WBCS 2015 Previous Year Question Paper - Page 07

111. গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হল

(A) প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
(B) গ্রামীন কৃষি ঋণ সংস্থা
(C) কৃষি ঋণ সংস্থা
(D) গ্রামীন ব্যাংক

Correct Answer
(A) প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
112. পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরণকে বলা হয়

(A) অ্যালোগ্যামি
(B) গাইটেনোগ্যামি
(C) জেনোগ্যামি
(D) অটোগ্যামি

Correct Answer
(D) অটোগ্যামি
113. কবে ‘মুসলিম লীগ’ প্রতিষ্ঠিত হয় ?

(A) 1901
(B) 1906
(C) 1910
(D) 1915

Correct Answer
(B) 1906
114. acme : mace : : alga : ?

(A) glaa
(B) gaal
(C) laga
(D) gala

Correct Answer
(D) gala
115. কার রাজত্বকালে ‘জবত’ ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?

(A) আলাউদ্দিন খিলজি
(B) শেরশাহ
(C) আকবর
(D) শাহজাহান

Correct Answer
(C) আকবর
116. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় ?

(A) নিরক্ষরেখার নিকট
(B) কর্কটক্রান্তির নিকট
(C) মকরক্রান্তির নিকট
(D) আর্কটিক সার্কেল

Correct Answer
(B) কর্কটক্রান্তির নিকট
117. কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায়

(A) বর্গাদার দ্বারা চাষ
(B) চাষী নিজেই জমির মালিক
(C) ক্ষেতমুজর দ্বারা চাষ
(D) উপরের কোনটিই নয়

Correct Answer
(B) চাষী নিজেই জমির মালিক
118. কোষ বিভাজনের সময় DNA কোথায় সংশ্লেষিত হয় ?

(A) ইন্টারফেজে
(B) অ্যানোফেজে
(C) প্রফেজে
(D) টেলোফেজে

Correct Answer
(A) ইন্টারফেজে
119. ‘তিতুমির’ কে ছিলেন ?

(A) ওয়াহাবী আন্দোলন
(B) ফরাজী আন্দোলন
(C) সিপাহী বিদ্রোহ
(D) নীল বিদ্রোহ –এর নেতা

Correct Answer
(A) ওয়াহাবী আন্দোলন
120. Code System এর ফলে ‘CONTRIBUTOR’ যদি হয় ‘RTNOCIROTUB’ তবে ‘PROHIBITION’ হবে

(A) NOITIBIHORP
(B) IHORPBITION
(C) ITIONBIHOTP
(D) IHORPBNOITI

Correct Answer
(D) IHORPBNOITI
121. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ

(A) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
(B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
(C) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
(D) আরবসাগরীয় শাখা ভারতীয় মৌসুমী বায়ু

Correct Answer
(B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
122. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন ?

(A) NAA
(B) IAA
(C) 2, 4-D
(D) IBA

Correct Answer
(B) IAA
123. NABARD (নাবার্ড) প্রতিষ্ঠানটির সাথে জড়িত

(A) শিল্পের উন্নয়ন
(B) শহরের উন্নয়ন
(C) গ্রামের উন্নয়ন
(D) রেলের উন্নয়ন

Correct Answer
(C) গ্রামের উন্নয়ন
124. নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না ?

(A) কুতুবুদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) রাজিয়া
(D) বলবন

Correct Answer
(C) রাজিয়া
125. যদি ‘CAT’ এবং ‘BOAT’ যথাক্রমে ‘XZG’ এবং 'YLZG’ হয় তবে ‘EGG’ হবে

(A) 'VSS'
(B) 'URR'
(C) 'VTT'
(D) 'UTT'

Correct Answer
(C) 'VTT'
126. মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায়, বিশুদ্ধ-দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরণের ফলে F1 জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয়, কারণ -

(A) সহ-প্রকটতা
(B) প্রকটতা
(C) অসম্পূর্ণ প্রকটতা
(D) এপিস্টাসিস

Correct Answer
(B) প্রকটতা
127. কোনো নিয়মে তিনটি একই রকম, তবে বিজাতীয় কোনটি ?

(A) পনির
(B) দুধ
(C) দই
(D) ঘি

Correct Answer
(B) দুধ
Source of the Article "www.BengalStudent.in"
[id:adwbcs2015p7]