদন
(D) অতিরিক্ত জলের সংরক্ষণ

Correct Answer
(A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি
106. কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন ?

(A) লর্ড লিটন
(B) লর্ড ডালহৌসী
(C) লর্ড ওয়েলেসলী
(D) লর্ড কার্জন

Correct Answer
(A) লর্ড লিটন
107. ভারতীয় জাতীয় বাহিনীর (আই. এন. এ ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন ?

(A) রাসবিহারী বসু
(B) ক্যাপ্টেন মোহন সিং
(C) নেতাজী সুভাষ চন্দ্র বসু
(D) উপরের কেউ নয়

Correct Answer
(B) ক্যাপ্টেন মোহন সিং
108. DNA -র পিরিমিডিন বেসগুলি হল

(A) অ্যাডেনিন ও গুয়ানিন
(B) থাইমিন ও অ্যাডেনিন
(C) সাইটোসিন ও গুয়ানিন
(D) থাইমিন ও সাইটোসিন

Correct Answer
(D) থাইমিন ও সাইটোসিন
109. কলকাতা এবং লণ্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে

(A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে
(B) কলকাতা তিন ঘন্টার বেশী এগিয়ে
(C) কলকাতা পনেরো মিনিট এগিয়ে
(D) কলকাতা দশ ঘন্টা পিছিয়ে

Correct Answer
(A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে
110. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ?

(A) হরপ্পা
(B) লোথাল
(C) ধোলাভিরা
(D) সুর্কোটাডা

Correct Answer
(B) লোথাল
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2015p6]